SIR Form Status: আপনার SIR Enumeration Form অনলাইনে BLO জমা করেছে কিনা, এনুমারেশন ফর্মের স্ট্যাটাস দেখে নিন এইভাবে

পশ্চিমবঙ্গের সর্বত্র SIR এনুমারেশন ফর্ম পূরণ চলছে। যারা ইতিমধ্যেই SIR Form জমা দিয়ে দিয়েছেন তারা SIR Form Status Check বা এনুমারেশন ফর্মের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন। অর্থাৎ আপনার পূরণকৃত ভোটার তালিকা সংশোধনের (Special Intensive Revision) ফর্ম BLO আপলোড করেছেন কি না সেটা কিভাবে চেক করবেন, এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন। এবং ফর্ম পূরণ করতে গিয়ে অনেকেই যেসমস্ত সাধারণ ভুল করছেন, এবং সেগুলো কিভাবে ঠিক করবেন, জেনে নিন। প্রতিবেদনটি সকলের সুবিধার্থে একটু শেয়ার করবেন।

SIR Enumeration Form SIR Form Status Check

আজকাল ভোটার হিসেবে নিজের নাম লিস্টে যুক্ত করার জন্য সকলকেই SIR Enumeration Form দেওয়া হয়েছে, কিন্তু সেটা BLO-এর কাছে জমা দেওয়ার পর, সেটি ওয়েবসাইটে আপলোড হয়েছে কি না – এসব অনেকেই জানতে চাইছেন। তাই এনুমারেশন ফর্মের স্ট্যাটাস কিভাবে চেক করবে, সেই পদ্ধতি দেওয়া হলো। ফর্মটি অফলাইনে BLO-কে দিয়েছেন বা অনলাইনে জমা দিয়েছেন, উভয় ক্ষেত্রেই চেক করা যায়।

ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখার সহজ উপায়

প্রথমেই নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইটে যান। এরপর হোমপেজে “Fill Enumeration Form” অপশনটি ক্লিক করুন, সেখান থেকে লগইন পেজে পৌঁছে যাবেন। নতুন হলে সাইন আপ করুন – মোবাইল নম্বর দিন, ইমেইল অপশনাল, আর ক্যাপচা পূরণ করুন। পুরোনো ইউজার হলে লগইন করুন, মোবাইল দিয়ে OTP চেয়ে ভেরিফাই করুন। লগইন হলে আপনার নাম দেখাবে, আবার “Fill Enumeration Form” ক্লিক করুন। তারপর স্টেট সিলেক্ট করুন, EPIC নম্বর টাইপ করুন, আর সার্চ বাটনে চাপ দিন।

এনুমারেশন ফর্মের স্ট্যাটাস চেক

সার্চ করলে স্ক্রিনে স্ট্যাটাস চলে আসবে, যা খুব স্পষ্ট। যদি BLO আপলোড করে থাকেন, তাহলে “আপনার ফর্ম মোবাইল নম্বর XXXXX দিয়ে জমা হয়েছে” এমন মেসেজ দেখাবে। অথবা কোনও ফর্ম খুলবে না। আর যদি জমা না করা হয়ে থাকে তবে, তাহলে কোনো মেসেজ ছাড়াই নতুন ফর্ম ফিল করার পেজ খুলে যাবে। এতে বোঝা যায় ফর্মটি এখনও প্রসেস হয়নি। তবে আপনি যদি অফলাইন ফর্ম জমা করে থাকেন, তবে আর অনলাইনে ফিলাপ করবেন না। মোবাইল নম্বর ভুল দেখালে কিছু লাগলে BLO এর মাধ্যমে পরিবর্তন সম্ভব। এই উপায়ে অফলাইন-অনলাইন দুই ফর্মই চেক করা যায়। অফলাইনে জমা দেওয়ার পরও এনুমারেশন ফর্মের স্ট্যাটাস না দেখালে ধৈর্য ধরুন, ডিসেম্বর ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করলে সব ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন, অনলাইনে ফর্ম জমা দিতে এখানে ক্লিক করুন।

