এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের (West Bengal State Government Employees) জন্য আরো এক বড় সুখবর আসতে চলেছে। বকেয়া ও বর্ধিত হারে ডিএ (Dearness Allowance) এর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের মন জয় করতে সরকার ইতিমধ্যেই সরকার দু’দফায় ৪ শতাংশ করে DA বৃদ্ধি করেছে। এমনকি জুলাই মাসে বেতনের সঙ্গে এপ্রিলের ৪ শতাংশ এরিয়ারও মিটিয়েছে রাজ্য।
যা বর্তমানে রাজ্যের কর্মীদের মধ্যে সন্তুষ্টি এনে দিয়েছে। এবার সেই খুশি দ্বিগুণ করতে আরও এক বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুধু বেতন বৃদ্ধি নয়, সেই সঙ্গে চিকিৎসা ভাতাতেও এবার বড়সড় সুবিধা পেতে চলেছেন Government Employees তথা রাজ্য সরকারি কর্মীরা। বিস্তারিত জানুন আজকের খবরে।
West Bengal Health Scheme benefits for Government Employees
স্বাস্থ্য বীমা নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত
কারি চাকরিরত কর্মীরা বরাবরই বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। বাড়তি বেতন, বোনাস, বাড়ি ভাড়া ভাতা, গাড়ি ভাড়া ভাতা, বাচ্চা-পরিবারের জন্য ভাতা ইত্যাদি। এবার কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সরকার নতুন এক বিরাট সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করেছে। এবার এই স্কিমে আরও কিছু নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা করল অর্থ দফতরের মেডিক্যাল সেল।
খুশির হাওয়া কর্মীদের মধ্যে
এই নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মী। গত বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মচারীদের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন সুবিধা দিয়ে বিশেষ স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করেছিল। এই প্রকল্পের নাম “পশ্চিমবঙ্গ স্বাস্থ্য যোজনা”।
স্বাস্থ্যবিমায় অন্তর্ভুক্ত হাসপাতালের তালিকা
এই স্বাস্থ্য যোজনার আওতায় এবার যে যে হাসপাতালগুলো যুক্ত করা হয়েছে সেগুলি হলঃ
- এএসজি হাসপাতাল (দেশপ্রাণ শাসমল রোড)
- হিমালয়ান আই ইনস্টিটিউট (শিলিগুড়ি)
- জ্যোতির্ময় আরোগ্য ভবন (চণ্ডীতলা, শ্রীরামপুর)
- কলকাতা কিডনি ইনস্টিটিউট (কালিকাপুর)
- তপোবন হাসপাতাল (দুর্গাপুর)
- টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার সেন্টার (ইএম বাইপাস)
- আরামবাগ ডায়াগ্নস্টিক (আরামবাগ)
- এএসজি হাসপাতাল (বিটি রোড)
- মেডিট্রাস্ট ডায়াগ্নস্টিক (কাশিপুর রোড, দমদম)
আরও পড়ুন, পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র ও NSC এর টাকা পাচ্ছেন না গ্রাহকেরা। গ্রাহকদের চিন্তা বাড়লো।
এতে কতটা উপকৃত হবেন কর্মীরা?
জানলে অবাক হবেন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য যোজনায় কোনও সরকারি কর্মীর হাসপাতালের বিল ২ লক্ষ টাকার বেশি হলে সেই বিল সরকারের কাছে জমা দিলে রিইম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত পাওয়া যাবে। এছাড়া, মোট ১৭টি নতুন রোগের নাম এই স্কিমের আওতায় চিকিৎসার জন্য সংযুক্ত করা হয়েছে। সরকারি কর্মীরা এই লিঙ্কের মাধ্যমে এই স্কিমের সুবিধা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
Written by Nabadip Saha.