Civic Volunteer – পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শুরু হচ্ছে। কি কি সুবিধা বাড়ছে?

চলতি মাসেই লোকসভা নির্বাচন আসন্ন। এই আবহে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের (WB Civic Volunteer) পুলিশ কনস্টেবল (Police Constable) পদে উন্নীত করার কথা চিন্তা করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). বহুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee). এই নিয়ে আভাস দিয়েছিলেন এবং তারপর থেকে জল্পনা কল্পনা বেড়েই চলছিল। এবার অবশেষে অপেক্ষার দিন শেষ সিভিক কর্মীদের (Civic Volunteer).

Civic Volunteer Promotion Update By Government Of West Bengal.

ভোটের আগেই প্রচুর উপযুক্ত প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করার বিষয়ে বার্তা দিয়েছে নবান্ন (Nabanna). নতুন চাকরিতে তারা পাবেন আরো বেশি বেতন, বাড়বে বোনাসও। এছাড়াও সঙ্গে থাকবে আরো নানা সুযোগ সুবিধা ও সুরক্ষা। আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সহকারী অঙ্গ হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ (Civic Volunteer Recruitment) করা শুরু হয়েছিল ২০১৩ সালে।

সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) হতে গেলে একজন প্রার্থীর যোগ্যতা লাগে অষ্টম পাস। পরবর্তীকালে অনেক শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরাও চাকরি না পেয়ে এই পদে নিযুক্ত হয়েছেন। আবার এমন অনেকেই আছেন যারা আরো ভালো কাজ করার উপযুক্ত। তাই তাদের যোগ্যতাকে দাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উপযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) শীঘ্রই পুলিশের কনস্টেবল পদে প্রমোশন দেওয়া হবে।

এদিকে রাজ্যের থানা গুলিকেও পুলিশ কনস্টেবলের সংখ্যা বর্তমানে যথেষ্ট কম। বেশিরভাগ থানায় ১৫ থেকে ২০ জন করে কনস্টেবল রয়েছে। এর ওপর চলতি মাসেই আবার ভোট। রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্র গুলিতে মানুষের ভিড় বাড়বে। এমনকি আইনি বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সিভিকদের কনস্টেবল পদে নিয়োগ (Civic Volunteer) করা উচিত বলে মনে করেছে রাজ্য সরকার।

Criteria To Become A Civic Volunteer In West Bengal

  • পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
  • বয়সসীমা হতে হবে ৩০ বছরের মধ্যে।
  • যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।

Which Benefits Civic Volunteer Get After Promotion?

১. বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের অস্থায়ীভাবে কাজে নিয়োগ হয়ে থাকে।
২. পুলিশের কনস্টেবল হলো স্থায়ী পদ।
৩. তাই সিভিক থেকে কনস্টেবল পদে প্রমোশন হলে তাদের চাকরি স্থায়ী হবে।
৪. স্থায়ী চাকরিতে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, ডিএ ইত্যাদি সুবিধা পাবেন সিভিক ভলেন্টিয়াররা।

৫. বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা ৯০০০ টাকা করে বেতন পান প্রতিমাসে।
৬. কনস্টেবল পদে যাওয়ার পর তাদের এই বেতন আরও বাড়বে।
৭. পূজোর সময় তাদেরকে ৫৩০০ টাকা বোনাস দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী।
৮. নতুন চাকরিতে বোনাসের পরিমাণও বেশি হবে।

Civic Volunteer (সিভিক ভলেন্টিয়ার নিয়োগ)

৯. সিভিক ভলেন্টিয়ারদের কারোরই কাজের প্রশিক্ষণ নেই।
১০. কনস্টেবল পদে প্রমোশন দেওয়ার আগে তাদের ট্রেনিং করিয়ে নেওয়া হবে।
১১. এছাড়াও থাকবে আরো নানা ধরনের বীমার সুরক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা।

বাড়িতে বসে রেশন কার্ড ডাউনলোড ও ভুল সংশোধন করুন মাত্র 5 মিনিটে। কিভাবে করবেন জেনে নিন।

Civic Volunteer Recruitment Process

সিভিক থেকে কনস্টেবল পদে যাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়ে বিস্তারিত নীতিমালা তৈরি করছে নবান্ন। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এই নিয়ে। তারপরেই জানা যাবে স্পষ্ট ভাবে। আর এই ঘোষণার ফলে অনেকেই খুশি হয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।Written by Nabadip Saha.

রান্নার গ্যাসের দাম নিয়ে দারুণ খুশির খবর গরীব ও মধ্যবিত্তের জন্য।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment