২ মাসের মধ্যেই ঘরে ঘরে ফ্রিতে ইন্টারনেট দিচ্ছে Starlink. কিভাবে এই হাইস্পিড স্যাটেলাইট ইন্টারনেট পাবেন?

ভারতবর্ষে আসছে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক (Starlink). আর Jio এর মতো ইলন মাস্কের সংস্থাও নাকি প্রথমে সকলকে ফ্রিতে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেবে! চারিদিকে আলোচিত হচ্ছে সে খবর। বেশ বোঝা যাচ্ছে স্টারলিঙ্ক এলে ভারতের টেলি যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিশা পাবে। প্রত্যন্ত অঞ্চল গ্রামে গঞ্জের বাসিন্দারা এবার থেকে বিনা বাধায় দ্রুতগতির ইন্টারনেট পাবেন খুব সহজেই। আর কয়েক মাসের মধ্যেই ভারতবর্ষে চালু হতে চলেছে এই পরিষেবা।

Starlink Satelite Internet System Launching in India

সরাসরি স্যাটেলাইট মারফত ঘরে ঘরে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে ইলন মাস্কের (Elon Musk) সংস্থা। ফলে স্লো নেটওয়ার্কজনিত সমস্যা দূরীভূত হবে। ভারতের গ্রামে গঞ্জে বসবাসকারী মানুষ এতদিন দ্রুতগতির ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তাই এবার স্টারলিঙ্ক এলে আশার আলো দেখবেন সবাই। কিন্তু স্টারলিঙ্ক এলে কত টাকা খরচ হতে পারে? প্রশ্ন থেকেই যাচ্ছে।

হাইস্পিড ইন্টারনেট পৌঁছাবে ঘরে ঘরে!

ইলন মাস্কের সংস্থার হাত ধরে ভারতের গ্রামে গঞ্জে হাইস্পিড ইন্টারনেটের পরিষেবা পৌঁছতে চলেছে। সাধারণত, যেসব এলাকায় মোবাইলের টাওয়ার এখনো পর্যন্ত বসেনি, সেই সমস্ত এলাকায় হয়তো আগামী দুই মাসের মধ্যে ইন্টারনেটের কানেকশন চলে আসবে। কারণ, এখনো পর্যন্ত যা খবর দুই মাসের মধ্যে ভারতবর্ষে আমেরিকান কোম্পানি স্পেস এক্স সংস্থার স্টারলিঙ্ক (Starlink) এর পরিষেবা শুরু হয়ে যাবে।

আরও পড়ুন, মাত্র ৯৯৯৯ টাকায় দুর্দান্ত 5G স্মার্টফোন লঞ্চ হলো। পাবেন 50MP ক্যামেরা, 128GB স্টোরেজ, 6000mAh ব্যাটারি!

ফ্রিতে ইন্টারনেট পাবেন মানুষ?

হিসেব বলছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই ভারতে স্টারলিঙ্ক এর পরিষেবা শুরু হবে। যেহেতু স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট আসছে তাই কোনো টাওয়ার ছাড়াই সরাসরি ইন্টারনেট প্রযুক্তি চলে আসবে ঘরে ঘরে। শুধু তাই নয়, প্রায় সমস্ত এলাকার গ্রাহকেরা দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন। সূত্রের খবর, এই পরিষেবা প্রদানের জন্য এখনো পর্যন্ত ইলন মাস্কের সংস্থাটি ৬ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

বর্তমানে বিশ্বের মধ্যে ধনী মানুষদের তালিকায় সর্বপ্রথমে আছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ইলন মাস্ক। আর তারই কোম্পানি হল স্পেস এক্স (Space X) এর স্টারলিঙ্ক। ভারতে তাঁদের বিস্তার ঘটানোর জন্য অনুমোদন পেয়েছে এই সংস্থাটি। দীর্ঘ ৩ বছরের অপেক্ষার পর ঠিক দুই মাসের মধ্যেই এর পরিষেবা শুরু হতে চলেছে। জানা যাচ্ছে, সুচনার পূর্বে হয়তো মাসের জন্য ফ্রি হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেবে কোম্পানি।

আরও পড়ুন, Google থেকে টাকা ইনকাম করার সহজ পাঁচটি পদ্ধতি শিখে নিন

উপসংহার

স্টারলিঙ্কের হাত ধরে স্যাটেলাইটের মাধ্যমেই ঘরে ঘরে ইন্টারনেট পরিষেবা সরবরাহ হবে। প্রত্যন্ত পাহাড়ি এলাকা হোক কি বিভিন্ন গ্রামে গঞ্জে পৌঁছে যাবে ইন্টারনেট ব্যবস্থা। এই ব্যবস্থা চালু হলে দেশে বসবাসকারী সাধারণ মানুষ দারুন উপকৃত হবেন। আর ফ্রি পরিষেবা পেলে তো সোনায় সোহাগা।

শেয়ার করুন: Sharing is Caring!