পুজোর ছুটির মধ্যেই ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রক্রিয়া শুরু হল. Post Office Recruitment 2024 বিজ্ঞপ্তি অনুসারে একগুচ্ছ পদে নতুন করে প্রার্থী নিয়োগ করছে ভারতীয় পোস্ট অফিস। যে সকল চাকরি প্রার্থীরা এতদিন ধরে নতুন নিয়োগের অপেক্ষায় ছিলেন, তাঁদের সকলের জন্য খুশির খবর। শয়ে শয়ে পদে নিয়োগ করছে পোস্ট অফিস। আপনারা যারা এই নিয়োগে অংশ গ্রহণ করতে চান, তাঁদের সমস্ত নিয়মকানুন জেনে নিতে হবে।
Post Office Recruitment 2024
শূন্যপদ
ভারতীয় পোস্ট অফিসের তরফে প্রতি বছর বছর অনেক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। সম্প্রতি শোনা যাচ্ছে, এখানে এক্সিকিউটিভ পদে নতুন করে প্রার্থী নিয়োগ হচ্ছে। পোস্ট অফিসের এই নিয়োগে সর্বমোট শূন্যপদের সংখ্যা ৩৪৪ টি। তাই আপনারা যারা আবেদন জানাতে ইচ্ছুক, অবশ্যই নিয়োগের নিয়ম কানুনগুলি জেনে নিন। আরো একটি বিষয় জেনে রাখবেন, এই শূন্যপদের তালিকায় ভারতের বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা করে শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
পোস্ট অফিসে নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিবরণ আবেদন জানানোর আগে জেনে নিন। এ বিষয়ে আজকের প্রতিবেদনে বলা হলো। এখানে যারা আবেদন জানাতে চান, সেই সকল প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অর্থাৎ আবেদনরত প্রার্থীকে গ্রাজুয়েট হতে হবে। এছাড়া, উক্ত চাকরিপ্রার্থীর গ্রামীণ ডাক সেবক (GDS) পদে দু-বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা
পোস্ট অফিসের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য এখানে আবেদনরত চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। এখানে প্রার্থীদের বয়সের হিসেব হবে ০১/০৯/২০২৪ এই তারিখ অনুযায়ী। তবে এই কথা মনে রাখবেন, অন্যান্য নিয়োগের মতো এই নিয়োগেও সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
মাসিক বেতন
পোস্ট অফিসে নিয়োগ প্রক্রিয়ায় যারা সিলেক্টেড হবেন এবং উল্লিখিত শূন্যপদে নিয়োগ পাবেন সেই সকল প্রার্থীদের প্রতিমাসের স্যালারি হবে যথেষ্ট ভালো। প্রার্থীদের মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা। এর পাশাপাশি থাকছে অন্যান্য সুযোগ সুবিধা।
আবেদন পদ্ধতি
যারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের এই বিষয়ে জেনে রাখা দরকার যে, নিয়োগের আবেদনপত্র জমা
দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তাই জেনে রাখা দরকার কিভাবে জমা করবেন আবেদন?
নিয়োগের আবেদন জমা করতে হলে আপনাদের প্রথমে ভিজিট করতে হবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর এই সাইট থেকে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথমে আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল সাইটে আর গিয়ে সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর আপনার সমস্ত তথ্য উল্লেখ করুন। তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করুন। এরপর আবেদন ফি জমা করুন ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আবেদন মূল্য সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে। পোস্ট অফিসের নতুন নিয়োগে আবেদনমূল্য জমা করা যাবে অনলাইন মারফত। এই নিয়োগের আবেদন ফি হিসেবে এখানে আবেদনরত প্রার্থীরা ৭৫০ টাকা পেমেন্ট করবেন। তবে মনে রাখবেন এই টাকা কিন্তু ফেরত পাওয়া যাবে না।
আরও পড়ুন, ভারতীয় রেলে গ্রুপ সি ও ডি পদে প্রচুর কর্মী নিয়োগ শুরু হলো। যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া জেনে নিন
আবেদনের সময়সীমা
যারা পোস্ট অফিসের এই নিয়োগে (Post Office Recruitment) আবেদন জমা করতে চান, সেই সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই নিয়োগের আবেদন শুরু হয়েছে গত ১১ অক্টোবর থেকে আবেদন চলবে আগামী ৩১ শে অক্টোবর পর্যন্ত। সংশ্লিষ্ট বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখুন।