আপনি কি ভারতের নাগরিক? শিক্ষিত হয়ে বসে আছেন অথচ কোন চাকরি পাচ্ছেন না? AAI Recruitment বা ভারতের এয়ারপোর্টে চাকরির এক সুবর্ণ সুযোগ আপনার জন্য। এয়ারপোর্ট গুলিতে বিভিন্ন পদে কাজের জন্য প্রচুর ছেলে মেয়েকে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পদের জন্য রয়েছে বিভিন্ন যোগ্যতা। সব ধরনের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সারা দেশজুড়ে হবে এই নিয়োগ। নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে স্বাগত।
AAI Recruitment 2024.
প্রতিমাসে থাকছে মোটা বেতন, বোনাস এবং অন্যান্য সুবিধা। তবে আর বেশি কথা কিসের? চলুন জেনে নেওয়া যাক এই চাকরির যোগ্যতা, শূন্য পদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়ে। AAI বা Airport Authority of India এই নিয়োগের (AAI Recruitment) বিজ্ঞপ্তি বের করেছে। আর এই নিয়োগের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদের আজকের এই আলোচনাতে জানিয়ে দিতে চলেছি।
AAI Recruitment Vacancy Details
- Junior Executive (Architecture).
- Junior Executive (Civil).
- Junior Executive (Electrical Engineering).
- Junior Executive (Electronics).
- Junior Executive (IT).
AAI Recruitment Educational Qualification & Age
এই পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের কোন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিভাগে ব্যাচেলার ডিগ্রী বা স্নাতক উত্তীর্ণ হতে হবে। সংস্থার তরফ থেকে প্রকাশ করা নোটিফিকেশনে আবেদনের (AAI Recruitment) জন্য বয়স সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ ২৭ বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় আছে।
AAI Recruitment Online Apply
১. প্রথমে www.aai.aero.com ওয়েবসাইটে যান।
২. Career সেকশনে গিয়ে New Registration বাটনে ক্লিক করুন।
৩. নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি বসিয়ে Register ক্লিক করুন।
৪. অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
৫. আবেদনপত্র স্ক্রিনে আসার পর সঠিকভাবে ফিলাপ করুন।
৬. Next ক্লিক করে পরের পেজে আসুন।
৭. প্রয়োজনীয় ডকুমেন্ট গুলিকে স্ক্যান করে আপলোড করুন।
৮. আবার Next ক্লিক করুন।
৯. পরে পেজে এসে আবেদন ফি জমা করুন অনলাইনে। আবেদন করতে দিতে হবে ৩০০ টাকা করে। সংরক্ষিতদের আবেদন ফ্রি।
১০. হয়ে গেলে SUBMIT বাটনে ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন।
AAI Recruitment Apply Documents
১. পাসপোর্ট সাইজের ছবি।
২. পরিচয় পত্রের প্রমাণ হিসাবে আধার বা ভোটার বা প্যান কার্ড।
৩. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট।
৪. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশীট।
৫. গেট পরীক্ষায় পাশের সার্টিফিকেট ও মার্কশিট।
৬. কাস্ট সার্টিফিকেট।
AAI Recruitment Selection Process
প্রথমে গেট ২০২৪ পরীক্ষার ভিত্তিতে যোগ্যতা বিচার করা হবে প্রার্থীদের। যে সমস্ত প্রার্থীরা এই পরীক্ষা দিয়েছেন একমাত্র তারাই আবেদন করতে পারবেন এই চাকরির জন্য। আবেদনের সময় গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মার্কশিট আপলোড করতে হবে। তার ভিত্তিতে শর্টলিস্ট তৈরি করবে AAI. যারা উত্তীর্ণ হবেন তারা সুযোগ পাবেন পরের ধাপে যাওয়ার জন্য।
দ্বিতীয় পর্যায়ে হবে কেবল একটি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। ইন্টারভিউ এর তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। যারা এখানে পাস নম্বর পেয়ে উত্তীর্ণ হবেন তাদেরকেই চাকরি দেবে সংস্থা। আর এই সকল পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই চাকরিতে নিয়োগ করা হবে। কিন্তু ভারতবর্ষের ঠিক কম বিমানবন্দরে (Airport) এই নিয়োগ করা হবে সেই নিয়ে এখনো কোন কিছু জানানো হয়নি।
পশ্চিমবঙ্গে DM অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। শীঘ্রই আবেদন দ্রুত নিয়োগ।
AAI Recruitment Salary Structure & Apply Last Date
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority Of India) জানিয়েছে যারা এখানে কাজ পাবেন তাদেরকে শুরুতে ৪০ হাজার টাকা আবেদন দেওয়া হবে। পরে সেই বেতন বাড়তে বাড়তে ১,৪০,০০০ টাকা পর্যন্ত হবে। সঙ্গে থাকবে DA, TA, ESI, Pension, Bonus ইত্যাদি সুবিধা। এখানে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গেছে গত ২ এপ্রিল ২০২৪ থেকে। যা চলবে আগামী ১ মে ২০২৪ পর্যন্ত। নিয়োগের বিষয়ে আরও কিছু জানার থাকলে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
Written by Nabadip Saha.
ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ শুরু পশ্চিমবঙ্গে। শীঘ্রই আবেদন করুন।