Unlimited Free Recharge – Jio এর রাজত্ব শেষ, এক বছর ফ্রী টকটাইম ও ডেটা দিচ্ছে এই কোম্পানী

এবার নতুন বছরেই সারা ভারতে মোবাইল পরিষেবার যুগান্তকারী পরিবর্তন এনে সারা বছর আনলিমিটেড ফ্রি কল ও ডেটা (Unlimited Free Recharge) এর প্লান আনতে চলেছে নতুন কোম্পানী। বিগত কয়েকবছর ধরে সারা ভারতীয় মার্কেটে কার্যত রাজত্ব করে আসা জিও এর দিন হয়ত এবার শেষ হতে চলেছে। এমনটাই দাবী করা হচ্ছে সংস্থার তরফ থেকে।

আর এই পরিকল্পনা শুরু করেছে ‘স্টারলিঙ্ক’ (Starlink) নামক বিদেশী কোম্পানী। সবচেয়ে বড় খবর হলো যে, এই কোম্পানির মালিক বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। বিশেষজ্ঞেরা মনে করছেন, যদি একবার ভারতে নিজের যায়গা জমিয়ে নিতে পারেন, তাহলে খুবই সমস্যায় পড়বে এশিয়ার ধনীব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। কারন, টেলিকম ব্যাবসার সাথে সাথে এই কোম্পানি আরো নতুন ব্যাবসার পরিকল্পনা ইতিমধ্যেই করা শুরু করেছে। Unlimited Free Recharge

যদিও অন্যান্য সমস্ত সংস্থাগুলোর সঙ্গে টক্কর থাকলেও, জিওর সঙ্গে টেক্কা দেওয়ায় বেশ ভালোই হতে চলেছে এলন মাস্কের স্টারলিঙ্ক এর। কারন এত সহজে জিও ও যে মার্কেট ছেড়ে দেবে না সেকথা সকলেই জানে (Unlimited Free Recharge )। তাই কম্পিটিশনের বাজারে জিও এর প্লান খরচা ও কমাতে হবে। যার ফলে আখেরে লাভ হবে গ্রাহকদেরই।

কিভাবে দেবে ফ্রী কল আর ডেটা (Unlimited Free Recharge)?

সংবাদ সুত্রে জানা যাচ্ছে, সাধারনত ভারতে টাওয়ার ভিত্তিক মোবাইল নেটওয়ার্ক চালু আছে, যার জন্য টাওয়ারের খরচ এবং মেন্টেনেন্স খরচা ও খুব বেশী। কিন্তু সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছে স্টারলিঙ্ক এলাকাভিত্তিক টাওয়ার না দিয়ে স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা চালু করবে। যার জন্য এলাকা ভিক্তিক যে খরচ সেটা তাদের কার্যত লাগবে না এবং মোবাইল ফ্রিকুএন্সি কম থাকলেও চলবে। তাই এই পরিষেবায় আনলিমিটেড ফ্রী দিতে (Unlimited Free Recharge), কোম্পানি কে বেশী বেগ পেতে হবে না। কিন্তু এই ব্যাবসা শুরু হলে অন্য কোম্পানীর লস হবে, তাই আদৌ কি চালু করতে পারবে, সেই প্রশ্ন ও তুলছেন অনেকে।

আরও পড়ুন, মাত্র ৯৯ টাকায় ১ মাসের আনলিমিটেড প্লান, দেখতে ক্লিক করুন

ইতিমধ্যেই ভারতে লাইসেন্স এর কাজ শুরু করে দিয়েছে। এবং একটি বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে আগামী ৩১ শে জানুয়ারীর মধ্যে লাইসেন্স পেয়ে যাবে সংশ্লিষ্ট সংস্থা। আর তারপরেই ২০২২ এর মার্চ মাসের মধ্যেই চালু হয়ে যাবে গ্রাহক পরিষেবা। Unlimited Free Recharge

এবং সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রথম বছর গ্রাহকদের জন্য সবকিছু ফ্রী থাকবে। এবং এর পর ও এই কোম্পানীর রিচার্জ প্লান এত সস্তা হবে, যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কি মনে হয়, জিওর জামানায় স্টারলিঙ্ক কি ব্যাবসা জমাতে পারবে? নিচে কমেন্ট করে জানাবেন। Unlimited Free Recharge

অনলাইনে আয় করতে চাইলে এখানে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment