রিচার্জের দাম বৃদ্ধিতে নাজেহাল দেশবাসী। আর এরই মধ্যে নাকি ছেলের বিয়ে উপলক্ষ্যে ৩ মাস Jio Free Recharge বা টানা ৩ মাস ফ্রি ঘোষণা করেছে আম্বানী? সম্প্রতি এই খবরটি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। খবরটির সত্যতা জেনে নিন।
Jio Free Recharge RS 799
Jio গ্রাহকদের জন্য একটি বড় ঘোষণা। সম্প্রতি মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কারণে জিওর অনেক গ্ৰাহকই BSNL এ চলে যাচ্ছেন। যাতে বড়সড়ো ক্ষতি হচ্ছে কোম্পানির। এদিকে আবার এখন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান চলছে। শোণা গেছে এই উপলক্ষে নাকি গ্রাহকদের সন্তুষ্ট করতে বড়সড়ো উদ্যোগ নিয়েছেন স্বয়ং জিওর কর্ণধার মুকেশ আম্বানি।
সব গ্ৰাহকদের দেওয়া হচ্ছে তিনমাসের রিচার্জ একদম ফ্রি! এজন্য হোয়াটসঅ্যাপে গ্রাহকের নম্বরে মেসেজ পাঠাচ্ছে জিও? Jio Free Recharge এর লিংকে তাতে ক্লিক করলেই হয়ে যাচ্ছে রিচার্জ। আপনার ফোনেও কি এই মেসেজ গেছে? আগে খবরটি মন দিয়ে পড়ে তবেই রিচার্জ করুন।
কি মেসেজ পাচ্ছেন সকলে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের উপলক্ষে রিলায়েন্স জিও ৩ মাসের জন্য ৭৯৯ টাকা মূল্যের ফ্রি রিচার্জ দিচ্ছে। মেসেজে একটি ক্যাশব্যাক লিঙ্কও দেওয়া হয়েছে, যেখানে ক্লিক করলেই এই সুবিধা পাওয়া যাবে বলে বলা হয়েছে।
জিওর পক্ষ থেকে সতর্কবার্তা
রিলায়েন্স জিও (Reliance Jio) জানিয়েছে যে, এই ধরনের কোনো অফার তারা আনেনি এবং এই মেসেজ সম্পূর্ণ ভুয়ো। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রতারণামূলক মেসেজে সাড়া না দেওয়ার জন্য এবং ভুয়ো লিঙ্কে ক্লিক না করার জন্য সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের লিঙ্কে ক্লিক করলে আর্থিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে।
প্রতারণার কৌশল
Jio Free Recharge এর মতো এই ধরনের মেসেজের মাধ্যমে গ্রাহকদের একটি সুযোগ হাতছাড়া হওয়ার প্রবণতা সৃষ্টি করা হয়েছে। রিচার্জের মূল্য বৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে প্রতারকরা এই ধরনের কৌশল শুরু করেছে। এর ফলে সাধারণ মানুষ আর্থিক প্রতারণা, স্প্যামিং, হ্যাকিং এবং ফিশিংয়ের শিকার হচ্ছেন।
আরও পড়ুন, মহিলাদের জন্য অপেক্ষা করছে বিরাট সুখবর। কি কি, জানালেন অর্থমন্ত্রী?
সতর্ক থাকার উপায়
অজানা নম্বর থেকে আসা মেসেজ থেকে সাবধান থাকুনঃ
বিশেষ করে যদি কোনো লিঙ্ক বা ফাইল ক্লিক করতে বলা হয়।
কোম্পানির অফিসিয়াল হ্যান্ডেল বা ওয়েবসাইট যাচাই করুনঃ
জিও বা অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে প্রেরকের অফিসিয়াল সোর্স যাচাই করুন।
বানান ভুল পরীক্ষা করুনঃ
এই ধরনের মেসেজে বহু বানান ভুল থাকতে পারে।
অবাস্তব স্কিম এড়িয়ে চলুন: অবাস্তব স্কিম বা অফার থাকলে, সেগুলি এড়িয়ে যাওয়া ভালো।
ভুয়ো মেসেজ রিপোর্ট করুনঃ
হোয়াটসঅ্যাপ রিপোর্ট ফিচার ব্যবহার করে রিপোর্ট করুন এবং নম্বরটি ব্লক করুন।
বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম থেকে মোবাইল রিচার্জ করুনঃ
যেমন জিওর নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট।
কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুনঃ
মোবাইল রিচার্জে কোনো সমস্যা হলে, কোম্পানির কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন।
ভুয়ো ক্যাশব্যাক অফার মেসেজ এড়িয়ে চলুনঃ
এই ধরনের মেসেজে প্রতারণার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন, প্রতিমাসে ১ লাখ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। আজই এই প্রকল্পে আবেদন করুন।
এই সমস্ত সতর্কতা মেনে চললে, এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা অনেক কমে যাবে। রিলায়েন্স জিওর মতো বড় কোম্পানির নাম ভাঙিয়ে প্রতারণা করার এই ধরনের ঘটনা থেকে সচেতন থাকতে হবে।
Written by Nabadip Saha.