লোকসভা নির্বাচনের পর সম্পূর্ণ বদলে যাবে শেয়ার বাজারের (Share Market) পরিস্থিতি। ভাগ্যে পরিবর্তন ঘটবে বিনিয়োগকারীদেরও। এখন থেকেই ভবিষ্যদ্বাণী করে দিলেন বিশেষজ্ঞরা। চলতি নির্বাচনের পর যদি বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় থাকে তবে শেয়ার মার্কেটের গ্রাফ পড়তে পারে, এমনটা সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এও বলা হয়েছে যে যদি বিরোধী দল জেতে তবে নাকি বাজারে উন্নতি হতে পারে।
Share Market on Lok Sabha Election
যার ফলে বর্তমানে আশঙ্কা সৃষ্টি হয়েছে ইনভেস্টরদের (Share Market Investor) মনে। কতটা লাভ, কতটা ক্ষতি আগামী দিনে হতে পারে সেই চিন্তাই বাড়ছে ক্রমশ। অনেকেই মনে করছেন যে আগামীদিনে এই ভবিষ্যৎবাণী সঠিক হলে শেষমেশ দেশের অর্থনীতি অনেকটাই প্রভাবিত (Share Market) হতে চলেছে। দেখে নেয়া যাক এই ব্যাপারে বিস্তারিতভাবে কি জানিয়েছেন ফিনান্সিয়াল পরামর্শ দাতারা।
Long Term Capital Gain Tax (LTCG)
LTCG যার পুরো অর্থ হল Long Term Capital Gain ট্যাক্স। যদি কোন ব্যক্তি ইকুইটি ফান্ডে টাকা বিনিয়োগ করেন, তাকে এই ট্যাক্স (Share Market) দিতে হয়। এক বছর ধরে ইকুইটি ফান্ডে (Equity Fund Share Market) টাকা জমা করলে যদি ১ লক্ষ টাকার বেশি লাভ হয় তবে ১০ শতাংশ কর হিসেবে দিতে হয়। আবার কোনো ব্যক্তি যদি এক বছরের মধ্যে তার শেয়ার বিক্রি করে দেন তবে ১৫ শতাংশ কর LTCG. পে করতে হয় তাকে।
উল্লেখ্য, এলটিসিজির জন্ম হয়েছিল ১৯৯২ সালে মনমোহন সিং অর্থমন্ত্রী থাকাকালীন। তখন এর পরিমাণ ছিল ২০ শতাংশ। পরবর্তীকালে ১৯৯৯ তে অর্থমন্ত্রী যশবন্ত সিং এর আমলে এলটিসিজি কমে গিয়ে ১০ শতাংশে দাঁড়ায়। এরপর ২০০৪ সালে ইউপিএ সরকারের রাজত্বকালে অর্থমন্ত্রী পি চিদম্বরম এলটিসিজি (LTCG Share Market) সম্পূর্ণ বাতিল করে দেন।
যার ফলে দারুণ সুবিধা হয় বিনিয়োগকারীদের। তবে পরবর্তীতে দীর্ঘমেয়াদের বদলে স্বল্পমেয়াদী ট্যাক্স আরোপের ঘোষণা করেন এবং ১০ শতাংশ কর এই স্বরূপ চাপানো হয়। সর্বশেষ ২০০৮ সালে ১৫ শতাংশে এসে দাঁড়ায় করের (Share Market Tax) পরিমাণ। শেয়ার মার্কেট বিশেষজ্ঞ শঙ্কর শর্মা সম্প্রতি ব্যক্ত করেছেন যদি এই লোকসভা নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় বহাল থাকে তবে শেয়ার বাজারে কোনো উত্থানের সম্ভাবনা নেই এই মুহূর্তে।
ATM Card এর খরচ বাড়ছে। গ্রাহকদের বিভিন্ন চার্জ বেড়ে গেল। জেনে নিন
বরং এলটিসিজি হ্রাস পাবে। যার ফলে পতন দেখা দিতে পারে। অন্যদিকে কংগ্রেস সহ বিরোধী দল গুলি যদি জেতে তবে প্রথমদিকে চরম হারে পড়তে পারে মার্কেটের গ্রাফ। একবারে শূন্যে নেমে আসতে পারে। কিন্তু পরবর্তীকালে পুনরায় উন্নতি হবার সম্ভাবনা দেখা গেছে। এবারে দেখার অপেক্ষা আগামী 4 জুন কি হতে চলেছে এবং এরফলে Share Market এর ভবিষ্যৎ কি হতে চলেছে।
আরও পড়ুন, আজ থকেই একাউন্টে ঢুকবে 1.30 লাখ টাকা। কারা পাবেন? অনলাইনে নামের তালিকা চেক করুন
বিধিবদ্ধ সতর্কীকরণঃ
শেয়ার মার্কেটে কি হবে, তা নিশ্চিত করে বলা যায়না। এটা কেবলমাত্র একটা আভাস। এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ বাজারজাত ঝুকি সাপেক্ষ। বিনিয়োগের আগে নিয়ম কানুন জেনে নেবেন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন। EK24 News নির্দিষ্ট কোনও শেয়ার কেনার পরামর্শ দেয়না। নিজের অথবা বিশেষজ্ঞের পরামর্শে বিনিয়োগ করুন।
Written by Nabadip Saha.