পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষার্থীদের (WBBPE Primary TET Exam) জন্য রয়েছে আবারও একটি বড় আপডেট। ২০২২ সালের প্রাইমারী টেট পরীক্ষা নিয়ে হাইকোর্টে করা মামলার জেরে সামনে এলো বিস্ফোরক তথ্য। এবছরের প্রাইমারি টেট পরীক্ষার মামলার কাজ চলাকালীন তার প্রশ্নপত্র নিয়ে গবেষণা করছিলেন হাইকোর্টের শিক্ষাবিদরা। এই সময় তারা দেখেন যে প্রশ্নপত্রের মোট ১৫০ টি প্রশ্নের মধ্যে ২৩ টি প্রশ্ন এসেছিল ভুল। কিভাবে এত অসতর্ক হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal of Primary Education)?
WBBPE Primary TET Exam Wrong answer Court Case
প্রসঙ্গত প্রাথমিক টেট এর ভুল প্রশ্ন (Primary TET Wrong Question) নিয়ে মামলা নতুন নয়। আর এবারের মামলা নিয়ে প্রশ্ন করা হয়েছে আদালতে। সেই সঙ্গে এও জানানো হয়েছে পরীক্ষার্থীরা সেই ভুল প্রশ্নের ক্ষতিপূরণ হিসেবে কোনো নম্বর পাচ্ছে কিনা। অনেক পরীক্ষার্থীর আশঙ্কা যদি সেই নম্বর না পাওয়া যায় তবে খাতা রিভিউ করলে হয়তো পুনরায় ফেল করতে পারেন তারা। দেখে নেওয়া যাক হাইকোর্টের তরফে Primary TET Exam মামলায় কি রায় দেওয়া হল এই নিয়ে।
Wrong Answer Court Case Judgement
গত দশ বছর যাবত রাজ্যে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন শিক্ষক নিয়োগের পরীক্ষা (Teacher Recruitment) কে কেন্দ্র করে ঘটেছে বিভিন্ন দুর্নীতি। এই সমস্ত নিয়ে একাধিকবার মামলা করা হয়েছে কোর্টে। কিছু মামলার রায় ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই। আর কিছু মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। তদন্ত মারফত প্রাপ্ত তথ্য এবং সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ একের পর এক শুনানি দিয়ে চলেছে সেই সমস্ত নিয়োগ মামলার। যার মাধ্যমে উঠে আসছে নানা রকমের চাঞ্চল্যকর তথ্য। ২০২২ এর প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করেও আদালতে কেস উঠেছে বহুবার। এরকম একটি কেসে সাম্প্রতিক তথ্যটি পাওয়া গেছে।
নিয়োগ দুর্নীতি নিয়ে চাপানউতোরের মাঝেই ২০২২ এর ১০ ই ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি টেট (Primary TET Exam) পরীক্ষা। লিখিত পরীক্ষা এমনকি গ্রুপ ডিসকাশন পর্যন্ত হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুদিন স্থগিত রাখা হয়েছিল নিয়োগ প্রক্রিয়ার কাজ। সম্প্রতি এ বছর জানুয়ারি মাসে সেই নিয়োগ সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE Primary TET). তবে নিয়োগ হয়ে যাওয়ার পরও জলঘোলা কাটেনি। কোলকাতা হাইকোর্ট জানিয়েছে, প্রথমেই প্রশ্নপত্রে ১৩ টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ ছিল। পরে তা বেড়ে হয় ১৫ এবং তারপর ২১ টি। সর্বশেষ মামলার বিচার অনুযায়ী প্রশ্নপত্র রিভিউ করে দেখা যায় মোট ২৩ টি প্রশ্ন ভুল এসেছিল সে বছর।
কিন্তু এটা কিভাবে হতে পারে? একইসঙ্গে এতগুলো প্রশ্ন কিভাবে ভুল হতে পারে Primary TET পরীক্ষায়? সে নিয়ে শোকজ করেছে হাইকোর্ট পর্ষদ কে। সেই সঙ্গে কোন বইয়ের কোন সিলেবাস (Primary TET Syllabus) থেকে কি প্রশ্ন ভুল এসেছে? তার সম্ভাব্য উত্তর কি হতে পারে? সেই নিয়েও তথ্য চেয়ে পাঠিয়েছে আদালত। পর্ষদকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এরমধ্যে সমস্ত সাক্ষ্য প্রমান এবং রিপোর্ট জমা করতে হবে আদালতের কাছে।
আরও পড়ুন, আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।
এদিকে Primary TET পরীক্ষায় একসঙ্গে এতগুলি প্রশ্ন ভুল থাকার কারণে প্রচন্ড হয়রানির মধ্যে পড়েছেন পরীক্ষার্থীরা। বিশেষ করে যারা নিয়োগ পর্যন্ত পেয়ে গেছেন। কারণ যদি সেইসব ভুল প্রশ্নের জেরে তাদের খাতা রিভিউ হয় তাহলে হয়তো ফেল হতে পারেন তারা। আর তখন চাকরি থেকেও বরখাস্ত হতে হবে তাদের। তাই আদালতের কাছে পরীক্ষার্থীরা দাবি জানিয়েছে তাদের যেন ক্ষতিপূরণ হিসেবে সেই ২৩ টি প্রশ্নের নম্বর দিতে বলা হয় পর্ষদ কে।
আরও পড়ুন, নিজের নামে সর্বাধিক কতগুলো ব্যাংক একাউন্ট খোলা যায়? রিজার্ভ ব্যাংকের নিয়ম জেনে নিন।
যদিও এ নিয়ে কোন সদুত্তর প্রকাশ করেনি আদালত। পর্ষদের কাছে জবাব চেয়ে পাঠানো হয়েছে। তার ভিত্তিতেই আগামী দিনে সিদ্ধান্ত নেবে আদালত। সেটা পরীক্ষার্থীদের পক্ষেও হতে পারে, আবার বিপক্ষেও। আর এই নিয়ে উঠেছে বিতর্ক। কারন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি ২৩ টি প্রশ্নই ভুল থাকার অভিযোগ ওঠে তবে প্রশ্নকর্তাদের যোগ্যতা নিয়েও বড় প্রশ্ন উঠে যায়। আর পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ছেলেখেলার প্রসঙ্গত তো ওঠেই! এই ব্যাপারে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আপডেট পেতে EK24 News ফলো করুন। এই প্রতিবেদন টি সকলকে শেয়ার করার অনুরোধ রইলো। আর চাকরির আরও তথ্য পেতে নিচের লিংক গুলো ক্লিক করুন।
Written by Nabadip Saha.
এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। শূন্যপদ, বেতন ও আবেদন প্রক্রিয়া।
পশ্চিমবঙ্গে DM অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। শীঘ্রই আবেদন দ্রুত নিয়োগ।
পশ্চিমবঙ্গে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে 40 হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ।