আবাস যোজনা (Awas Yojana) নিয়ে ভোটের আগেই মিলল বড়সড়ো আপডেট। মোট ১১ লক্ষ উপভোক্তার একাউন্টে ঢুকতে চলেছে আবাস যোজনা টাকা। এই নিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna). ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে পোর্টাল। ভোট মিটলেই তা চালু হবে। আর তারপরেই তাতে আবেদন করে টাকা পাবেন সকলে, এমনটা জানানো হয়েছে রাজ্য সরকার সূত্রে (Pradhan Mantri Awas Yojana).
Awas Yojana Money Credit Update.
গৃহহীন মানুষদের মাথার ওপর স্থায়ী ছাদ তৈরি করে দেওয়ার জন্য চালু হয়েছে কেন্দ্রের আবাস যোজনা (Awas Yojana). দেশের কয়েক কোটি মানুষের সাহায্যে নিজের পাকা বাড়ি তৈরি করতে সমর্থ হয়েছেন। এখনও অনেকের নাম পড়ে রয়েছে তালিকায়। বাংলা থেকেও আবাস যোজনার আবেদনকারীদের সংখ্যা নেহাত কম নয়। এই সকল উপভোক্তারা বহুদিন আগেই আবেদন করেছিলেন বলে খবর।
কিন্তু তাদের টাকা মেলেনি এখনো। এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছে বহুদিন ধরেই। রাজ্যের অভিযোগ কেন্দ্র কিছুতেই টাকা পাঠাচ্ছে না রাজ্যের কাছে। এই নিয়ে অনেকবার আবেদন করেও কোন ফল পাইনি রাজ্য। তাদের মত, আসলে এই রাজ্যের মানুষকে আবাস যোজনা থেকে বঞ্চিত করতে চায় তারা। তাই এবার কেন্দ্রের পরোয়া আর না করে রাজ্য নিজেই আবাস যোজনার (Awas Yojana) টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ১০০ দিনের কাজের শ্রমিকদের বেতন চেয়েও আবেদন জানানো হয় কেন্দ্রের কাছে। কিন্তু কেন্দ্র তা দেয়নি। এরপর বলা হয়েছিল যে রাজ্যের কোষাগার থেকেই সেই বেতন দেওয়া হবে (Awas Yojana). সেই মতোই কাজ করেছে রাজ্য। আর এবারেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যদি কেন্দ্রর তরফ থেকে টাকা না মেলে তবে রাজ্যই বাড়ি তৈরির টাকা দেবে উপভোক্তাদের।
বস্তুত ২০২২ সালের ডিসেম্বরেই এই সংক্রান্ত একটি ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন। যেখানে বাংলা থেকে আবাস যোজনার (Awas Yojana) মোট ১১ লক্ষ গ্রাহকের নাম বাছাই করা হয়। বিভিন্ন এলাকায় গ্ৰাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি গুলিকে দায়িত্ব দেয়া হয় সমীক্ষা চালিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করার। এরপর কাজ শেষ হয়। তৈরি হয় চূড়ান্ত তালিকা।
সেই তালিকা ধরেই এবার মোট ১১ লক্ষ মানুষের একাউন্টে টাকা দেবে রাজ্য। তবে জানানো হয়েছে নতুন করে আরো একবার সমীক্ষা হতে পারে। কারণ তারপর থেকে ২ বছর কেটে গেছে। এর মাঝে অনেকেরই আর্থিক অবস্থা পরিবর্তন হতে পারে। এখন ভোট চলাকালীন (Awas Yojana) টাকা দেওয়া শুরু হবে না। তবে পোর্টাল তৈরি হয়ে গেছে। ভোট মিটলেই চালু হবে তা।
5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?
তখন এখানে আবেদন করতে পারবেন গ্ৰাহকরা Awas Yojana এর টাকা পাওয়ার জন্য। এরপর মোটামুটি চলতি বছরের ডিসেম্বর করে প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে একাউন্টে জানিয়েছে রাজ্য। আর এই ঘোষণা করার ফলে অনেক মানুষের খুবই সুবিধা হতে চলেছে। যাদের এই টাকার জন্য এখনো পর্যন্ত বাড়ি বানানো আটকে ছিল, তাদের জন্য দারুণ সুখবর।
Written by Nabadip Saha.
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 7500 টাকা? অভিজিৎ গাঙ্গুলির বড় পরামর্শ।