মধ্যবিত্তের জন্য সুখবর। এবার থেকে আর টাকা খরচা করে কিনতে হবে না রান্নার গ্যাস সিলিন্ডার বা Free Gas Cylinder. এলপিজি উপভোক্তাদের দুটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা করলে সরকার। গ্যাসের দাম (LPG Price) অনেকদিন ধরেই আকাশছোঁয়া থাকায় একটি সিলিন্ডার (LPG Gas Cylinder) কিনতেই হিমশিম খাচ্ছিল মধ্যবিত্ত মানুষ। তার ওপর বহুদিন ধরে বন্ধ ভর্তুকি (LPG Gas Subsidy).
Free Gas Cylinder Provide For Ujjwala Yojana Beneficiaries.
এই কারণে সেই সব মানুষদের খানিক স্বস্তি দিতেই কেন্দ্রীয় সরকার (Central Government) এই প্রকল্প চালু করল এবার। জেনে নিন কারা এই সুবিধা পাবেন? কিভাবে এই জন্য আবেদন করবেন? ইত্যাদি। ২০২৩ সালের আগস্ট মাস থেকে দেশের সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য গ্যাসের দাম (Free Gas Cylinder) 200 টাকা কম করেছে কেন্দ্র। তারপর থেকে স্থিতিশীল রয়েছে সেই দাম।
যদিও চলতি মাসে ইন্ডেন ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৪ টাকা বেড়েছে। যার কারণে এখন ১৯১১ টাকায় একটি সিলিন্ডার আসে। কিন্তু ঘরোয়া রান্নার গ্যাসের ক্ষেত্রে কোন রকম পরিবর্তন আসেনি দামে। বর্তমানে কলকাতায় সাধারণ গ্রাহকদের একটি গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder) কিনতে হয় 929 টাকা দিয়ে। উজ্জ্বলা যোজনা গ্রাহকরা এই সিলিন্ডারে কিনলে তার ওপর ৩০০ টাকা করে ভর্তুকি পায় অর্থাৎ তাদের দিতে হয় ৬২৯ টাকা করে।
এরপর ভোটের মুখে এই মার্চ মাসেই কেন্দ্রীয় মন্ত্রীসভা ঘোষণা করেছে আগামী এক বছর পর্যন্ত উজ্জ্বলা গ্রাহকদের ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার রান্নার গ্যাসের উপর। গোটা দেশের মধ্যে ৩১.৩৬ কোটি গ্রাহকের মধ্যে ৯’ কোটি গ্রাহক উজ্জ্বলা গ্ৰাহকই (Free Gas Cylinder On Ujjwala Yojana) এই সুবিধা পাবেন এর আওতায় আগামী এক বছর মোট 12 টি সিলিন্ডার লাভ করবেন তারা। প্রত্যেকটির উপর থাকবে ৩০০ টাকা করে ভর্তুকি।
মোট ৩৬০০ টাকা লাভ হবে প্রত্যেকের। এই জন্য ১৬৫০ কোটি টাকা খরচ করতে হবে কেন্দ্রকে। এছাড়াও কয়েকদিন আগে গ্যাসের দাম (Free Gas Cylinder) আরো ১০০ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই সুবিধাও উজ্জ্বলা গ্রাহকদের জন্যই। যার কারণে এখন ৫২৯ টাকা একটি সিলিন্ডার পাবেন উজ্জ্বলা গ্রাহকরা। আর এই সুবিধা শুধুমাত্র উজ্জ্বলা যোজনা গ্রাহকদের জন্যই।
Free Gas Cylinder For Ujjwala Holders
আর এবার আপনার জন্য সুখবর যদি আপনি উত্তরপ্রদেশের বাসিন্দা হয়ে থাকেন। কারণ সম্প্রতি উত্তরপ্রদেশের যোগী রাজ্য সরকার ঘোষণা করেছে সেই রাজ্যের গ্রাহকদের দুটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে (Free Gas Cylinder) দেওয়ার। সামনেই হোলি। আর হোলি (Holi 2024) সেখানে কতটা বড় করে পালিত হয় তা আমরা সকলেই জানি। এই উপলক্ষেই সেখানকার এলপিজি উপভোক্তাদের এই সুবিধা দিচ্ছে সরকার।
যদিও এই ঘটনা নতুন নয়। এর আগেও গত ২০২৩ সালে দিওয়ালিতে যোগী সরকার বিনামূল্যে রান্নার গ্যাস (Free Gas Cylinder) দিয়েছিল সেখানকার মানুষদের। মোট ১ কোটি ৭৫ লক্ষ উজ্জ্বলা গ্রাহক এই সুবিধা লাভ করেছিলেন। এবারেও তারাই পাচ্ছেন সুবিধা। আর শুধুমাত্র উত্তরপ্রদেশের বাসিন্দাদের জন্যই। আর কোন গ্রাহকেরা এই সুবিধা পাবেন না।
নতুন বাইক বা 4 চাকা গাড়ি কিনলে 50000 দিচ্ছে সরকার। এইভাবে আবেদন করুন।
How To Apply For Free Gas Cylinder
উত্তর প্রদেশ সরকারের এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder) পেতে গেলে গ্রাহকদের কি করতে হবে? এজন্য আলাদা ভাবে কোন আবেদন করতে হবে না। যে সমস্ত উজ্জ্বলা যোজনা গ্রাহকরা বর্তমানে গ্যাস সিলিন্ডার পান তারা সকলেই এই সুযোগ পাবেন। কেবলমাত্র তাদের এলপিজি গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। তাহলেই মাত্র ৭ দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ফ্রী এলপিজি গ্যাস।
Written by Nabadip Saha.
3000 টাকা পাবেন এই কার্ড বানালেই। KYC, আধার কার্ড ছাড়া আজই আবেদন করুন।