ভারতে টেলিকম ব্যবসা শুরু করার পর থেকেই বাজার দখল করেছে মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio. প্রথমে ২ বছর ফ্রি দিয়ে প্রচুর গ্রাহক সংগ্রহ করার পর একের পর এক সস্তার প্ল্যান হাজির করে গ্রাহকদেরকে চমকে দিয়েছে। এমনকি অন্যান্য টেলিকম সংস্থা গুলির দিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। যার দরুন রিচার্জ প্ল্যানের দাম কমিয়েছে এয়ারটেল, VI কিংবা BSNL. আর এবার সারা বছরের জন্য একেবারে সস্তায় একটি রিচার্জ প্ল্যান চালু করেছে এই সংস্থাটি।
Reliance Jio Cheapest Recharge Plan
বর্তমানে দেশের প্রায় সমস্ত কোম্পানীই মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে। আর তাদের মধ্যে Jio আর BSNL এর রিচার্জ অপেক্ষাকৃত কম দামের। আর সম্প্রতি জিও গ্রাহকদের জন্য সস্তায় একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। জেহানে প্রতিমাসে মাত্র ৫০ টাকার রিচার্জে ৩ জিবি পর্যন্ত ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানটির নাম Jio 601 Plan Ultimate 5G Upgrade Voucher.
Jio 601 Plan Ultimate 5G Upgrade Voucher
রিলায়েন্স জিও সম্প্রতি ৬০১ টাকার একটি প্ল্যান চালু করেছে। এটি একটি বার্ষিক রিচার্জ প্ল্যান। যা মূলত আনলিমিটেড দ্রুত গতির 5G ডেটা ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। আপনি যদি এই প্ল্যানটিতে রিচার্জ করেন তবে পাবেন প্রচুর সুবিধা।
এই রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা পাবেন?
জিওর ৬০১ টাকার ভাউচার দিয়ে আপনি যদি রিচার্জ করেন, তাহলে ১২টি আপগ্রেডেড ভাউচার জমা হবে আপনার মাইজিও অ্যাপে। আর সেগুলি আপনি আপনার প্রয়োজন মতো অ্যাক্টিভেট করে নিতে পারবেন। যখনই অ্যাক্টিভেট করবেন তখনই পাবেন আনলিমিটেড ফাইভজি ডেটার সুবিধা। যার ফলে আপনার দৈনিক ফোরজি ডেটা লিমিট বেড়ে যাবে ৩ জিবি পর্যন্ত। এই প্রতিটি ভাউচার ভ্যালিড থাকবে ৩০ দিনের জন্য। এই প্ল্যানটি বৈধ থাকবে ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের জন্য। অতিরিক্ত সুবিধা হিসেবে পাবেন জিও-টু-জিও বিনামূল্যে কল ও এসএমএস প্যাক।
আরও পড়ুন, সমস্ত 5G মোবাইলে বিরাট ছাড়, কুপন কোড নিন এখান থেকে।
উদাহরণ স্বরুপ বলা যায়, আপনি যদি ১৯৯ টাকা, ২৩৯ টাকা, অথবা ২৯৯ টাকার মত প্ল্যানে রিচার্জ করেন, তাহলে দৈনিক ১.৫ জিবির বেশি 4G ডেটা পান। সেগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই ভাউচার। কিন্তু ১৮৯৯ টাকার যে বার্ষিক প্ল্যান, সেটির ক্ষেত্রে এই ভাউচার প্রযোজ্য নয়।
আরও পড়ুন, ভারতে লঞ্চ হল Vivo এর নতুন 5G স্মার্টফোন। 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, 6500mAh ব্যাটারি
উপসংহার
Jio এর ৬০১ টাকার রিচার্জ ভাউচার কিন্তু সকল জিও গ্রাহকদের জন্য নয়। এটি কেবলমাত্র তাঁরাই পাবেন, যাদের দৈনিক ১.৫ জিবি ডেটা এর কোনও রিচার্জ প্ল্যান রিচার্জ করা আছে। অর্থাৎ অ্যাড-অন হিসাবে এই ভাউচার রিচার্জ প্রযোজ্য হবে। তাহলে আর চিন্তা কিসের, সারা বছর ইন্টারনেট ব্যবহার করুন এবার নিশ্চিন্তে। টেলিকম সংরান্ত আরও অফার ও রিচার্জ প্ল্যান সম্মন্ধে জানতে এখানে ক্লিক করুন।