পহেলা জানুয়ারি থেকে ডিএ ঘোষণার প্রত্যাশার মধ্যেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের জন্য জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ

বছরের শেষ লগ্নে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা যখন বকেয়া ডিএ এর প্রত্যাশায় রয়েছে, ঠিক তখনই মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত কোনও খবর শোনা না গেলেও সরকারি কর্মী (West Bengal Government Employees) ও পেনশন গ্রাহকদের জন্য পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে, সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের কি সুবিধা (Employee Benefits) হবে, এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের জন্য নবান্নের বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মী, চুক্তিভিত্তিক সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকা, পেনশন গ্রাহকদের জন্য বিভিন্ন রকম সরকারি নির্দেশ ও বেতন, বোনাস ও ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তেমনই আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের হাজার হাজার চুক্তি ভিত্তিক সরকারি কর্মীদের জন্য। রাজ্যের অস্থায়ী ও চুক্তিভিত্তিক সরকারি কর্মীরা স্থায়ীকরণ ও পেনশনের দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন।

সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের মতো, সম কাজে সম বেতনের দাবিতে বার বার আন্দোলন ও করেছেন এই অস্থায়ী কর্মীরাও। তাদের বিভিন্ন সময়ে একাধিক বার বেতন ও ভাতা বৃদ্ধি ও করা হয়েছে। আর এবার নতুন করে সুযোগ সুবিধা (Employee Benefits) বাড়ানো হলো। কি কি সুবিধা পাবেন, কারা সুবিধা পাবেন না এবং পেনশন গ্রাহকদের জন্য নতুন কি সুবিধা দেওয়া হয়েছে, পর পর আলোচনা করা হলো।

চুক্তিভিত্তিক কর্মীদের সুযোগ সুবিধা

২০১১ সালে চাকরি পাওয়া বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য ২০১৩ সালে ৯০০৮-এফ(পি)-এর নিয়ম অনুযায়ী  ‘Security of Tenure’, অবসরের সুযোগ সুবিধা ও বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্ট এর সুবিধা ঘোষণা করা হয়েছিলো। তবে নির্দিষ্ট বছর (কমপক্ষে ৫ – ১০ বছর) চাকরি করলেই এই সুবিধা পাওয়া যেত। নবান্নের নতুন বিজ্ঞপ্তির ফলে, চাকরির বয়স ৫ থেকে ১০ বছর না হলেও গ্রাচুইটি, বেতন ভাতা, অবসরকালীন সুযোগ সুবিধা সহ বর্ধিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে যেসমস্ত কর্মীরা যে সালে নিয়োগ পেয়েছে, তাদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত নিয়ম অনুযায়ী এই বর্ধিত সুযোগ সুবিধা পাবেন।

SIR এর নতুন ভোটার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

কারা এই সুবিধা পাবেন না

অনেক সময় একাধিক দপ্তরে নিজস্ব প্রয়োজনে আলাদা ভাবে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে। তারা সাধারণত ৯০০৮-এফ(পি)-এর নিয়ম অনুযায়ী পারিশ্রমিক বা অন্যান্য কর্মচারী সুবিধা পান না। তাই তারা এই নিয়ম অনুযায়ী গ্রাচুইটি বা অন্যান্য সুবিধা পাবেন না। তাদের বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা সংশ্লিষ্ট অফিস থেকে ঠিক হয়।

পেনশন ও ফ্যামিলি পেনশন নিয়ে মানবিক সিদ্ধান্ত

সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের পেনশন, পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন নিয়েও মানবিক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Government of West Bengal). কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের ফ্যামিলি পেনশনের (Family pension Benefits) পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী এবার কলেজের অধ্যাপক ও শিক্ষা কর্মীদের বিশেষক্ষমতা সম্পন্ন সন্তানরাও আজীবন ফ্যামিলি পেনশনের সুবিধা (Family Pension Benefits) পাবেন।

আগের নিয়ম ও বর্তমান নিয়ম

আগের নিয়মে কর্মীর অবর্তমানে তার স্বামী বা স্ত্রী ফেমিলি পেনশন পেতেন। এবং ২৫ বছর বয়স পর্যন্ত কর্মীর অবিবাহিত, বিধবা অথবা ডিভোর্সি মেয়ে ফ্যামিলি পেনশন পাবেন। তবে নতুন নিয়মে কোনও সরকারি কর্মীর ছেলে বা মেয়ে যদি বিশেষক্ষমতা সম্পন্ন হন তবে ২৫ বছরের পরও সারা জীবন পেনশন পাবেন। সেক্ষেত্রে বয়স কোনও বাধা নয়।

আরও পড়ুন, SIR এ কাদের নাম উঠলো, কাদের হেয়ারিং হবে, জেনে নিন।

উপসংহার

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ নিয়ে একদিকে আন্দোলন, মামলা ও সেই সাথে অপেক্ষা চলছে। আর জানুয়ারি থেকে ডিএ ঘোষণা হবে কিনা, সেই অপেক্ষায় ও রয়েছেন লাখ লাখ কর্মীরা। এরই মধ্যে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের এই জোড়া বিজ্ঞপ্তি কিছু অংশের কর্মীদের মধ্যে স্বস্তি যোগাবে, বকেয়া ডিএ সংক্রান্ত কোনও আপডেট পেতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন: Sharing is Caring!