Madhyamik Result Scrutiny – এবারের মাধ্যমিকে স্ক্রুটিনি ও রিভিউ করার নতুন পদ্ধতি। কিভাবে করবে পড়ুয়ারা? সঠিক তথ্য জেনে নিন।

গতকালই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Result Scrutiny). মোট ৯,২৩,০১৩ পরীক্ষার্থী এবারে পরীক্ষায় বসে ছিল। যার মধ্যে পাশের সংখ্যা ৭৬৫২৫২ জন। ফেল করেছেন ১ লক্ষ ৫৭ হাজার ৭২৩ জন। মোট ফেলের হার এবারে ১৪ শতাংশ। এই বছর যাতে অন্যান্য বারের মতো কোন রকম ভুল ত্রুটি না হয় সেই জন্য দুবার করে খাতা (Madhyamik Pariksha) যাচাই করে তবেই রেজাল্ট বানিয়েছে পর্ষদ।

WBBSE Madhyamik Result Scrutiny Process 2024.

তা সত্ত্বেও রেজাল্ট হাতে পাওয়ার পর অনেক পরীক্ষার্থী মনে করেছে তাদের আরো বেশি নম্বর পাওয়া উচিত ছিল। যার কারণে প্রাপ্ত নম্বর নিয়ে দ্বিধা দেখা দিয়েছে তাদের মনে। যারা নিজেদের নম্বর নিয়ে সন্তুষ্ট নয় তাদেরকে খাতা রিভিউ এবং স্ক্রুটিনি (Madhyamik Result Scrutiny) এর জন্য পাঠাতে হবে বোর্ডের কাছে। এই বছর কোন পদ্ধতিতে করা যাবে এই আবেদন? কিভাবে তা করলে তাড়াতাড়ি কাজ হবে?

সেই নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ছাত্র ছাত্রীরা যারা স্ক্রুটিনি বা রিভিউ করার কথা ভাবছো তারা এই পদ্ধতি দেখে নাও। স্ক্রুটিনি বা রিভিউ এর জন্য আবেদন সরাসরি কোন ছাত্র বা ছাত্রী করতে পারবে না। এজন্য স্কুলের কাছে লিখিত আবেদনপত্র (Madhyamik Result Scrutiny) জমা করতে হবে। সেখানে নিজের মার্কশিট এবং রিভিউ এর জন্য নির্দিষ্ট ফি জমা করতে হবে।

মনে রাখা দরকার, যারা পাশ করেছে তারাই কেবল স্ক্রুটিনি করার আবেদন জানাতে পারবে। ছাত্র ছাত্রীরা এক বা একাধিক বিষয়ের খাতা স্ক্রুটিনি (Madhyamik Result Scrutiny) করাতে পারে। তবে প্রতি বিষয়ের জন্য ৮০ টাকা করে চার্জ লাগবে। অন্যদিকে যার ফেল করা প্রার্থী তারা খাতা রিভিউ করতে দিতে পারে। রিভিউ এর জন্য চার্জ লাগবে ১০০ টাকা। ছাত্র ছাত্রীদের আবেদন পাওয়ার পর স্কুল সেই সব তথ্য অনলাইন মারফত বোর্ড এর কাছে পাঠাবে।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪ (Madhyamik Result 2024)

তারপর বোর্ডের বিশেষজ্ঞরা যদি দেখেন সেই ছাত্র বা ছাত্রীর নম্বর বাড়ার যোগ্য তবে নম্বর বাড়াবেন তারা। মাধ্যমিকের খাতা স্ক্রুটিনি বা রিভিউ এর (Madhyamik Result Scrutiny) জন্য পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে www.wbbsedata.com. এখানে সমস্ত খুঁটিনাটি জানানো হয়েছে। যারা এই বছর স্ক্রুটিনি বা রিভিউ করতে ইচ্ছুক তারা সেই ওয়েবসাইটে গিয়ে Instructions ট্যাবে ক্লিক করে বিস্তারিত তথ্য জানতে পারবে।

আবাস যোজনার টাকা মেটাবে নবান্ন। কবে টাকা ঢুকবে? টাকা পাওয়ার জন্য কি করবেন?

পর্ষদের তরফ থেকে স্ক্রুটিনি বা রিভিউ এর (Madhyamik Result Scrutiny) আবেদনের জন্য নির্দিষ্ট সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ১৮ই মে ২০২৪ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এই সময় সীমা পেরিয়ে গেলে আর আবেদন নেওয়া হবে না। আর এবারে একদমই নতুন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে পড়ুয়াদের এই Madhyamik Result Scrutiny সম্পন্ন করতে হবে। আর অনেকেই করছেন যে এই পদ্ধতির মাধ্যমে সকলের খুবই সুবিধা হতে চলেছে।
Written by Nabadip Saha.

মাধ্যমিক পরীক্ষা 2025 কবে শুরু? পড়ুয়ারা এখনই জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment