বেকার সমস্যার মধ্যেই আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। রাজ্য বাসীর জন্য বিপুল কর্মসংস্থানের ঘোষণা করলেন, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থনীতির হাল ফেরাতে নিজেই অর্থ মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন। আর এবার রাজ্যে শিল্প এনে বিপুল কর্মসংস্থানের সুযোগ করে দিলেন তিনি।
এদিন সকলের উদ্যেশ্যে বলেন, হাওড়াতে শিল্পে বিনিয়োগের ফলে রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে। রাজ্যের প্রশাসনিক সভা থেকে এমনটাই ইঙ্গিত দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সামনের বছর কর্মসংস্থান হবে ১ লক্ষ ১৬ হাজার মানুষের।
এছাড়াও গত 16 ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধনে প্রায় ৪২ হাজার কর্মসংস্থানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
আর তারপরই, হাওড়ায় প্রশাসনিক বৈঠকে আবার কর্মসংস্থানের আরেক নতুন দিশা দেখালেন, এদিন তিনি জানান, হাওড়ায় একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। আগামী দুই বছরে বিনিয়োগ আসতে চলেছে প্রায় ১০ হাজার ৪৮০ কোটি টাকা। রাজ্যে শিল্প এলে কর্মসংস্থানের সুযোগ পাবে রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক যুবতী। আগামী বছর থেকেই যার শুরু হবে। আর কাজ শুরু হলেই কর্মসংস্থান শুরু হবে। কাজ পাবেন মাটি কাটা শ্রমিক থেকে বড় অফিসার, সব শ্রেণীর জনগণ।
এছাড়াও ‘কাশফুল থেকে বালিশ’, ‘ দুয়ারের হাঁসের পালক’ সহ নানান নতুন কর্মসংস্থানের আইডিয়াও দেন এদিনের সভা থেকে। পাশাপাশি রাজ্যে ‘বাংলা ডেয়ারি শিল্প’ চালু করা,’ ১০০ দিনের কাজ’ তে যেমন কর্মসংস্থান হচ্ছে তেমনি, মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড চালু করা, প্রভৃতি কাজ অতি শীঘ্রই শুরু হবে এবং এই সমস্ত প্রকল্পে ক্ষেত্রে সরকারের বিশেষ নজর থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)
আরো পড়ুন, দুয়ারে রেশনের নিয়োগ কিভাবে হবে জানুন, https://www.techpress.in/ek24.site/ek24 newsin backup/duare-ration-recruitment-apply-online/
প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগের জট অব্যাহত থাকলেও শিগ্রই মামলা নিষ্পত্তি করে 15 হাজার এবং 1700 শিক্ষক নিয়োগ হবে চলতি বছরেই। আর সব মিলিয়ে রাজ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কয়েক লক্ষ যুবক যুবতী কর্মসংস্থান পেতে চলছেন। এছাড়া কাজ মানেই যে শুধু সরকারী চাকরি নয়, কিংবা সরকারি চাকরিই একমাত্র পথ হতে পারেনা, এমনটাই বার বার বোঝাতে চেয়েছেন, সঠিক পথে আয় করাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। এমন অনেকেই আছেন যারা স্বাবলম্বী হয়ে অনেক চাকরিজীবীর চেয়ে ভালো আছেন।