রাজ্য বাজেটেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের DA বৃদ্ধির ইঙ্গিত। এবং স্কুল শিক্ষকদের WBHS হেলথ স্কিমে অন্তর্ভুক্তিকরণ

একদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে সুপ্রিমকোর্টে মামলা চলছে। অন্যদিকে সরকারি সাহায্য স্কুলের শিক্ষকেরা সাধারণ সরকারি কর্মী ও সরকারি স্কুলের শিক্ষকদের মতো West Bengal Health Scheme এর মতো স্বাস্থ্যবিমা আর দাবি করে আসছেন। আর শোনা যাচ্ছে এই দুটি দাবীর কিছুটা হলেও পূরণ হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬ সালের অন্তর্বর্তীকালীন বাজেটে।

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ও শিক্ষকদের স্বাস্থ্য বিমা

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি (DA Hike) নিয়ে বেশ আলোচনা চলছে। নবন্নের অন্দরেই গুঞ্জন উঠছে, ২০২৫-২৬ অর্থবছরের রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ মামলার মধ্যেও রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ থেকে ৪ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে। যা লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের মনে আশার আলো জ্বালিয়েছে। যদিও বিধান সভা ভোটের আগে এটি অন্তর্বর্তীকালীন বাজেট, তবুও একবার ঘোষণা হলে এটি আর পরিবর্তন হবে না বলে অনে করছেন সরকারি কর্মীদের একাংশ।

২০২৫ এর রাজ্য বাজেটে ও ডিএ বৃদ্ধি

আগের বছরগুলোতে রাজ্য সরকারি কর্মচারীরা বারবার দাবি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের ডিএ এর সঙ্গে তাদের ভাতার বড় ফারাক রয়েছে। কেন্দ্রে এখন ডিএ ৫৩ শতাংশের কাছাকাছি, কিন্তু রাজ্যে অনেক কম ছিল। বাজেটের আগে খবরের কাগজে ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথা উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত রাজ্য বাজেটে ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা করেন। তবে এবার কত শতাংশ ঘোষণা হয়, এবার সেটাই দেখার।

কারা লাভবান হবেন এবং কতটা?

১ এপ্রিল ২০২৬ থেকে ডিএ ঘোষণা হলে প্রায় ১০ লক্ষের বেশি রাজ্য সরকারি কর্মচারী সুবিধা পাবেন। শিক্ষক-শিক্ষিকা, অফিস স্টাফ, পুলিশ, স্বাস্থ্যকর্মী সবাই এর আওতায় আসবেন। পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। মূল বেতনের ওপর ৪ শতাংশ অতিরিক্ত টাকা মাসে মাসে বাড়বে। এতে দৈনন্দিন খরচ মেটাতে একটু স্বস্তি আসবে। মূল্যবৃদ্ধির এই যুগে এই ধরনের সাহায্য খুবই দরকারি।

নির্বাচনের আগে এই ঘোষণার তাৎপর্য

২০২৬ সালে বিধানসবা নির্বাচন আসছে। এই বাজেটটা সেই নির্বাচনের আগের শেষ বাজেট। সরকার চাইছে কর্মচারীদের মন জয় করতে। গত কয়েক বছরেও বাজেটে ডিএ বাড়ানো হয়েছে। এবারও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে। বিরোধীরা বলছেন এটা ভোটের আগে লোভ দেখানো। কিন্তু সরকারের দাবি, এটা কর্মীদের প্রতি দায়বদ্ধতার প্রমাণ।

স্কুল শিক্ষকদের স্বাস্থ্য বিমা

এদিকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের সরকারি কর্মীদের মতো West Bengal Health Scheme এর মাধ্যমে ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পর্ষদ থেকে শিক্ষা দপ্তরে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে সরকার সমর্থিত শিক্ষক সংগঠন ও শিক্ষা দপ্তরে শিক্ষকদের WBHS স্কিমে অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন। আশাকরা যাচ্ছে খুব শীঘ্রই এটি অনুমোদিত হতে পারে।

আরও পড়ুন, আবাস যোজনা ঘরের টাকায় আরও ৪ লাখ নতুন নাম যোগ হলো। বাংলার বাড়ি লিস্ট 2026 ডাউনলোড করুন

রাজ্যের অর্থনৈতিক চিত্র এবং অন্যান্য ঘোষণা

বাজেটের মোট পরিমাণ ৩.৮৯ লক্ষ কোটি টাকা। গত বছর রাজ্যের জিডিপি বেড়েছে ৬.৮ শতাংশ, যা দেশের গড়ের চেয়ে বেশি। বেকারত্বের হারও জাতীয় গড়ের নীচে রয়েছে। সরকার গ্রামীণ রাস্তা, কৃষি, নদীভাঙ্গন রোধে বড় বরাদ্দ দিয়েছে। সামাজিক কল্যাণ প্রকল্পগুলো আরও শক্তিশালী করা হয়েছে। এসবের মধ্যে ডিএ বৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ অংশ।

কর্মচারীদের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ

এক দিকে ডিএ, অন্যদিকে স্বাস্থ্যবিমা, দুটিই কর্মী ও শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ। যদিও সরকারি ঘোষণা হওয়ার আগে পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়। তবে অনেক সরকারি কর্মচারী এই ৪ শতাংশ বৃদ্ধিতে খুশি হলেও পুরোপুরি সন্তুষ্ট নন। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে। তারা আশা করছেন আরও বেশি সুবিধা মিলবে। কিছু সংগঠন বলছে লড়াই চালিয়ে যাবে। তবে এই বৃদ্ধি অন্তত মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমাবে।

শেয়ার করুন: Sharing is Caring!