যে কোনো জরুরী দরকারে অর্থের যোগান দেওয়ার জন্য রয়েছে ব্যাংক ও Bank Loan. কিন্তু ব্যাংক ঋণ নিতে গেলে ভালো CIBIL Score বা সিবিল স্কোর না থাকলে আপনাদের পক্ষে এই ঋণ নেওয়ার জন্য অনেক ঝক্কি পোহাতে হতে পারে। পড়াশোনা থেকে বিয়ে, বাড়ি তৈরি থেকে গাড়ি কেনা, ব্যবসা শুরু ইত্যাদি যে কোনো প্রয়োজনে টাকার অভাব হলে আমরা ব্যাংকে ছুটে যাই লোন (Loan) নিতে।
How To Improve CIBIL Score to get Bank Loan.
ব্যাংকে লোন (Bank Loan) নেওয়া অত্যন্ত সহজ এবং সুবিধা জনক। আপনার যত টাকা ইচ্ছে লোন নিন। আর সুবিধা জনক মেয়াদে মাসিক সহজ ইএমআই মারফত শোধ করে দিন। কিন্তু অনেক গ্রাহকই ব্যাংক থেকে লোন নেওয়া ঝক্কির ব্যাপার মনে করে। ভাবেন ব্যাংক তাকে লোন দিতে চাইছে না। কিন্তু এটা ব্যাংকের দোষ নয়, এটা দোষ আপনারই। আপনার দুর্বল সিবিল স্কোরের (Low CIBIL Score).
সিবিল স্কোর যদি ভালো থাকে তাহলে প্রত্যেক লোনের উপর ব্যাংক দারুন সব অফার দেয়। যাতে লোন নেওয়া হয়ে যায় আরো সহজতর। ভালো সিবিল স্কোর এর কি কি সুবিধা সে বিষয়ে আজ আলোচনা করব এখানে। আর এই সিবিল স্কোর ঠিক না থাকার জন্য অনেকেই ব্যাংকের থেকে ঋণ পাননা। কিভাবে আপনারা এই CIBIL Score ভালো করবেন সেই সম্পর্কে জেনে নিন।
Benefits Of Good Cibil Score
কম সুদে লোন
সুদের হার লোন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সুদের হার বেশি নেওয়া হলে কঠিন হয়ে পড়ে লোন শোধ দেওয়া। কিন্তু আপনার যদি সিবিল স্কোর ৭৫০ এর বেশি থাকে তবে এই সমস্যা পোহাতে হবে না আপনাকে। তখন দেখবেন যে গ্রাহকদের স্কোর উন্নত নয়, তাদের থেকে বেশি সুদ নিচ্ছে ব্যাংক। আর আপনি লোন পাচ্ছেন কম সুদে।
ক্রেডিট সীমা বৃদ্ধি
সিবিল স্কোর ভালো থাকার আরো একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল বেশি ক্রেডিট লিমিট। একটি কথা মাথায় রাখবেন আপনি চাইলেই কিন্তু ব্যাংক থেকে যত টাকা ইচ্ছে লোন নিতে পারবেন না। কিন্তু এটি সম্ভব, যদি আপনার সিবিল স্কোর বেশি থাকে। যে সব গ্রাহকদের ৭৫০ বা তার বেশি সিবিল স্কোর রয়েছে, তাদের লোন অফার করা হয় ব্যাংকে তরফ থেকে।
দ্রুত লোন পাস
কোন জরুরী দরকার বা বিপদে দ্রুত টাকার দরকার থাকে। এই পরিস্থিতিতে ব্যাংক যদি লোন দিতে গড়িমসি করে তখন স্বাভাবিকভাবেই হয়রানির শেষ থাকেনা। সিবিল স্কোর (CIBIL Score) যাদের বেশি সেই গ্রাহকদের এক্ষেত্রে প্রিমিয়াম সুবিধা দেয় ব্যাংক। যার মাধ্যমে লোনের জন্য আপনি আবেদন করলে দ্রত তা স্যাংশন করে দেয় ব্যাংক।
বাড়ি বানাতে 40 লক্ষ টাকা দিচ্ছে ইউকো ব্যাংক। EMI কত হবে প্রতিমাসে?
বীমায় কম প্রিমিয়াম
সিবিল স্কোর যাদের বেশি তারা কেবল ব্যাংকেই নয় যে কোনো বীমা কোম্পানিতেও সুবিধা পাওয়ার যোগ্য। আপনার সিবিল স্কোর উন্নত থাকলে যেকোনো পলিসি করলেই আপনি কম প্রিমিয়ামে সেই পলিসি চালিয়ে যেতে পারবেন। ফলে আপনার ব্যয় কম আয় বেশি হবে। এছাড়াও সিভিল স্কোর উন্নত থাকা গ্রাহকদের প্রিমিয়াম মেম্বারশিপ কার্ড, লোন শোধ করার সময় ভর্তুকি ও আরো কিছু সুবিধা দেয় ব্যাংক।
Written by Nabadip Saha.
1লা এপ্রিল থেকে কত টাকা তুলতে পারবেন ব্যাংক একাউন্ট থেকে? এখনই জেনে নিন।