Recharge Offer – বছর শেষে ধামাকা অফার, ১০৭ টাকায় আনলিমিটেড, Jio, Vodafone, Airtel এর দিন শেষ

বিগত কয়েকদিনে মোবাইল রিচার্জ (Recharge Offer) কমপক্ষে ২০% বেড়েছে, যার জন্য ৪৯ টাকার প্লান ৭৯ টাকা, ১৪৯ টাকার প্লান ১৯৯ টাকা হয়েছে। যার জন্য সাধারন মানুষের গুনতে হচ্ছে বাড়তি টাকা। আর মোবাইল নাম্বার সব যায়গায় লিঙ্ক করা তাই চালু রাখতেই হবে।

সবচেয়ে বেশি লস হচ্ছে জিও গ্রাহকদের। কারন তাদের রিচার্জ প্লান সব ১০০ টাকার উপরে। তাই এই সময়ে বাজিমাত করলো সরকারী সংস্থা BSNL. সবচেয়ে সস্তা প্লান এনে তাক লাগিয়ে দিলো। যার ফলে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে অন্য কোম্পানী গুলো।

যেদিকে jio, Airtel আর vodaphone এর রিচার্জ প্ল্যান শুরুই হয় ১০০ টাকায় সেখানে BSNL মাত্র ১০ টাকা থেকে শুরু। যেখানে অন্য টেলিকম সংস্থা দিন দিন প্ল্যানের মূল্য বাড়াচ্ছে সেখানে BSNL দিন দিন আরো কমিয়ে দিচ্ছে। jio, Airtel আর Vodafone তাদের প্রতিটি প্ল্যান হটাৎ করেই আগের তুলনায় ২০% মূল্য বৃদ্ধি করেছে(Recharge Offer)।

তবে সব সমস্যার সমাধান করে দিলো সরকারি টেলিকম সংস্থা। এত কম মূল্যে আর এত ভালো নেটওয়ার্কের সাথে যে অফার দিয়েছে BSNL তাতে সত্যি সত্যই অন্যান্য টেলিকম সংস্থার মাথায় হাত পড়েছে। কথায় বলে সরকারি জিনিস সব সময়ই সাধারণ জনগন এর কথা ভেবেই করা হয়। আর তার আজ সাক্ষাৎ প্রমাণ হলো সরকারি অধীনস্থ সংস্থা বিএসএনএল (BSNL)। গ্রাহকদের কথা মাথায় রেখে মাত্র ১০ টাকা থেকে প্ল্যান শুরু করেছে বিএসএনএল (BSNL Recharge Offer)।

মাত্র ৯৯ টাকায় মিলবে ৬ মাসের ভ্যালিডিটি, জানতে ক্লিক করুন

ভোডাফোন ও আইডিয়া অর্থাৎ Vi সংস্থা গত ২৫ শে নভেম্বর Airtel সংস্থা ২৬ শে নভেম্বর এবং জিও রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে গত ১ লা ডিসেম্বর থেকেই (Recharge Offer)।

পড়তে ক্লিক করুন, আর পারবেন না ইচ্ছামত সিম কিনতে, কতগুলি সিমকার্ড রাখা যাবে?

চলুন জেনে নেওয়া যাক BSNL এর প্ল্যান গুলো:-

১০ টাকা থেকে শুরু হচ্ছে প্ল্যান । ১০ টাকায় পাবেন ৭.৭৪ টাকার টকটাইম (Recharge Offer)। আরো আছে ২২ টাকায় পাবেন ৯০ দিন এর ভ্যালিডিটি। অনেক গুলো আনলিমটেড প্ল্যান আছে। তবে সব থেকে সেরা হলো ১০৭ টাকার রিচার্জ প্ল্যান। থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে ইনকামিং কলের সুবিধা। 10 জিবি ডেটা পাচ্ছেন গ্রাহকরা,থাকছে দৈনিক 100 টি এসএমএস এর সুবিধা। আর প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে 90 দিন। এছাড়া আরো অনেক প্ল্যান রয়েছে BSNL এর। আরো বিস্তারিভাবে জানতে ভিজিট করুন BSNL এর ওয়েবসাইট।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment