রাজ্যের শিক্ষা ব্যাবস্থা ও শিক্ষক নিয়োগ (WB Primary TET) প্রসঙ্গে রাজ্যের অবস্থান সম্পর্কে গতকাল সাংবাদিকদের রাজের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুজোর আগে ৪০০০ শিক্ষক নিয়োগ হয়েছে, এবং খুব শীঘ্রই আরো ১৭০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। তবে কোন পর্যায়ের অর্থাৎ কোন সালের টেট থেকে এই নিয়োগ হবে তা স্পষ্ট করেন নি।
অন্যদিকে শিক্ষক নিয়োগে মামলা নিয়েও তিনি বলেন, পরীক্ষা হলেই মামলা হচ্ছে। মামলা, আন্দোলন করছে ১০০ থেকে ২০০ জন কিন্তু ভবিষ্যৎ আটকে যাচ্ছে হাজার হাজার প্রার্থীর (WB Primary TET)। পাশাপাশি উচ্চ উচ্চ প্রাথমিক (Upper Primary), মাধ্যমিক( 9 to 10), উচ্চমাধ্যমিক ( 10 to 12) ও কলেজ পর্যায়ের শিক্ষক নিয়োগ নিয়ে সমস্ত ব্যাপারে তার মতামত পেশ করেন।
তবে কয়েকটি বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, পুজোর আগে ৪০০০ শিক্ষক নিয়োগ এবং পুজোর পর ১৭০০ শিক্ষক নিয়োগ। এবং ২০১৪ সালের নন ইঙ্কলুডেড ও ২০১৭ সালের রেজাল্ট নিয়ে তিনি কোন মন্তব্য করেন নি। ১৭০০ শিক্ষক নিয়ো হবে, কিন্তু ২০১৪ সালের বাকী বাকি প্রার্থীদের নিয়ে কিছু বলেননি। WB Primary TET
যদিও চাকরী প্রার্থীদের আন্দোলন রাজ্যকে যে যথেষ্ট চাপে রেখেছে, এদিনের বক্তব্যে কার্যত তার ইঙ্গিত মিললো। এদিন তিনি বলেন, এই যে অনেকে আন্দোলন করছেন, হয়তো ১০০, ২০০ লোক আন্দোলন করছেন, তার বাইরে থেকে কিন্তু ৬০ থেকে ৭০ হাজার লোক আছেন। মামলার সাথে সাথে প্রার্থীদের ভবিষ্যৎ গঠনেও বিলম্বিত হচ্ছে। এই ধারনাটা করলে চলবে না যে, আন্দোলন করলেই চাকরি পাবেন, আর আন্দোলন না করলে পাবেন না। আন্দোলন করা মানেই আপনি যোগ্য, যাঁরা করছেন না তাঁরা অযোগ্য, এমনটা নয়।
এদিকে পুজোর পর রাজ্যে ১৭০০ শিক্ষক নিয়োগ হবে, এই ঘোষণায় কার্যত দুটি প্রশ্নের উত্তর পাওয়া গেল। প্রথমত বিভিন্ন কোর্ট কেস এবং যেসমস্ত নিয়োগ মামলার কারনে আটকে ছিলো, সেই নিয়োগ গুলো আগে হবে। তার মধ্যে অন্যতম ২০০৯ সালের কিছু নিয়োগ, ২০১৪ সালের ভুল প্রশ্ন মামলার কিছু নিয়োগ পুজোর আগে হয়েছে, আরো কিছু বাকি আছে, এবং আরো কয়েকটি মামলা নিয়ে বর্তমানে সর্বমোট ১৭০০ এর মতো প্রাথমিক শিক্ষক প্রার্থীদের নিয়োগ আগে সম্পন্ন হবে। এরপর ২০১৪ সালের ননইঙ্কলুডেড দের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর ২০১৭ এর রেজাল্ট প্রকাশিত হবে। এই বিষয়গুলোতে অনেকের দ্বিমত থাকতে পারে, তবে পারিপার্শ্বিক সমস্ত কিছু বিশ্লেষণ করে এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও পর্ষদ সুত্রের খবর অনুজায়ী যা বোঝা গেলো, কার্যত এটাই তার নির্যাস।
আপনাদের কি মনে হয়, এই ১৭০০ প্রাথমিক শিক্ষক পদের জন্য কোন কোন মামলা কিম্বা কোন কোন সালের টেট রয়েছে। নিচের কমেন্ট অপ্সন থেকে কমেন্ট করতে পারেন।