অতিমারীর শঙ্কা কাটিয়ে উঠে অবশেষে ১৬ নভেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে পঠনপাঠন। আর এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik HS Exam) নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড (WBBSE) এবং কাউন্সিল (WBCHSE)। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সম্ভাব্য সূচী প্রকাশ হলেও পূর্নাঙ্গ সূচী এখনও জানা যায়নি, এবার সেই সুচী প্রকাশ হতে চলেছে। (পোষ্ট আপডেট পহেলা নভেম্বর, নিচের লিঙ্কে থেকে রুটিন ডাউনলোড করুন)
Madhyamik EXAM Routine 2022 PDF Download Link
HS EXAM Routine 2022 PDF Download Link
পর্ষদ ও সংসদ ইতিমধ্যেই ঘোষণা করেছে আগামী বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। একই ভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২০২২ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। তবে প্রশ্ন থাকছে পরীক্ষা কিভাবে হবে, কত নম্বরের হতে পারে, এবং পরীক্ষা সেন্টার নিয়ে। শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের (WB Madhyamik HS Exam) পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করা হবে।
গতকাল শিক্ষাদপ্তর সূত্রে জানা গেছে পরীক্ষার একটি খসড়া সূচী প্রস্তুত হয়েছে, এবং আগামীকাল মুখ্যমন্ত্রীর সাথে পর্ষদ সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিল সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য এর এই ব্যাপারে একটি মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আশা করা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ সোমবার বিকাল চারটে নাগাদ মাধ্যমিক পরীক্ষা ২০২২ (WBCHSE Exam 2022) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২ (WBCHSE Exam 2022) এর পূর্নাঙ্গ সূচী প্রকাশ করা হবে। (WB Madhyamik HS Exam)
এবং সেই সাথে আরো ঘোষণা করা হবে পরীক্ষা কি নিজের স্কুলে হবে নাকি অন্য স্কুলে, পরীক্ষার সিলেবাস ইতিমধ্যেই কমানো হয়েছে, ফুল মার্কস ও কি কম্বে কিনা, প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংবাদ সূত্রে এটাও জানা যাচ্ছে, করোনা পরিস্থিতির উপর নজর রাখা হবে, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সূচীর পরিবর্তন ও হতে পারে।
আরও পড়ুন, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা, স্কুলে যেতে হবে, বিষদ জানতে ক্লিক করুন