Upcoming Smartphones – Snapdragon 870 আর Xiaomi মিলে বাজারে আনলো Redmi এর এই ধামাকা ফোন

Redmi 11 লঞ্চ করতেই আরেকটি ফোনের কথা ঘোষণা (Upcoming Smartphones) করলো, Xiaomi. Snapdragon 870 প্রসেসরের এই ফোন ২০২২ সালের সেরা ফোন হতে চলেছে। সংবাদসূত্রে জানা যাচ্ছে, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ Xiaomi ফোন শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হবে এবং এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট বা চিত্তাকর্ষক ক্যামেরা দেখা যাবে।

রেডমি এর এই ফোনের মডেল হতে পারে, Xiaomi 2112123AC, যেটিকে সম্প্রতি TENAA এবং 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আসলে এই ফোনটিতেও স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। (Upcoming Smartphones)

এদিকে একটি নতুন রিপোর্টে (Upcoming Smartphones) Xiaomi 12 Ultra এবং Xiaomi 12 Ultra Enhanced Edition নামক ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। বলা হচ্ছে এগুলি Xiaomi MIX 4-এর স্পিরিচুয়াল সাকসেসর হবে, যেখানে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।

এছাড়া উভয় ডিভাইসেই স্ন্যাপড্রাগন ৮ জেন১ প্রসেসর (আসন্ন স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর) থাকবে। আবার ফটোগ্রাফির জন্য এই শাওমি ফোনগুলির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেলের সেন্সরযুক্ত কোয়াড-ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। উপরন্তু এগুলিতে মিলতে পারে ১২০এক্স জুম এবং ১৫এক্স ভিডিও জুম ক্যাপাসিটির সুবিধাও।

আরও পড়ুন, Redmi Note 11T 5G – রেডমি লাভার দের সুখবর দিয়ে বাজারে এলো কম বাজেটের Redmi ফোন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment