পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC এর মাধ্যমে শেষবার আইসিডিএস প্রকল্পে ICDS Supervisor নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১৯ সালে। যার নিয়োগ প্রক্রিয়া (Employment) সম্পন্ন হয়েছে এ বছর জানুয়ারিতে। তবে সম্প্রতি আবারো নতুন করে এই পদে নিয়োগের ঘোষণা জারি করেছে দপ্তর।
WBPSC Anganwadi ICDS Supervisor Recruitment 2024
রাজ্যের যে কোন জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। মনোনীত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে তাদের নিজের জেলাতেই। চাকরিতে থাকবে প্রতি মাসে মোটা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা। কবে থেকে এই চাকরির আবেদন শুরু হচ্ছে? কবে শেষ হচ্ছে? কারা আবেদন করতে পারবেন? সেইসব Job Activity দেখে নিন আজকের প্রতিবেদনে।
কোথা থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে?
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা ২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Job Vacancy ও শূন্যপদঃ
প্রধানত এক ধরনের শূন্য পদ পূরণের কথাই বলা হয়েছে। যার নাম ICDS সুপারভাইজার। এক্ষেত্রে সাধারণ ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। শূন্য পদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে।
যোগ্যতাঃ
১. প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
৩. বাংলা ভাষায় কথোপকথন ও লেখার দক্ষতা থাকতে হবে।
৪. শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় BDO অফিসে কর্মী নিয়োগ। জেনে নিন যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি
নির্বাচন প্রক্রিয়াঃ
এই পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়:
১. প্রথমে হবে প্রিলিমিনারী পরীক্ষা। এটি (MCQ) টাইপের হবে। পরীক্ষার্থীদের ওএমআর শিটে উত্তর দিতে হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা। ১ ঘন্টা সময় দেওয়া হয়। পরীক্ষার প্রশ্ন হবে সাধারণ জ্ঞান, যুক্তি এবং গণিত এই সব বিষয়ে।
২. এরপর হবে মেন পরীক্ষা। এই পর্যায়ে মোট চারটি পেপারে পরীক্ষা হবে। প্রতিটি পেপার ১০০ নম্বরের এবং ৯০ মিনিট সময় দেওয়া হয়।
- পেপার-I: ইংরেজি (ক্লাস XII স্তর)
- পেপার-II: বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁতালি (ক্লাস XII স্তর)
- পেপার-III: সাধারণ জ্ঞান ও সমসাময়িক ঘটনা (ক্লাস X স্তর)
- পেপার-IV: গণিত (ক্লাস X স্তর)
৩. সবশেষে হব ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন। মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।এই পরীক্ষায় মোট থাকবে ৫০ নম্বর। যারা তিনটি ধাপে উত্তীর্ণ হবেন তাদের হাতে নিয়োগপত্র দেবে পিএসসি।
আবেদন প্রক্রিয়া
- আবেদনপত্র WBPSC-এর ওয়েবসাইট থেকে অনলাইনে পূরণ করা যাবে।
- আবেদনের শেষ তারিখ ওয়েবসাইটে ঘোষণা করা হবে।
- অফিসিয়াল ওয়েবসাইট
Written by Nabadip Saha.