মাঝে মাঝেই যে দুয়ারে সরকারের (Duare Sarkar) মাধ্যমে সরকারী পরিষেবা নিজের এলাকাতেই মিলবে, সেকথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আর সেই প্রতিশ্রুতিকে মান্যতা দিয়ে রাজ্য সরকার আবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো, ফের কবে থেকে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং মিলবে যাবতীয় পরিষেবা।
এই অল্প সময়েই যে এই প্রকল্প জনপ্রিয়তা অর্জন করেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। রাজ্যের ১০ কোটির ও বেশি জনগন এই প্রকল্পে (Duare Sarkar) অংশ নিয়েছে। তাই এবার ফের জানুয়ারি মাসের দুয়ারে সরকার প্রকল্পের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ২ থেকে ১০ জানুয়ারি হবে দুয়ারে সরকার। দ্বিতীয় দফায় ২০ থেকে ৩০ জানুয়ারি হবে এই প্রকল্পের কাজ।
এ কথা আর বলার অপেক্ষাই রাখেনা যে, দুয়ারে সরকারের (Duare Sarkar) প্রকল্পে সবচেয়ে বেশি নজর কেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmi Bhandar Scheme)। গত ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতে শুরু করেছেন বাংলার মহিলারা। তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন করা যায়, দরখাস্ত দিতে হয়। তবে যাদের এখনো এই প্রকল্পে নাম অন্তরভুক্ত হয়নি, তারা আবার নাম লেখাতে পারবেন।
আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় খবর, টাকা না পেলে কি করবেন
সুতরাং, আপনার এলাকায় প্রথম দফায় ২ থেকে ১০ জানুয়ারি হবে দুয়ারে সরকার (Duare Sarkar)। দ্বিতীয় দফায় ২০ থেকে ৩০ জানুয়ারি হবে এই প্রকল্পের কাজ। এবং যাদের কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথি প্রভ্রিতি প্রকল্পের পরিষেবা সঙ্ক্রান্ত কাজ বাকি রয়েছে, এবার উক্ত দিনে নিজের এলাকাতেই পেয়ে যাবেন সরকারী পরিষেবা