রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) নিয়ে সাধারণ মানুষকে সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার (Government Of India). মাসের শুরুতেই সস্তা হল গ্যাসের দাম। যার ফলে আবারও অনেক সুবিধা হল সাধারণ মধ্যবিত্ত মানুষের। প্রতি মাসের শুরুতে ই কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সহ অন্যান্য পেট্রো পণ্যের দাম পুনর্নির্ধারণ করে থাকে। আজ ১ এপ্রিল। আজ থেকেই গ্যাসের নতুন দাম (LPG Gas Price) কার্যকর করা হলো দেশের বিভিন্ন জায়গায় কোনখানে কত দাম কমলো, দেখে নিন তালিকা।
LPG Cylinder Price Reduce In 1st April 2024.
২০২৩ আগস্ট মাসে LPG Cylinder Price ২০০ টাকা কমানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। রান্নার গ্যাস আগে পাওয়া যেত ১১০০ টাকা দামে। ২০০ টাকা কমায় সাধারণ গ্রাহকের জন্য দেয়া হয় 900 টাকায়। উজ্জ্বলা গ্রাহকরা ৩০০ টাকা ভর্তুকি সহ এই গ্যাস পান। হঠাৎ করে রান্নার গ্যাসের দাম কমায় উপকৃত হয়েছিলেন কোটি কোটি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার।
তারপর মার্চ মাসে বৃদ্ধি (LPG Cylinder Price Hike) আবার পরিবর্তিত হয় গ্যাসের দাম। একদিকে বাণিজ্যিক সিলিন্ডারের নাম কোথাও ২০ টাকা কোথাও ৩০ টাকা বাড়ে। কিন্তু ঘরোয়া রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কম করে সরকার ৮ মার্চ থেকে। এরই মাঝে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে রান্নার গ্যাসের ভর্তুকি (LPG Gas Subsidy) আরও এক বছর পর্যন্ত চালিয়ে যাওয়ার।
উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana 2.0) সুবিধা ভোগী তারা এই সুবিধা পাবেন। আগামী এক বছর মন ১২ টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন তারা। ফলে এক বছরে মোট ৩৬০০ টাকা লাভ হতে চলেছে তাদের। এর উপর বর্তমানে গ্যাসের দাম (LPG Cylinder Price) কমায় হয় আরো সুবিধা হয়ে গেল সেই সকল মানুষের। আর এবারে নতুন দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
19 KG Commercial LPG Cylinder Price In India
১. রাজধানী দিল্লিতে (New Delhi) ১৭৬৪ টাকা হয়েছে। যা মার্চ মাসে ছিল ১৭৯৫ টাকা অর্থাৎ এক্ষেত্রে ৩০ টাকা পড়েছে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম।
২. কলকাতায় (Kolkata) এই দাম ১৮৭৯ টাকা হয়েছে। এতদিন সেই দাম ছিল ১৯১১ টাকা অর্থাৎ কলকাতায় দাম ৩২ টাকা হ্রাস পেয়েছে গ্যাসের দাম।
৩. মুম্বাইতে (Mumbai) একটি ১৯ কেজি ভর্তুকি বিহীন এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) মার্চে ছিল ১,৭৪৯.৫ টাকা। এখন সেই দাম হয়েছে ১৭১৭ টাকা অর্থাৎ মুম্বাইতে ৩২ টাকা কমানো হয়েছে এলপিজির দাম।
৪. চেন্নাইতে (Chennai) এরূপ ভর্তুকি বিহীন একটি সিলিন্ডারের দাম ছিল ১,৯৩৭ টাকা। এখন দাম পড়েছে ৭ টাকা। অর্থাৎ এখন ১৯৩০ টাকায় একটি ১৯ কেজি সিলিন্ডার পাওয়া যাবে।
ব্যাংক থেকে লোন নিলেই করুন এই 5 টি কাজ। নইলে লোন শোধ হলেও টাকা কাটতেই থাকবে।
14.2 KG Domestic LPG Cylinder Price In India
১. কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিনতে গ্রাহকদের পকেট থেকে ৮২৯ টাকা খরচ হবে।
২. দিল্লিতে এই দাম হয়েছে ৮০৩ টাকা।
৩. মুম্বাই মহানগরীতে ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম হয়েছে ৮০২ টাকা।
৪. চেন্নাইতে দাম ৮১৮ টাকা।
Written by Nabadip Saha.
রান্নার গ্যাসে KYC এখনো করেননি আপনি? না করলে গ্যাস বুকিং বন্ধ? কেন্দ্রের সিদ্ধান্ত জানুন।