Code of Conduct – স্কুল শিক্ষকদের আদর্শ আচরণবিধি চালু হলো। শিক্ষকতা করতে হলে কি কি নিয়ম মানতে হবে?

সকল শিক্ষকদের (School Teacher) জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে শিক্ষকদের জন্য Code of Conduct তথা আদর্শ আচরনবিধি চালু হলও। এবার থেকে স্কুলে তাদের মানতে হবে নতুন নিয়ম। এই নিয়ে সম্প্রতি গাইডলাইন জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court). স্কুল শিক্ষা দপ্তর (School Education Department) মারফত নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার (New Academic Calender) প্রকাশ করার সময় শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু নিয়ম সম্পর্কে জানানো হয়েছিল। শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আনা হয় এই সব নিয়মে কড়াকড়ি। আর এবার আদালতের হস্তক্ষেপে কার্যত Code of Conduct প্রকাশ করে সেই নিয়ম আরও কড়াকড়ি করা হলো।

School Teachers’ Standard Code Of Conduct By Calcutta High Court.

  • স্কুলের সময়
  • উপস্থিতি ও প্রস্থান
  • শিক্ষাদানের পরিবেশ সৃষ্টি
  • বিধি লঙ্ঘনে শাস্তি

যেমন ১১ টার মধ্যে স্কুলে ঢুকতে হবে, খুব প্রয়োজন ছাড়া ছুটি পাওয়া যাবে না, নির্ধারিত টাইমের আগে স্কুল থেকে বেরোনো যাবে না ইত্যাদি। সেই গুলি ছাড়াও এবার School Teacher দের জন্য নতুন একটি সংযোজন আনল হাইকোর্ট। এই Code of Conduct না মানলেই কোর্টের আইন অনুযায়ী হবে কঠোর শাস্তি। কি সেই নিয়ম? আর কথা না বাড়িয়ে জেনে নেব। সম্প্রতি শিক্ষক শিক্ষিকাদের আদর্শ আচরণ কেমন হওয়া উচিত তা ব্যক্ত করেছে উচ্চ আদালত।

যেই সমস্ত শিক্ষকরা সেই আচরণ লঙ্ঘন করবেন তাদের ভুগতে হবে সাজা। এই গাইডলাইন কে নাম দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য আদর্শ আচরণবিধি (School Teacher Standard Code Of Conduct) কিন্তু হঠাৎ কেন এই আচরণবিধি জারি করল আদালত? কি নিয়ম মানতে হবে এরপর থেকে?

হুগলির উইমেন্স কলেজের এক শিক্ষিকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সেই কলেজের অধ্যক্ষ। ওই অধ্যক্ষ নিযুক্ত হয়ে আসেন ২০১৫ সালে। তার অভিযোগ ছিল তার নিয়োগ হওয়ার পর থেকেই নাকি নানা রকম কাল্পনিক ষড়যন্ত্র নিয়ে গুজব ছড়ানো হচ্ছিল তার নামে ওই কলেজে। এরপর ২০১৮ সালে কলেজের একটি সাংবাদিক বৈঠকে সেখানকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন তিনি (School Teacher). তার বক্তব্যে তিনি নাম তোলেন ওই কলেজের একজন শিক্ষক এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা শাখার যুগ্ম সম্পাদক ও কলেজের তৃণমূল ছাত্র সংসদের (TMCP) সম্পাদক প্রিয়াঙ্কা অধিকারীর।

তিনি জানান কলেজের মধ্যে চলা নানা রকম অবৈধ কাজকর্মে সায় রয়েছে ওই দুইজনের। এর প্রতিবাদ জানিয়ে ওই অধ্যক্ষ হাইকোর্টে মামলা করলে সেই মামলাটি ওঠে বিচারপতি শম্পা দত্তের সিঙ্গেল বেঞ্চে। ঘোষণা হয় রায়। হাইকোর্ট জানায় শিক্ষক শিক্ষিকাদের কাজ কেবল স্কুলে পড়ানো নয়, পড়ুয়াদের সম্মান, যোগ্যতা, পেশাদারিত্ব, সততা, পারস্পরিক সহযোগিতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা, প্রাতিষ্ঠানিক নীতি মেনে চলা ইত্যাদিও বটে।

WBSSC Primary TET recruitment Scam

কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই সুস্থ স্বাভাবিক পরিবেশকে নষ্ট করা উচিত নয়। এমন কোন প্রতিকূল পরিবেশ তৈরি করা উচিত নয় যাতে অন্যদের অসুবিধা হয়। শিক্ষকরা যদি কোন ভাবে নিজেদের এই Code of Conduct আচরণ বিধি লংঘন করেন তা আইনের চোখে অপরাধ। স্কুল শিক্ষকেরা তাদের আচরণবিধি লংঘন করলে কি ধরনের শাস্তি হতে পারে সেই বিষয়েও সতর্ক করেছে আদালত।

স্টেট ব্যাংকে মাত্র কয়েক বছরেই টাকা ডবল। আজই বিনিয়োগ করুন

বিচারপতি শম্পা দত্ত জানান এই মামলাটি অভিযুক্তকে দোষী প্রমাণিত করে তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার যথাযথ কারণ দেখায় না। এটি ৪৯৯ ধারার নবম ব্যতিক্রমের অধীনে পড়ে এবং ৫০০ ধারার অধীনে কোন অপরাধের গ্রাউন্ডকেও চিহ্নিত করে না। তাই সেই মামলাটিকে খারিজ করে দেয় হাইকোর্ট। তবে শিক্ষকদের জন্য উপরোক্ত আচরণ গুলি উল্লেখ করে একটি Code of Conduct আদর্শ আচরণবিধি তৈরি করে দেন তারা। সেই আচরণের বিরুদ্ধে গেলে ভবিষ্যতে সেই স্কুল শিক্ষককে শাস্তি দেবে আদালত, এই কথা জানানো হয়।
Written by Nabadip Saha.

প্রতিমাসে কতবার ফ্রিতে ATM থেকে টাকা তুলতে পারবেন? সব ব্যাংক গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য!

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment