Free LPG Connection: আবার বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার। কারা পাবেন ও কিভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তথা PM Ujjwala Yojana প্রকল্পের আওতায় কোটি কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস (Free LPG Connection) দিয়েছে কেন্দ্র সরকার। আর সেই প্রকল্পের অধীনেই ভর্তুকি যুক্ত LPG রান্নার গ্যাস সিলন্ডার (Liquefied Petroleum Gas) পেয়ে থাকেন সমস্ত গ্রাহকেরা। তবে PMUY স্কিমের আওতায় সবসময় নতুন গ্যাস কানেকশন দেওয়া হয় না। সম্প্রতি আবার নতুন গ্যাস কানেকশন দেওয়ার ঘোষণা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, কোন এলাকার জন্য এই ঘোষণা, বিস্তারিত জেনে নিন।

PMUY Free LPG Connection to Reduce Pollution

উজ্জলা যোজনা স্কিম সারা দেশে সমান ভাবে প্রচলিত। যেকোনো রাজ্যের মহিলারা এই স্কিমের অধীনে বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ পেতে পারেন। এবার রাজধানীর বায়ু দূষণের কথা মাথায় রেখে আবার নতুন করে বিনামূল্যে LPG Connection দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির বাতাস দিন দিন খারাপ হচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য বড় হবপর

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই সমস্যা সমাধানে একটি নতুন পদক্ষেপ নিয়েছেন। তিনি উজ্জ্বলা যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলেছেন। এই উদ্যোগ মূলত যাদের এখনও এলপিজি গ্যাস ব্যবহার করেন না এবং বস্তি এলাকার পরিবারদের জন্য। এতে কাঠ বা কয়লার চুল্লি ব্যবহার কমবে। ফলে ধোঁয়া কম হবে, সর্বোপরি দিল্লির বায়ুদূষণ অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা: দরিদ্র পরিবারের জন্য বড় সাহায্য

উজ্জ্বলা যোজনা ২০১৬ সাল থেকে চালু আছে, যা দরিদ্র মহিলাদের সাহায্য করে। এতে প্রথমবার গ্যাস সিলিন্ডার, রেগুলেটর এবং চুলা ফ্রি দেওয়া হয়। দিল্লি সরকার এখন এই প্রকল্পকে এবার সমস্ত বস্তি এলাকায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বস্তি এলাকায় জরিপ করে এমন পরিবার খুঁজে বের করা হবে যারা এখনও পুরনো পদ্ধতিতে রান্না করে। এই তালিকা তৈরি করে তাদের ফ্রি LPG সংযোগ দেওয়া হবে। এতে একদিকে পরিবেশ রক্ষা হবে এবং তার সাথে মহিলাদের জীবনও সহজ হবে।

আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ছে? প্রতিমাসে ১৫০০ ও ১৮০০ টাকা করে দেবে? বড় খবর সামনে এলো

কারা পাবেন বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ?

দিল্লির মফস্বল ও বস্তি এলাকার যেসমস্ত পরিবারগুলো এখনও কাঠ বা কয়লার চুলো ব্যবহার করে। প্রত্যেক এলাকায় গিয়ে দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড এই জরিপ করবে। তারা সমস্ত বস্তির রিপোর্ট সংগ্রহ করবে। এরপর যোগ্য পরিবারের তালিকা তৈরি হবে। উজ্জ্বলা আরবান যোজনার আওতায় (PMUY) তাদের সংযোগ দেওয়া হবে। এতে কোনো টাকা লাগবে না, সবকিছু ফ্রি।

দিল্লির বায়ুদূষণ এখন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, যা খুবই চিন্তার বিষয়। গত কয়েকদিনে AQI ৩৬১-এ পৌঁছেছে, যা খুব খারাপ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্টে এটা স্পষ্ট। প্রতিবেশী রাজ্যে খড় পোড়ানো এর একটা বড় কারণ। এছাড়া আতশবাজি এবং যানবাহনের ধোঁয়া দূষণ বাড়াচ্ছে। ফলে PM2.5-এর মাত্রা অনেক বেড়েছে।

দিল্লি বায়ুদূষণ: কারণ এবং প্রভাব

একদিকে দিল্লীতে গাড়ি দিন কে দিন বেড়েই চলেছে, অন্যদিকে খড় পোড়ানোর ফলে দিল্লির বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। নভেম্বর মাসে এটা আরও বেশি হয়। আতশবাজি ফাটানোর কারণে দূষণের পরিমাণ আরও বেড়ে যায়। এতে মানুষের শ্বাসকষ্ট এবং অন্যান্য রোগ বাড়ছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা ও কমছে, ফলে দূষণও বাড়ছে। ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে এই সমস্যা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন, LIC তে প্রতিদিন মাত্র ১৫০ টাকা জমিয়ে ১৯ লাখ টাকা পাবেন।

ফ্রি PMUY LPG সংযোগের সুবিধা

এতে দরিদ্র পরিবারের মহিলারা সহজে রান্না করতে পারবেন। কাঠের ধোঁয়া থেকে মুক্তি পাবেন। বায়ুদূষণ কমবে, যা সবার জন্য ভালো। প্রধানমন্ত্রী উজ্জ্বলা স্কিম ইতিমধ্যে লক্ষ লক্ষ পরিবারকে সাহায্য করেছে। দিল্লিতে এটা আরও বিস্তার হবে। ফলে শহরের বাতাস পরিষ্কার হবে।

দিল্লির মতো শহরে বায়ুদূষণ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকারের এই উদ্যোগ অনেকটা সাহায্য করবে। ফ্রি LPG সংযোগ দিয়ে কয়লা-কাঠের ব্যবহার কমবে। উজ্জ্বলা যোজনা এতে মূল ভূমিকা নেবে। মানুষের জীবনযাত্রা উন্নত হবে। শেষমেশ, পরিবেশ রক্ষা হলে সবাই লাভবান হবে।

আরও পড়ুন, বাড়িতে বসে অনলাইনে কিভাবে SIR এনুমারেশন ফর্ম পূরণ করবেন? ধাপে ধাপে পদ্ধতিটি শিখে নিন

উজ্জ্বলা যোজনার সাফল্য

পিএম উজ্জলা যোজনা ইতিমধ্যে দেশজুড়ে সফল। PMUY প্রকল্পের অধীনে ইতিমধ্যেই কোটি কোটি পরিবার যুক্ত রয়েছে। আর এবার দিল্লিতে এটা নতুন করে চালু হচ্ছে। বায়ুদূষণ কমাতে এটা খুব কার্যকর। পরিবারগুলো ফ্রি গ্যাস সংযোগ পেয়ে একদিকে যেমন রান্নার সুবিধা হবে, অন্যদিকে পরিবেশ বান্ধব ও হবে। ফলে অন্য রাজ্যও এটা অনুসরণ করতে পারে। এবার এটাই দেখার এর ফলে কত পরিবার বিনামূল্যে এই সুবিধা পেতে পারে।

শেয়ার করুন: Sharing is Caring!