Madhyamik HS Exam 2022 – সুখবর, আর লাগবেনা পরীক্ষার ফী, পড়ুয়াদের জন্য বিশাল ঘোষনা।

Madhyamik HS Exam 2022 – অতিমারী পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেকেই, আর সেই সাথে দীর্ঘদিন ক্লাস না হওয়ায় পরিবারের তাগিদে কাজে যোগ দিয়েছে অনেক পড়ুয়া। এমনকি ভীন রাজ্যেও পাড়ি দিয়েছে কাজের খোজে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিন থেকেই বহু পড়ুয়ার পরীক্ষা দিতে না আসার খবর মেলে।

এই বিশেষ প্রতিবেদনটি সর্বপ্রথম এবিপি নিউজে দেখানো হয়। এরপর নিজেরদের উদ্যোগেই বড় সিদ্ধান্ত নেয় অনেক স্কুল। পরীক্ষার্থীদের জন্য করা হয় বিশেষ ঘোষণা। Madhyamik HS Exam 2022

আরও পড়ুন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষার পর ও ক্লাস

মাধ্যমিক উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষার্থীরা পরীক্ষা (Madhyamik HS Exam 2022) দিতে না আসায় শিক্ষকেরাই চলে যান বিভিন্ন অনুপস্থিত পরীক্ষার্থীদের বাড়িতে। আর সেখানে গিয়েই জানতে পারেন, কেউ গেছে মাঠে ধান কাটতে, কেউ রুজি-রোজগারের সন্ধানে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। স্কুলে ফেরাতে ছাত্রদের বোঝালেন, পরীক্ষা দিতে চল, প্রয়োজনে চারদিনের মজুরির টাকা দিয়ে দেব আমরা!

সংবাদ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। দীর্ঘ সময়ে পেরিয়ে করোনা আবহ কিছুটা থিত হতেই আবারও খুলে গিয়েছে স্কুল কলজের দরজা। কিন্তু স্কুল খুললেও ছাত্র ছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক নয়। Madhyamik HS Exam 2022

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের কয়রাপুর, ভাদা, করুঞ্জি ও ভাতারের আমবোনা-সহ বিভিন্ন গ্রাম মিলে প্রায় সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী পড়াশুনা করে কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে। আর সেখানেই মঙ্গলবার থেকে মাধ্যমিকের টেস্ট শুরু হতেই শিক্ষকরা দেখেন, ১৫ -১৬ জন পড়ুয়া প্রথম দিনেই অনুপস্থিত। Madhyamik HS Exam 2022

এরপরি শিক্ষকেরা গিয়ে দেখেন কেউ কাজে লেগে পড়েছেন মাঠে ধান কাটতে, আবার কেউ বেরিয়ে পড়েছেন ভিন রাজ্যে কাজের খোঁজে। যার ফলেই ঘোষণা করেন পরীক্ষার ফী লাগবে না, প্রয়োজনে পড়ুয়ারা স্কুলে এলে বই, খাতার খরচও যোগাবেন শিক্ষকেরা, কোন সমস্যাই হবে না তাঁদের। উলটে তাঁদের কাজে যাওয়ার পারিশ্রমিকও দেবেন তাঁরা। Madhyamik HS Exam 2022

ছবিটা শুধুমাত্র পূর্ব বর্ধমানেই নয়, বরং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, হয়তো সারা দেশে। আর নিজেদের উদ্যোগে ইতিমধ্যেই পরীক্ষার ফী মকুব করেছেন অনেক স্কুলে। সব খবর প্রকাশ্যে আসে না। তবে শিক্ষকেরা পড়ুয়াদের স্কুলে ফেরাতে যে চেষ্টার কমতি রাখছেন না, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিওর সট সাজেশন পেতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment