দেশের তপসিলি ও অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য একটা দারুন খবর। চালু হলো Dr BR Ambedkar Scholarship তথা ডঃ আম্বেদকর স্কলারশিপ ২০২৫। এই স্কলারশিপে আবেদন করলেই SC ST OBC মেধাবী শিক্ষার্থীরা ৮০০০ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। Doctor Ambedkar Scholarship কে অনেকেই SC ST OBC Scholarship ও বলে থাকেন। যারা ডঃ আম্বেদকর স্কলারশিপে (DR Ambedkar Scholarship) আবেদন করবেন, তাঁদেরই অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। আসুন এই বৃত্তির যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্মন্ধে জেনে নেওয়া যাক।
DR BR Ambedkar Scholarship 2025
ডক্টর ভীম রাও আম্বেদকর দেশের সংবিধান প্রণেতা। তিনি বরাবরই দেশের তপসিলি ও অনগ্রসর শ্রেণীর সাধারণ মানুষদের জন্য কল্যানমূলক ও সেবামুলক পদক্ষেপ গ্রহণ করেছেন। ভারতবর্ষের শিক্ষা, চাকরি ও বিভিন্ন ক্ষেত্রে তপসিলি ও অনগ্রসর শ্রেণীর কোটা সংরক্ষণ তারই উদ্যোগে হয়েছিলো। আর এবার মেধাবী তপসিলি ও অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য তারই নামে স্কলারশিপ চালু হলো।
ডক্টর আম্বেদকর স্কলারশিপের সুবিধা
ভারতীয় ছাত্রছাত্রীদের আর্থিক দিক থেকে সুবিধা প্রদান করছে DR Ambedkar Scholarship. ভারতের বিভিন্ন প্রান্তে থাকা মেধাবী শিক্ষার্থীরা যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন, বিশেষ এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে নিজেদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন। বিশেষ করে দেশের তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) ও অনগ্রসর শ্রেণীভুক্ত (OBC) শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপের সুবিধা ঘোষণা করা হয়েছে। যে সকল শিক্ষার্থীরা মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণী ও উচ্চ মাধ্যমিক তথা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো ফল করেছেন, ও যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন, তাঁরা এই প্রকল্পের দ্বারা সুবিধা পাবেন। যার ফলে তাঁদের পড়াশোনা আর কখনো বাধাপ্রাপ্ত হবে না।
ডক্টর আম্বেদকর স্কলারশিপের যোগ্যতা
এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য একজন শিক্ষার্থীর কী কী যোগ্যতা থাকা দরকার আসুন জেনে নেওয়া যাক।
- আবেদনকারী শিক্ষার্থীকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভালো ফল করতে হবে।
- সেই শিক্ষার্থীর অন্ততপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
- গ্রামীণ এলাকার ক্ষেত্রে মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর ও শহুরে এলাকার ক্ষেত্রে মাধ্যমিকের ৭০ শতাংশ নম্বর লাগবে।
- উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ নম্বর এবং শহুরে অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ৭৫ শতাংশ নম্বর লাগবে।
- শিক্ষার্থীর পারিবারিক আয় হতে হবে বছরে চার লক্ষ টাকার কম।
এই স্কলারশিপ পাওয়ার যে সকল যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার তালিকা পূরণ করতে হবে। যোগ্যতার ক্রাইটেরিয়া সম্পর্কে আরো বিস্তারিত পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।
স্কলারশিপের আর্থিক সাহায্যের পরিমাণ
আপনি যদি ডক্টর আম্বেদকর স্কলারশিপে (Doctor Ambedkar Scholarship) নিজের আবেদন জমা করেন তাহলে শ্রেণী বা কোর্স অনুযায়ী আর্থিক সহায়তা পাবেন। একজন আবেদনরত শিক্ষার্থী মাধ্যমিক পাশ করলে ৮০০০ টাকা পাবেন। উচ্চ মাধ্যমিক পাশ করলে পাবেন ১২০০০ টাকা। আর যদি স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করেন, তাহলে পাবেন সর্বোচ্চ ২৫০০০ টাকা। টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে শিক্ষার্থীর ব্যাংক একাউন্টে।
DR BR Ambedkar Scholarship apply online
ডঃ আম্বেদকর স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে প্রথমে ভিজিট করতে হবে অফিশিয়াল সাইটে। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে নিন রেজিস্ট্রেশনের সময় অবশ্যই নিজের ইমেইল আইডি ও অন্যান্য তথ্য সঠিকভাবে উল্লেখ করবেন। এরপর ধাপে ধাপে নিচের স্টেপ গুলো সম্পুর্ন করুন।
- সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকেই এপ্লিকেশন ফর্ম পূরণ করে নিন।
- সেই আবেদনপত্রে প্রত্যেকটি তথ্য আপনার ব্যক্তিগত, শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।
- যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি জমা দিতে হবে।
- ডকুমেন্ট হিসেবে জমা দিতে হবেঃ আধার কার্ড, দশম শ্রেণীর মার্কশিট, দ্বাদশ শ্রেণীর মার্কশিট,
- বাসিন্দা হিসেবে প্রমাণপত্রঃ ব্যাংকের পাসবুকের ছবি, ওই শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর, পারিবারিক আয়ের প্রমাণপত্র, রেশন কার্ড ইত্যাদি।
- এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইটেই আপনার বৃত্তি সংক্রান্ত আবেদন একবার চেক করে জমা দিয়ে দিন।
আপনি যদি যোগ্য হন আপনার প্রোফাইল থেকে Dr Ambedkar Scholarship Status Check করতে পারবেন। আর যদি আপনার আবেদন গৃহীত হয়, তবে কয়েক মাসের মধ্যেই আপনার শ্রেণী অনুযায়ী অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা চলে আসবে।
আবেদন জানানোর সময়সীমা
এই স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে চলতি বছরের ১৫ ই আগস্ট থেকে (১৫ আগস্ট ২০২৫)। আবেদন গ্রহণ হবে আগামী বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত (২৬ জানুয়ারি ২০২৬)। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের আবেদন জমা করুন।
আরও পড়ুন, টাকা দিয়ে অনলাইনে গেম খেলা বন্ধ। ছেলে মেয়েরা এখন কি করবে, দেখুন।
উপসংহার
সুতরাং দেশের সমস্ত তপসিলি ও অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীরা তাদের উচ্চ শিক্ষার জন্য উপরের প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে আবেদন করুন Dr BR Ambedkar Scholarship তথা ডঃ আম্বেদকর স্কলারশিপ ২০২৫ এ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, অথবা অফিসিয়াল সাইট ভিজিট করুন। আশা করা যায়, এই স্কলারশিপে আবেদন করতে ডক্টর আম্বেদকর স্কলারশিপ সম্পর্কিত তথ্যগুলি আপনাকে সাহায্য করবে। নিয়মিত আরও তথ্য পেতে EK24 News ফলো করুন।
