২ মাস আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি (Dearness Allowance Case). শুনানির পরও উভয় পক্ষা তাদের সমাপনি বক্তব্য ও (Conclusion Statement) লিখিত আকারে আদালতের কাছে পাঠিয়েছে। এবার রায় ঘোষণার পালা। তবে পুজোর ছুটির পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। গত মাসে উক্ত বেঞ্চে শুনানি হলেও স্থান পায়নি রাজ্য সরকারি কর্মীদের এই হাই ভোল্টেজ ডিএ মামলা। অগত্যা আবার অপেক্ষা। তবে আর কি এই বছরের মধ্যে শুনানি হবে? প্রশ্ন উঠছে খোদ কর্মী মহলেই।
Dearness Allowance Case Judgement Update
একথা সকলেরই জানা যে, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে সেই ২০১৬ সাল থেকে। অর্থাৎ, কর্মীদের দাবি অনুযায়ী প্রায় ১০ বছর ধরে মাইনে কম পাচ্ছেন সরকারি কর্মীরা, বাস্তবে হয়তো আরও বেশি। এবার সমস্ত শুনানি হয়ে যাওয়ার পরও মহামান্য আদালত এত বড় গুরুত্বপূর্ণ মামলার রায়দান স্থগিত রেখেছে কেন, ভেবে পাচ্ছেন না মামলাকারী সংগঠনের সরকারি কর্মীরা।
ডিএ মামলায় পাল্লা ভারি
রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা কার্যত এক প্রকার ওপেন এন্ড সাট কেস। অর্থাৎ পর পর ৩ বার জয় পাওয়ার পরও মহামান্য সুপ্রিম কোর্ট ও হয়তো নিম্ন আদালতের রায় ই বহাল রাখবেন। কিন্তু এক দিকে সরকারি কর্মীরা প্রমান করার চেষ্টা করছেন, যে ডিএ কর্মীদের অধিকার। এবং অন্যান্য রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয়, কিন্তু রাজ্য সরকার (Government of West Bengal) সেই নিয়ম মানতে নারাজ।
তাই কখনো তারা আর্থিক অক্ষমতা, কখনো কেন্দ্রের বঞ্চনা, কখনো সব মিটিয়ে দিয়েছি, কখনো পুনঃ বিবেচনার আবেদন করে কাল বিলম্বের পন্থা অবলম্বন করার চেষ্টা করছেন মাত্র। তবে আইন এসবের উর্ধে। তাই আজ হোক আর কাল, এই মামলার রায় কর্মীদের পক্ষেই যাবে বলে আশাবাদী সরকারি কর্মীদের একাংশ।
আরও পড়ুন, ব্যাংকের লোনগ্রহীতাদের জন্য বিরাট সুখবর। EMI এর খরচ কমে গেল। বিরাট ঘোষণা রিজার্ভ ব্যাংকের
ডিএ মামলার রায় ঘোষণা কবে?
প্রসঙ্গত, এই মামলাটি মহামান্য সুপ্রিমকোর্ট ও কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে রয়েছে। আর এই মামলার রায়ের উপরে অনেক কিছু নির্ভর করছে। তাই আদালত বা আমলা পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না এলে, রায়ের ভবিষ্যত নিয়ে প্রশ্ন রয়েছে।
শীতকালীন ছুটি
চলতি বছরে ডিএ মামলার রায়দান হবে কিনা, এই নিয়ে আশঙ্কায় রয়েছেন সরকারি কর্মীরা। কারণ 15ই ডিসেম্বরের পর শীতের ছুটি শুরু হলে এই মামলার রায় ঘোষণা চলতি বছরে আর হবে কিনা, কেউ জানে না। তাই বর্তমানে আগামী 15 দিবের মধ্যে ডিএ মামার রায় ঘোষণার একটি সম্ভাবনা রয়েছে।