লগইনের সমস্যা এড়িয়ে স্ট্যাটাস চেক করার পদ্ধতি

কখনো কখনো লগইন করতে গিয়ে OTP না আসলে বিরক্ত লাগে, কিন্তু সেটা ইন্টারনেট চেক করে আবার চেষ্টা করুন। মোবাইল নম্বর ঠিক আছে কি না নিশ্চিত করুন, কারণ OTP সেখানে যায়। যদি EPIC নম্বর মনে না থাকে, তাহলে ভোটার কার্ড থেকে দেখে নিন বা হেল্পলাইনে জিজ্ঞাসা করুন। সাইটে ক্যাপচা সঠিকভাবে টাইপ করলে সমস্যা কম হয়। চেক করার পর স্ক্রিনশট নিয়ে রাখুন, যাতে পরে প্রমাণ থাকে। এই সব ছোট টিপস মেনে চললে প্রক্রিয়া মিনিটের মধ্যে শেষ হয়। নিয়মিত চেক করলে আপনার ভোটার অধিকার নিশ্চিত হবে।

এনুমারেশন ফর্মের স্ট্যাটাস পেন্ডিং থাকলে

যদি অনেকদিন ধরে স্ট্যাটাস “পেন্ডিং” দেখায়, তাহলে আপনার এলাকার BLO-এর সাথে কথা বলা উচিৎ। প্রত্যকেটি SIR Form  BLO এর নম্বর দেওয়া আছে এবং তাঁর কনট্যাক্ট নম্বর লোকাল নির্বাচন অফিসে পাওয়া যায় বা অনলাইনে সার্চ করুন। ফর্ম জমা দেওয়ার তারিখ আর রেফারেন্স বললে তিনি চেক করে বলবেন। কখনো কখনো BLO-র অ্যাপে আপলোডে বিলম্ব হয়, কিন্তু অভিযোগ জানালে তাড়াতাড়ি হয়। হেল্পলাইন নম্বর ১৯৫০-তে কল করেও সাহায্য পাবেন, বাংলায় কথা বলা যায়। সমস্যা সমাধান হলে আবার সাইটে চেক করুন। এভাবে সক্রিয় থাকলে কোনো ঝামেলা হয় না।

কাদের ভোট থাকবে, নতুন তালিকার আপডেট এখানে দেখুন।

SIR এনুমারেশন ফর্ম পূরণে সাধারণ কিছু ভুল ও সমাধান

অনেকেই আত্মীয়ের নাম লিখতে ভুল করছেন, মনে রাখবেন, বা দিকের অংশে নিজের অভিভাবকের সম্পর্ক হবে। এবং ডান দিকের ফর্ম এ আবেদনকারীর সাথে যার লিংক দেখানো হচ্ছে তার সম্পর্ক (Elector Progeny) লিখতে হবে। SIR Form Fill Up করতে সাদাকালি (হোয়াইটনার) ব্যবহার করবেন না। ভুল হলে এক লাইনে কেটে দিন। যে ফর্ম এ ভুল হবে, সেটা রিসিভ করিয়ে নিজের কাছে রাখুন। ভোটার লিস্টে নাম না উঠলে ভোট দেওয়ার সুযোগ চলে যায়, তাই সময় মতো ফর্ম পূরণ করে জমা দিন।

উপরের প্রক্রিয়া অনুসরণ করে আপনি সহজেই BLO এনুমারেশন ফর্ম স্ট্যাটাস চেক করতে পারবেন। ডিজিটাল ভোটার সার্ভিসের এই সুবিধা নিয়ে সবাই উপভোগ করুন। আরও তথ্য চাইলে অফিসিয়াল সাইট দেখুন। ভোটার অধিকার রক্ষা করুন এবং গণতন্ত্র মজবুত করুন!

শেয়ার করুন: Sharing is Caring!