GST Reforms: আজ থেকে চালু হলো নতুন জিএসটি। পশ্চিমবঙ্গের ১১টি জিনিসের দাম কমছে। কিসের দাম বাড়ছে? রান্নার গ্যাস, পেট্রোল ডিজেলের দাম কবে কমবে?

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে বক্তৃতা্র মাধ্যমে আজ অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে সারা দেশ জুড়ে নতুন জিএসটি ২.০ তথা GST Reforms কার্যকর হলো।   নিয়ে বড় ঘোষণা করেছেন। এই জিএসটি সংস্কারগুলি  আর নবরাত্রির এই সুচনায় দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানানোর পাশাপাশি সারা দেশে ‘এক দেশ-এক কর’ ধারণাকে বাস্তবে রূপ নেওয়ার অঙ্গিকার করলেন। জিএসটি বচত উৎসব নামে পরিচিত এই উদ্যোগ ২২ থেকে ২৯ সেপ্টেম্বর সর্বভারতীয়ভাবে পালিত হবে। এবার নতুন জিএসটি হারের ফলে কিসের দাম কমলো, কিসের দাম বাড়লো, সাধারণ মানুষ কতটা প্রভাবিত হবেন, সহজ ভাষায় বুঝে নিন।

GST Reforms 2025: Which is Cheaper or Costly

স্বাধীনতার পর ভারতের কর ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল এবং বহুস্তরীয়। হাজারো ধরনের করের ভারে ব্যবসায়ী ও সাধারণ মানুষ একপ্রকার ক্লান্ত ছিলেন। রাজ্যভিত্তিক করের কারণে অন্তঃরাজ্য বাণিজ্যে বাধা সৃষ্টি হতো। নতুন জিএসটি ২.০ এই সমস্যাগুলির সমাধান ঘটাবে। এটি বাণিজ্যকে সহজতর করে উন্নয়নের গতি বাড়াবে। প্রধানমন্ত্রীর মতে, এই সংস্কার স্বাধীনতার পর সবচেয়ে বড় কর-পরিবর্তন। এতে কর সংগ্রহের স্বচ্ছতা বাড়বে। অর্থনীতির ভিত্তি মজবুত হয়ে উঠবে। সকলে এর সুবিধা উপভোগ করতে পারবেন।

জিএসটি সংস্কারের সুবিধা অসুবিধা

জিএসটি ২.০ তথা GST Reforms এর মূল পরিবর্তন হলো করের স্ল্যাবকে সরলীকরণ। এখন মাত্র ৫% এবং ১৮% দুটি প্রধান হার কার্যকর হবে। এতে দৈনন্দিন জিনিসপত্রের দাম কমবে। মধ্যবিত্ত পরিবারের স্বপ্নপূরণ সহজ হয়ে উঠবে। পর্যটন খাতেও নতুন সুবিধা আসবে। হোটেল ভাড়া ও পরিষেবায় কর হ্রাস পাবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগীরা বিশেষভাবে উপকৃত হবেন। এটি কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে। সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত হবে।

আরও পড়ুন, লোন নিয়ে শোধ করতে না চাইলে, এটি অবশ্যই দেখুন।

নতুন জিএসটি সংকারে দেশবাসীর লাভ না ক্ষতি?

নতুন জিএসটি সংস্কার পর্যটনকে উজ্জীবিত করবে। হোটেলের উপর কর কমলে পর্যটকদের খরচ হ্রাস পাবে। এটি দেশীয় পর্যটনকে প্রশ্রয় দেবে। ক্ষুদ্র শিল্পের জন্য এটি নতুন শক্তি যোগাবে। অতীতে দেশের সমৃদ্ধির ভিত্তি ছিল এই খাত। প্রধানমন্ত্রী বলেছেন, আত্মনির্ভরতার পথে এগিয়ে চলতে হবে। বিদেশি আমদানির জাল থেকে মুক্তি পাওয়া দরকার। দেশীয় পণ্যের প্রতি আকর্ষণ বাড়াবে। এতে অর্থনীতি শক্তিশালী হবে। সকলে স্বদেশীয়ানার প্রতীক হয়ে উঠুন।

বাংলার ১১টি পণ্যের দাম কমবে: জিএসটি হ্রাসের তালিকা

জিএসটি সংস্কারে বাংলার ঐতিহ্যবাহী পণ্যগুলি লাভবান হবে। শান্তিনিকেতনের চামড়াজাত পণ্যে ৫% কর হ্রাস পেয়েছে। বাঁকুড়ার টেরাকোটা কারুশিল্পের হারও ৫%। এতে কারিগরদের আয় বাড়বে। মধুরকাঠির মাদুর ও পুরুলিয়ার ছৌ মুখোশে ৫% কর। দিনাজপুরের কাঠের মুখোশও এতে অন্তর্ভুক্ত। মালদা-দার্জিলিং চা ও প্রক্রিয়াজাত আমের পণ্যে ৫% হার। পাটের ব্যাগের উপর শুল্ক হ্রাস কৃষকদের সাহায্য করবে। এই ১১টি পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। অর্থমন্ত্রী বলেছেন, এটি মধ্যবিত্ত ও দরিদ্রের জন্য।

আরও পড়ুন, শ্রমিক, মিস্ত্রি, লেবার, হকারদের দুর্গা পুজোয় টাকা দিচ্ছে। এখানে দেখুন।

চিপস ও দৈনন্দিন পণ্যের জিএসটি সুবিধা

GST Reforms বা জিএসটি সংস্কারে বিস্কুট, সাবান ও টুথপেস্টের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস সস্তা হবে। ৫% ও ১৮% হারে এগুলির দাম কমবে। তবে কিছু কোম্পানি বলছে, ৫ টাকার বিস্কুট বা ১০ টাকার সাবানের দাম অপরিবর্তিত থাকবে। এর পরিবর্তে প্যাকেটের পরিমাণ বাড়ানো হবে। ২০ টাকার টুথপেস্টে বেশি পেস্ট পাওয়া যাবে। এটি গ্রাহকদের জন্য সত্যিকারের সঞ্চয়। বিজনেস বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি ক্রেতাদের অভ্যাস রক্ষা করবে। চাহিদা বাড়লে বাজার সক্রিয় হবে। ফুড কোম্পানির সিইওরা নিশ্চিত করেছেন সুবিধা পৌঁছানো।

আরও পড়ুন, বাড়ি বসে নিরিবিলি কাজ করে, ইনকাম করতে দেখুন।

পেট্রোল-ডিজেলের ও রান্নার গ্যাসের দাম কমবে?

জিএসটি এর ফলে অনেক পণ্য সস্তা হলেও রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল এখনও এই তালিকার বাইরে। এর প্রধান কারণ হলো, এতে রাজ্য ও কেন্দ্র সরকারের উভয় GST রয়েছে। এছাড়া এগুলির উপর ভ্যাট ও কেন্দ্রীয় শুল্ক আরোপিত। সিবিআইসিসি চেয়ারম্যান বলেছেন, রাজ্যসমূহের রাজস্ব রক্ষায় এটি জরুরি। দেশের শহরগুলিতে পেট্রোল ১০০ টাকা ছাড়িয়েছে। ডিজেলও ৯০ টাকার ওপরে। রান্নার গ্যাস ৯৫০ টাকার উপরে। তাই এগুলোকে নতুন জিএসটির আওতায় আনতে হলে রাজ্যের সম্মতি ছাড়া সম্ভব নয়। তাই আপাতত গ্যাস, পেট্রোল বা ডিজেল এর দাম ব্যপক হারে কমার সম্ভাবনা আপাতত নেই

শেয়ার করুন: Sharing is Caring!