সারা বিশ্বে ডিজিটালাইজেশন হওয়ার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও সেই প্রথা চালু হয়ে গেছে, অনলাইন ক্লাস, Digital Attendance, Online Exam প্রভৃতি। অতিমারির সময় যেমন স্কুল কলেজ বন্ধ থাকলেও অনলাইনে পড়াশোনা চলেছে। আর এবার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে থথা ফাঁকিবাজি রুখতে এবার আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হল। এবার থেকে বিভিন্ন স্কুলে Digital Attendance তথা QR Code Attendence চালু হচ্ছে।
QR Code Digital Attendance System is starting in West Bengal Schools
আর গরমের ছুটি মিটলেই রাজ্যের স্কুল গুলিতে চালু করা হচ্ছে ডিজিটাল অ্যাটেনডেন্স প্রক্রিয়া। ছাত্র ছাত্রীরা কখন স্কুলে ঢুকছে আর কখন স্কুল থেকে বেরোচ্ছে, সেই সব তথ্য এবার এক নিমেষে জমা পড়বে তাদের অভিভাবকদের কাছে। ফলে আর দেরি করে স্কুলে ঢোকার বা স্কুল পালিয়ে অন্য কোথাও যাবার উপায় নেই এখন। অন্যদিকে অতিমারির পর থেকেই একাধিক স্কুলের শিক্ষকদের মাঝে মাঝে স্কুলে দেরি করে যাওয়ার অভিযোগ ওঠে, সেই
এই QR Code Digital Attendance কর্মসূচিকে প্রশংসার নজরে দেখছেন বিশেষজ্ঞরা। কারণ এই পদ্ধতি চালু হবার ফলে ছাত্র ছাত্রীরা আরো কড়া নিয়মে বাধা থাকবে। যাতে তাদের পড়াশোনায় উন্নতি হবে। আর সকলে নিজেদের সময় সম্পর্কে সচেতন হয়ে উঠতে চলেছে বলেও মনে করছেন অনেকে। এবারে এই নতুন পদ্ধতি সম্পর্কে আমরা জেনে নিতে চলেছি বিস্তারিতভাবে।
What Is QR Code Digital Attendance?
এতদিন পর্যন্ত স্কুল গুলিতে ছাত্র ছাত্রীদের অ্যাটেনডেন্স খাতায় নাম ডেকে নেওয়া হতো। শিক্ষকরাও একইভাবে তাদের উপস্থিতি জমা করতেন। শিক্ষকেরাও স্কুলে ঢুকে উপস্থিতির খাতায় সই করে দিতেন। কিন্তু এবার গতানুগতিক পদ্ধতি উঠে গিয়ে চালু হচ্ছে Digital Attendance তথা উন্নত প্রযুক্তির মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেওয়া। প্রত্যেক ছাত্র ছাত্রী এবং শিক্ষককে এবার থেকে সমস্ত ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের QR Code Digital Attendance দিতে হবে স্ক্যান করে। এতে নির্ভুলভাবে উপস্থিতি রেকর্ড হবে।
তারা কখন স্কুলে ঢুকছেন, কখন স্কুল থেকে বেরোচ্ছেন সেই সমস্ত তথ্য সরাসরি উপর মহলের কাছে জমা থাকবে। পড়ুয়াদের ক্ষেত্রে এই তথ্য তাদের অভিভাবকদের কাছেও পাঠানো হবে। ফলে সন্তানদের স্কুলে পাঠিয়ে আর কোন চিন্তা থাকবে না বাবা মায়ের। সন্তান স্কুলে গিয়ে ক্লাস ফাঁকি দিচ্ছে কিনা, দেরি করে স্কুলে ঢুকেছে, নাকি ক্লাস শেষ হওয়ার আগে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, সেই সব তথ্য অভিভাবকরা পাবেন। অন্যদিকে শিক্ষকদের উপস্থিতির ও রেকর্ড বিদ্যালয় পরিদর্শকের কাছে জমা হবে। কোনও দিন ছুটি নিলে বা স্কুলে না এলে সেটি সরাসরি Absent হিসাবে ধরা হবে।
How To Submit QR Code Attendance?
