HS Result 2024 – উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? সংসদ কি সিদ্ধান্ত নিলো?

পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (HS Result 2024) কবে বেরোবে? এই প্রস্নই এখন সকল পড়ুয়াদের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ বিগত ২৯ শে ফেব্রুয়ারি শেষ হয়েছে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024). তারপর থেকে কেটে গেছে দেড় মাস মত। এখন রেজাল্টের অপেক্ষায় দিন গুনছে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা।

WBCHSE HS Result 2024 Check Online.

কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? কবে চিন্তার অবসান ঘটবে সকলের? এই নিয়েই আজকের প্রতিবেদন। সম্প্রতি ২০২৩-২৪ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (HS Result 2024) নিয়ে বড় আপডেট দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE). অবশেষে জানা গেল কবে বেরোচ্ছে রেজাল্ট। আশঙ্কা শেষ হলো সমস্ত পরীক্ষার্থীদের। কবে থেকে দেখা যাবে রেজাল্ট? কিভাবে দেখবেন? নিচে এই সম্পর্কে বলা হলো।

HS Result 2024 Expected Publish Date

প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পর বেরোয় রেজাল্ট। এই বছর পরীক্ষা খানিকটা আগেই হয়েছে। তাই সকলের আন্দাজে বছর অনেক আগেই বেরোতে পারে রেজাল্ট। প্রসঙ্গত উল্লেখ্য, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগেই সংসদের কর্ম কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বৈঠকে পরীক্ষার রেজাল্ট (HS Result 2024) নিয়েও কথা বলা হয়েছিল।

বৈঠক শেষ হবার পর সংসদের সভাপতির কাছ থেকে জানা যায় মে মাস নাগাদ এবারে রেজাল্ট (HS Result 2024) জারি করা হতে পারে। সুবিধার জন্য বলে রাখি, এই বছর অনলাইনের মাধ্যমে পরীক্ষকরা নম্বর পাঠিয়েছেন সংসদের কাছে। তাই সময় খুব বেশি লাগেনি। যার কারণে অনেকেই মনে করছেন কয়েকদিনের মধ্যে রেজাল্ট সামনে আসতে পারে। কিন্তু এই মুহূর্তের আপডেট আবার বলছে অন্য কথা।

এপ্রিল মাসেই পড়ে গেছে লোকসভা ভোট (Lok Sabha Election 2024) এপ্রিলের শেষ থেকে মে এর প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে নির্বাচনের ভোটদান পর্ব। এর মাঝে পরীক্ষার রেজাল্ট বের হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আন্দাজ করা যায়, ভোট শেষ হওয়া এবং ভোটের ফলাফল ঘোষণার মাঝে প্রকাশিত হতে পারে রেজাল্ট (HS Result 2024). তবে এর সম্ভাবনা খুব কম। কারণ ভোট সম্পূর্ণ না চোকা পর্যন্ত ঠিকঠাকভাবে কোন কাজই সরকার করে না।

তাই বেশিরভাগ এর মতে জুন মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে পরীক্ষার ফলাফল। যদিও বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council Of Higher Secondary Education) তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। খুব শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি (HS Result 2024 Official Notification) জারি হতে পারে বলে জানা যাচ্ছে। সেখানেই রেজাল্টের দিনক্ষণ উল্লেখ করা থাকবে।

Anganwadi (অঙ্গনওয়াড়ি)

How to Check Your HS Result 2024 Online?

১. উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনলাইনে দেখা যাবে এই ওয়েবসাইট গুলিতে। www.wbresults.nic.in. www.exametc.com, www.indiaresults.com.
২. হোমপেজে “Higher Secondary Result 2024” লিংক টিতে ক্লিক করতে হবে।
৩. প্রয়োজনীয় কিছু তথ্য বসাতে হবে।

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষার ভুল প্রশ্ন মামলায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত। বহু পাশ হবে ফেল, আর ফেল করা পরীক্ষার্থী পাশ?

৪. যেমন Ragistration No লেখা বক্সে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর, Roll No স্থানে এডমিট কার্ডের রোল নম্বর, এবং Date Of Birth এর বক্সে পরীক্ষার্থীর জন্ম তারিখ।
৫. এরপর নিচে একটি ক্যাপচা কোড দেয়া থাকবে। সেটিকে নির্দিষ্ট বক্সে এন্টার করতে হবে।
৬. হয়ে গেলে Submit বাটান প্রেস করলেই HS Result 2024 দেখা যাবে স্ক্রিনে। নিজের প্রয়োজনে রেজাল্টটিকে ডাউনলোড করেও রেখে দিতে পারে পরীক্ষার্থীরা।
Written by Nabadip Saha.

পশ্চিমবঙ্গ গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হল। কবে শুরু? আবার কবে স্কুল খুলবে?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment