ভোট মিটতেই মধ্যবিত্তের জন্য রান্নার গ্যাসের দাম তথা LPG Price নিয়ে এলো সুখবর। ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে দেশে। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হয়ে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। আর এরপরেই সারা দেশে গ্যাসের দাম নিয়ে তার নেতৃত্বাধীন মন্ত্রীসভা এক বিরাট উদ্যোগ নিয়েছে। যাতে আশা করা যাচ্ছে আগামী দিনে গ্যাসের খরচ অনেকটাই কমবে।
14 KG LPG Price
রান্নার LPG গ্যাসের দাম ২০২৩ এর আগস্ট মাসে ২০০ টাকা কমায় কেন্দ্র। এরপর চলতি বছরের ১ এপ্রিল তা পুনরায় ১০০ টাকা সস্তা হয়। যাতে বড় সুবিধা হয় মধ্যবিত্ত মানুষের। এখন, কলকাতায় একটি ঘরোয়া সিলিন্ডার পাওয়া যায় ৮০০ টাকা দামে। যদিও এই দাম কেবল সাধারণের জন্য। উজ্জ্বলা গ্রাহকরা (PM Ujjawala Yojana) প্রতি ক্ষেত্রেই সিলিন্ডার পিছু পান 300 টাকা করে ভর্তুকি। ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন আগামী এক বছর উজ্জ্বলাদের জন্য এই ভর্তুকি চালিয়ে যাবে কেন্দ্র।
এবার ভোট মিটতেই রান্নার গ্যাসের দাম নিয়ে আরো এক বিরাট উদ্যোগ নিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। এতদিন পর্যন্ত গ্যাস সেক্টরকে GST থেকে বাইরে রাখা হয়েছিল। কিন্তু এবার তাকে খুব শীঘ্রই জিএসটির আওতায় আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতে আগামী দিনে গ্যাসের খরচ অনেকটাই কমবে বলে আশা করেছেন বিশেষজ্ঞরা।
রান্নার গ্যাসের দামে GST
কেন এই সিদ্ধান্ত? গ্যাসের দাম সস্তা করার জন্য গ্যাসের ওপর বিভিন্ন কর কমিয়ে আনাই হল মূল লক্ষ্য। বর্তমানে প্রাকৃতিক গ্যাসের উপর ১৪ শতাংশ আবগারি শুল্ক আরোপ করা হয়। সিএনজির ক্ষেত্রে চারটি স্ল্যাব চালু রয়েছে দেশে। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। একবার cng জিএসটি এর অন্তর্ভুক্ত হলে এর মধ্যে ১২ শতাংশের স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে এজন্য।
ফলে বর্তমানের চেয়ে কর অনেকটাই কমবে তখন। যাতে খরচও কমবে প্রাকৃতিক গ্যাসের। বর্তমানে রান্নার গ্যাসের দাম দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তাই এর ওপর যদি একটি সর্বভারতীয় জিএসটি চালু করা হয় তবে গ্যাসের দামে অনেকটাই সমতা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করেছে সরকার।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প। বছরে ২ বার ৫০০০ টাকা করে পাবেন।
এতে খরচ কমবে?
কবে থেকে নেওয়া হবে জিএসটি? PM Ujjawala Yojana নিয়ে পিএম মোদির সিদ্ধান্ত যথেষ্ট সমর্থন পেয়েছে জোটের সদস্য এবং বিশেষজ্ঞদের মধ্যে। সিটি রিসার্চ কোম্পানির মতে, জিএসটি কাউন্সিলে এন ডি এর র সিদ্ধান্ত পূর্ণ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে। তার ফলে আশা করা যায় অদূর ভবিষ্যতেই এই কর্মসূচি চালু করবে কেন্দ্র। যদিও কবে ঠিক তা হবে সেই বিষয়ে অফিশিয়াল ঘোষণা এখনো জারি হয়নি। তবে যদি তা হয় সেক্ষেত্রে টাকা বাঁচবে সমস্ত সিএনজি ব্যবহারকারীদের। ফলে উপকার হবে দেশের মানুষেরই।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে বিরাট চমক। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