এই কিউ আর কোড অ্যাটেনডেন্স নেওয়ার জন্য একটি নতুন ধরনের আইডি কার্ড দেওয়া হবে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই গুলি ডিজিটাল আইডেন্টিটি কার্ড। যার পেছনে লাগানো থাকবে একটি করে কিউ আর কোড (QR Code) কার্ড গুলোকে স্কুলে ঢোকা থেকে শুরু করে স্কুল থেকে বেরোনো পর্যন্ত তাদের গলায় ঝুলিয়ে রাখতে হবে। প্রত্যেক ঘরের সামনে লাগানো থাকবে (QR Code Attendance) একটি করে কিউ আর কোড স্ক্যানিংয়ের যন্ত্র।
ছাত্র ছাত্রী ও শিক্ষকদেরকে স্কুলে ঢোকা এবং স্কুল থেকে বেরোনোর সময় রুমের দরজার বাইরে লাগানো ওই বৈদ্যুতিক যন্ত্রের কাছে এসে দাঁড়াতে হবে। তাহলে কোড ওই যন্ত্রের মাধ্যমে স্ক্যান হয়ে উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে। ছাত্র ছাত্রীদের আই কার্ডের সঙ্গে তাদের অভিভাবকদের মোবাইল নম্বর লিঙ্ক করা থাকবে। স্কুলে এসে অ্যাটেনডেন্স দিলেই অভিভাবকদের মোবাইলে SMS চলে যাবে।
যার ফলে অভিভাবকরাও অনেকটা চিন্তামুক্ত হতে পারবেন। আর সেই সঙ্গে ছেলে মেয়েরাও কোনো বেনিয়ম করার সুযোগ পাবে না স্কুলে। এর আগে পশ্চিমবঙ্গে নদিয়ার একটি স্কুলে পরীক্ষামুলকভাবে চালু হয়েছে। এছাড়াও রাজ্যের একাধিক স্কুলে এই পদ্দতি চালু হয়েছে। আর এবার থেকে এই পদ্ধতি আরও ব্যাপক ভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাদবপুরের একটি স্কুলে ১৭০০ পড়ুয়ার সঙ্গে রয়েছেন ৬৫ জন রয়েছেন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী। যাদবপুর বিদ্যাপীঠে প্রাইমারি ও সেকেন্ডারি দুই ধরনের বিভাগ রয়েছে। কিন্তু শুধু সেকেন্ডারি লেভেলেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা এই পরিষেবা চালু করেছি। এতে যেমন ছাত্র ছাত্রীদের হাজিরা নথিভুক্ত হবে, ঠিক তেমনই ছাত্র ছাত্রীদের (QR Code Attendence) বিদ্যালয় উপস্থিতির হারও বৃদ্ধি পাবে।
WBSSC মামলায় অযোগ্য শিক্ষকদের তালিকা আদালতকে দিতে রাজি হলো পর্ষদ।
যে সমস্ত ছাত্র ছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে, তাদের অবিভাবকের মোবাইলেও পৌঁছে যাবে SMS Alert! বিদ্যালয়ে এই ডিজিটাল (QR Code Attendence) হাজিরা পরিষেবা চালু হওয়ায় খুশি অভিভাবকেরাও। আর শুধুমাত্র এই স্কুলেই QR Code Digital Attendance সিস্টেম শুরু করা হয়েছে। আর অনেকেই মনে করছেন যে এই ব্যবস্থা রাজ্যের সকল স্কুলে শুরু করাটা খুবই জরুরি।
Written by Nabadip Saha.
ভারতে নতুন ব্যাংক চালু করা হবে। RBI নতুন ব্যাংকের নাম ঘোষণা করে দিলো।