অবশেষে অপেক্ষার অবসান কেন্দ্রের কর্মচারীদের। চালু হতে চলেছে অষ্টম বেতন কমিশন তথা 8th Pay commission. এমনই ঘোষণা আসতে পারে বলে আশা করছেন কর্মীরা। উল্লেখ্য, ১৮ তম লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে তৃতীয়বার NDA সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
8th Pay Commission for Centeral Government Employees
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রীসভা শপথ গ্ৰহণ করার পরই নতুন বেতন কমিশন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আর এই আবহেই খুব শিগগির বেতন বৃদ্ধি (Salary Hike) তথা নতুন বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রের তরফে। সকলেই আশায় রয়েছেন। কবে থেকে চালু হচ্ছে নতুন পে কমিশন? কত টাকা বাড়বে? দেখে নিন।
ডিএ ৫০ শতাংশ হলেই নতুন বেতন কমিশন
ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ফলে এমনিতেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন বেশ অনেকটাই বেড়েছে। প্রতিবছর কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। একটি জানুয়ারিতে এবং অপরটি জুলাইতে বাড়ে। গত ২০২৩ সালে জুলাই মাসের ৪ শতাংশ মহার্ঘভাতা বাড়ানো হয় অক্টোবরে। যার পরে মহার্ঘ ভাতার পরিমাণ হয় মোট ৪৬ শতাংশ। এরপর সকলের আশা ছিল খুব শীঘ্রই তা বেড়ে ৫০ শতাংশে গিয়ে দাঁড়াবে। আর নিয়ম অনুযায়ী, সেটি হলেই নতুন পে কমিশন চালু হবে কেন্দ্রে।
অষ্টম বেতন কমিশন কি আসবে?
যাইহোক, আশানুরূপই হয়েছে কাজ। গত ২ এপ্রিল ২০২৪ কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে এবছর জানুয়ারি মাসের DA বৃদ্ধির ঘোষণা হয়েছে। যার ফলে আরো ৪ শতাংশ বেড়ে এখন ডিএ পৌঁছেছে ৫০ শতাংশে। তাই এই মুহূর্তে সকলের তীব্র বিশ্বাস খুব শীঘ্রই অষ্টম পে কমিশনও লাগু করতে পারে কেন্দ্র।
অষ্টম বেতন কমিশন কবে চালু হবে?
লোকসভা নির্বাচনের আগে সকলের ধারনা ছিল যদি ভোটে মোদি সরকার জেতে তাহলে অষ্টম পে কমিশন নিয়ে হয়তো ভাবনা চিন্তা করবেন তারা। ইতিমধ্যেই নির্বাচন শেষ হয়েছে। আর তৃতীয়বারের জন্য জয়লাভ করে কেন্দ্রে ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। এমতাবস্থায় খুব তাড়াতাড়ি নতুন পে কমিশন নিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেছেন সরকারি কর্মীরা। যদিও এ বিষয়ে কোন অফিসিয়াল বিবৃতি এখনো জারি করা হয়নি।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ২ লাখ টাকা মেটাবে। এক ধাক্কায় অবসরকালীন ভাতা বাড়লো কাদের?
অষ্টম বেতন কমিশনে কত বাড়বে বেতন?
নতুন ফর্মুলা অনুযায়ী আশা করা হচ্ছে অষ্টম পে কমিশন লাগু হলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে এক ধাক্কায় অনেকটা বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে তাদের। প্রতি ১০ বছর অন্তর ফিট্মেন্ট ফ্যাক্টর বাড়ানো হয় কেন্দ্রের কর্মীদের জন্য। ২০১৬ সালে শেষবার বেড়ে ২.৫৭ শতাংশ হয়েছিল এটি। যার ফলে তখন ন্যূনতম বেসিক পে ১৫ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার করে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন, হটাত সরকারি কর্মীদের টাকার দরকার হলেই মাত্র ৫ মিনিটে দিচ্ছে সরকার।
বিশেষজ্ঞরা আশা করছেন ২০২৬ সালে তা বেড়ে একেবারে ৩.০ শতাংশে গিয়ে দাঁড়াবে। এই ভাবে যদি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হয় সেক্ষেত্রে বিরাট লাভ আসতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে। যদিও সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি কেন্দ্রের তরফে। এজন্য কর্মীদের ধৈর্য ধরতে হবে।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, এখন চাকরির পাশাপাশি Extra কাজ করে, মাসে ৫০০০ টাকা অতিরিক্ত আয় করুন।