PM Kisan Yojana: দেশের সমস্ত কৃষকদের একাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা কবে দেওয়া হবে?

দেশের অগণিত কৃষক বন্ধুদের (Krishak Bandhu) জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা PM Kisan Yojana আজও এক অমূল্য আশীর্বাদের মতোই রয়ে গেছে। এই কেন্দ্রীয় প্রকল্পের ছত্রছায়ায় ছোট-মাঝারি কৃষক পরিবারগুলি প্রতি বছর ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন, যা তিনটি সমান কিস্তিতে ভাগ করে সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রতিটি কিস্তিতে ২,০০০ টাকা করে এসে পড়ে, যা সার-বীজ কেনা থেকে শুরু করে দৈনন্দিন কৃষি খরচ মেটাতে বড় স্বস্তি এনে দেয়। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান যোজনার ২১টি কিস্তির টাকা সফলভাবে কৃষকদের হাতে পৌঁছে গেছে, আর এখন সকলে অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২২তম কিস্তির টাকা কবে দেবে সেই দিকে।

PM Kisan 22th installment date 2026

নিয়ম অনুসারে এক কিস্তির টাকা দেওয়ার ৪ মাস পর আরেক কিস্তির টাকা দেওয়া শুরু হয়। সেই হিসাবে এই মাসের শেষের দিক থেকে মার্চ মাসের মধ্যে দেশের সমস্ত কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২২তম কিস্তির টাকা পেয়ে যেতে পারেন। তবে বাজট ঘোষণার আগে টাকা দেওয়া হবে কিনা, সেটা নিয়ে এখনও ঘোষণা হয়নি।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা কবে দেওয়া হবে?

সরকার এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২২তম কিস্তির টাকা নিয়ে (PM Kisan 22th installment date) কোনো নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, কিন্তু অতীতের ধারাবাহিকতা ও বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে, তাতে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে মাঝামাঝি সময়ে এই ২,০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত ২১তম কিস্তি ২০২৫ সালের ১৯ নভেম্বর রিলিজ হয়েছিল, আর প্রতি চার মাস অন্তর এই নিয়মিত কিস্তি দেওয়া হয় বলে ফেব্রুয়ারি ২০২৬-এর শুরুতেই অনেকের মোবাইলে ব্যাংক অ্যালার্ট আসতে পারে। কিছু রিপোর্টে ফেব্রুয়ারির ৮ তারিখ বা তার কাছাকাছি সময়ের কথাও উঠে এসেছে, যদিও এখনও সবকিছু অনুমানের পর্যায়ে রয়েছে। আসন্ন ১ ফেব্রুয়ারির কেন্দ্রীয় বাজেটের আগে বা ঠিক পরে এই কিস্তি ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

বাড়িতে বসে সহজেই পিএম কিষাণ স্ট্যাটাস চেক করুন এইভাবে

আপনার পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস (PM kisan beneficiary status check) জানতে খুব একটা ঝামেলা পোহাতে হয় না, বরং মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই সব তথ্য হাতের মুঠোয় চলে আসে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ যান এবং হোমপেজে ‘Farmers Corner’ অংশটি খুঁজে বের করুন। সেখানে ‘Know Your Status’ বা ‘Beneficiary Status’ অপশনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নম্বর, আধার নম্বর অথবা মোবাইল নম্বর দিন। ক্যাপচা কোড পূরণ করে সাবমিট করলেই স্ক্রিনে PM kisan beneficiary status check হিসাবে আপনার পুরো বিবরণ উঠে আসবে, যেখানে দেখতে পাবেন কোন কিস্তি প্রসেস হয়েছে, কোনটি অপেক্ষায় রয়েছে। যদি ‘FTO Processed – YES’ দেখেন, তাহলে বুঝবেন টাকা পথে রয়েছে; আর যদি কোনো সমস্যা দেখানো হয়, তাহলে তাড়াতাড়ি সেটা ঠিক করে নেওয়াই ভালো।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের কাগজ ছাড়াই ৫ লাখ টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। অনলাইন আবেদন করুন

কিস্তি পাওয়ার জন্য অবশ্যই পূরণ করতে হবে এই গুরুত্বপূর্ণ শর্তগুলি

এবারের ২২তম কিস্তির ক্ষেত্রে সরকার কিছু নতুন ও কড়া নিয়ম চালু করেছে, যা না মানলে টাকা আটকে যেতে পারে। সবার আগে পিএম কিষাণ ই-কেওয়াইসি সম্পূর্ণ করা একান্ত জরুরি, যা OTP-ভিত্তিক বা বায়োমেট্রিকের মাধ্যমে করা যায়। এছাড়া এখন ফার্মার আইডি (Farmer ID) থাকাও বাধ্যতামূলক হয়ে গেছে, যা না থাকলে সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। জমির তথ্য সঠিকভাবে ল্যান্ড সিডিং করা, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা – এই সবকিছু ঠিকঠাক থাকতে হবে। একই পরিবারের একাধিক সদস্য যেন সুবিধা না নেন, সেদিকেও নজর রাখা হচ্ছে; আর ১ ফেব্রুয়ারি ২০১৯-এর পরে জমি কেনা হলে সেটাও সমস্যা তৈরি করতে পারে।

কেন এই যোজনা কৃষকদের জীবনে এতটা আলো ছড়ায়?

যখন কৃষি খরচ দিন দিন বাড়ছে, আবহাওয়ার খামখেয়ালিপনায় ফসল নষ্ট হওয়ার ভয় থাকছে, তখন এই ২,০০০ টাকার কিস্তি অনেক পরিবারের কাছে সত্যিকারের জীবনরক্ষাকারী হয়ে ওঠে। এই অর্থ দিয়ে সার-বীজ কেনা যায়, ছোটখাটো যন্ত্রপাতি মেরামত করা যায়, এমনকি পরিবারের জরুরি খরচও মেটানো যায়। লক্ষ লক্ষ কৃষক পরিবারের আর্থিক ভিতকে মজবুত করেছে এই প্রকল্প, আর গ্রামীণ অর্থনীতিতেও নতুন গতি এনেছে। যাঁরা এখনও যোগ্য হয়েও সুবিধা পাননি, তাঁরা দ্রুত আবেদন করে নিন এবং সব শর্ত পূরণ করে রাখুন।

আরও পড়ুন, কৃষক বন্ধুদের টাকা কবে ঢুকবে? এখানে চেক করুন।

আরও কোনো সন্দেহ বা প্রশ্ন থাকলে PM Kisan Yojana এর অফিসিয়াল পোর্টাল -এ গিয়ে দেখুন, অথবা হেল্পলাইনের সাহায্য নিন। আমাদের সকল কৃষক ভাই-বোনদের জন্য অনেক অনেক শুভকামনা – আশা করি খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে সেই প্রিয় ২,০০০ টাকা চলে আসবে এবং আপনার কঠোর পরিশ্রমের ফসল আরও সুন্দরভাবে ফুটে উঠবে। চলুন, হাতে হাত রেখে এই PM Kisan Yojana এর সঠিক ব্যবহার করে দেশের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাই।

শেয়ার করুন: Sharing is Caring!