রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা (Madhyamik HS Exam 2022) এবং বোর্ডের মূল পরীক্ষা হবে কি হবে না, এই জল্পনার মধ্যে পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE)। নিচে এই বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক আছে।
অতিমারী পরিস্থিতে টেস্ট হবে কিনা, কিম্বা ঐচ্ছিক করে দেওয়ায় কিছুটা বিভ্রান্তি তৈরী হয়েছিলো পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। সেই জল্পনাকে কার্যত পরিস্কার করে দিয়ে, এবার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সাজেশন pdf download
এদিন সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, WBCHSE এর অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত বিষয়ে ৫০ মার্কস এর লিখিত পরীক্ষা নিতে হবে। এবং সেই সাথে প্রত্যেক বিষয়ে যে পরীক্ষা হবে, সেই দিনক্ষণ বা পরীক্ষার রুটিন ও স্কুল নিজেদের মত ঠিক করবে। সংসদ বিজ্ঞপ্তি দিয়ে আরো জানায় যে, সমস্ত পরীক্ষার মার্কস টেবুলেসন শীটে লিপিবদ্ধ করে সংগ্রহ করে রাখতে হবে, এবং সংসদ সেই রেজাল্ট বিধ্যালয়ের কাছে চেয়ে পাঠাবে। এবং সেই সাথে প্রত্যেক বিদ্যালয় টেস্ট পরীক্ষার উত্তরপত্র নিজেদের স্কুলে সংগ্রহ করে রাখবে। প্রয়োজন পড়লে সেই খাতার স্ক্রুটিনি করতে পারে সংসদ। (Madhyamik HS Exam 2022)