Madhyamik HS Exam 2022 – ওমিক্রন, বদলে যেতে পারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সূচী।

Madhyamik HS Exam 2022 – ওমিক্রনের বাড়বাড়ন্ত কি প্রভাব ফেলবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায়?

গত তিন দিনে সংক্রমনের মাত্রা তিনগুন বেড়েছে (Madhyamik HS Exam 2022)। দুদিন আগে স্টুডেন্টস ডে এর কর্মসূচী ঘোষণা করেও আপাতত স্তগিত করে অনলাইনে উৎযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারন মানুষের জন্য নতুন প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্প ও আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।

শিক্ষা দপ্তর সুত্রে জানা যাচ্ছে ৩রা জানুয়ারী থেকে ফের বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। আর এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik HS Exam 2022) নির্ধারিত সূচীতে হওয়া নিয়ে উঠছে প্রশ্ন।

দীর্ঘ কুড়ি মাস পর আংশিক ভাবে স্কুল খুললেও শুধুমাত্র নবম থেকে দ্বাদশের ক্লাস দিয়ে শুরু হয়। আর প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ঐচ্ছিক ঘোষণা হলেও ওমিক্রনের বাড়বাড়ন্তের আন্দাজ করে সকল পড়ুয়ার জন্য বাধ্যতামূলক হয় টেস্ট পরীক্ষা।

আর শিক্ষাদপ্তর (WB School Education Department), পর্ষদ (WBBSE) এবং সংসদ (WBCHSE) স্পষ্ট করে জানিয়ে দেয়, যদি পরীক্ষা (Madhyamik HS Exam 2022) না হয় তবে টেস্টের রেজাল্টই হবে নির্ণায়ক। তাই সমস্ত স্কুলকে সমস্ত খাতাপত্র সংরক্ষন করে রাখতে বলা হয় এবং সেই সাথে প্রতিদিনের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র মেইল করে বোর্ডকে পাঠাতে ও বলা হয়। এবং যেহেতু টেস্ট এর রেজাল্ট প্রয়োজনে মূল রেজাল্ট ও হতে পারে, তাই পরীক্ষার প্রাপ্ত নম্বর ও প্রকাশ করেনি স্কুল কতৃপক্ষ।

এদিকে গত দুদিন আগে মাননীয়া মুখ্যমন্ত্রী আগেভাগেই জানিয়ে দেন অবস্থা খারাপ হলে ফের কয়েক মাসের জন্য বন্ধ হবে স্কুল। আর তারপরেই পর পর তিনদিন সংক্রমনের মাত্রা তিনগুন বেড়েছে। আর এরপরই কেন্দ্র স্বাস্থ্য দপ্তর রাজ্যকে সতর্ক করেছে। আর তারপরই একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। Madhyamik HS Exam 2022

আরও পড়ুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাজেশন ফ্রি ডাউনলোড লিঙ্ক

এবার প্রশ্ন উঠছে, যদি অবস্থা বেগতিক হয় তবে কি হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের (Madhyamik HS Exam 2022) ভবিষ্যৎ? যদিও ইতিমধ্যেই পরীক্ষা আরো আগে নেওয়ার প্রস্তাব দিয়েছে একাধিক শিক্ষক সংগঠন। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও মাধ্যমিক পরীক্ষার পর পরই নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর পরীক্ষা একবার পেছলে সংক্রমন বাড়লে শেষে না আগের বছরের মত আবার বাতিল করতে হয়!

যদিও বোর্ড বা সংসদ এখনও এই বিষয়ে কিছু জানায়নি। তবে পড়ুয়াদের মানসিক প্রস্তুতির কথা ভেবে একটু (Madhyamik HS Exam 2022) আগেভাগেই ঘোষণা করা উচিৎ, বলে মনে করছেন অবিভাবকেরা। গত বছর যেমন বার বার পরীক্ষা পিছিয়ে শেষে পরিক্ষাই হলো না।

অন্যদিকে ওমিক্রন আবহে স্কুল কলেজ ও বোর্ড পরীক্ষা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “গুজব ছড়াবেন না, এখনই সব বন্ধের দরকার নেই। রাজ্যের করোনা পরিস্থিতির উপর আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনওভাবেই উত্তেজনা ছড়াবেন না। ছাত্র ছাত্রীদের সুরক্ষিত রাখা আমাদের কাছে প্রাথমিকতা পাচ্ছে। পুরো পরিস্থিতি আমরা গুরুত্ব দিয়ে রিভিউ করছি। এখনই সব বন্ধ করার প্রয়োজন নেই। তবে সংক্রমণ বাড়লে কয়েক মাসের জন্য বন্ধ করতেই হবে।“ (Madhyamik HS Exam 2022) পরবর্তী আপডেট আসছে, সঙ্গে থাকুন। আপনাদের কি মনে হয়, পরীক্ষা কি এগিয়ে আনা উচিৎ, নাকি পেছনো উচিৎ, নাকি নির্ধারিত সময়ে হওয়া উচিৎ, নিচে কমেন্টে জানাতে পারেন।

নতুন বছরে মাত্র ৮২ টাকা রিচার্জে পান ১ মাসের আনলিমিটেড ডেটা ও কল

মোবাইলের মাধ্যমে অনলাইনে ঘরে বসে ইনকাম করতে চাইলে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment