গরিব এবং মধ্যবিত্তদের সুযোগ সুবিধাকে লক্ষ্য করে কেন্দ্র চালু করল আরও একটি স্কিম যার নাম PM SURAJ Scheme. আমাদের মধ্যে অনেকেই চান ব্যবসা করে জীবনের প্রতিষ্ঠিত হতে। কিন্তু ব্যবসা (Business) যাই হোক তাতে দরকার একটি বিরাট অংকের মূলধন। এত টাকা আসবে কোথা থেকে? এই চিন্তা করেই পিছু হটে যান সাধারণ ঘরের ছেলে মেয়েরা। তবে আর চিন্তা নেই। এবার সহায় হলো কেন্দ্রীয় সরকার (Government Of India).
PM SURAJ Scheme Online Apply.
নতুন এক PM SURAJ Scheme চালু করা হলো যেখানে নাম মাত্র সুদে ব্যবসা করার জন্য অর্থ দেবে সরকার। তবে এই স্কিম শুধু ব্যবসা করাই নয়, গরিব অসহায় মানুষদের জীবন যাপন উন্নত করতেও সাহায্য করবে বলে মনে করে সরকার। এই স্কিমের অধীনে যে কোনো ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে সহজে লোন পেতে পারবেন তারা। ইতিমধ্যেই এই স্কিমের পোর্টাল (PM SURAJ Scheme Portal) চালু হয়ে গিয়েছে।
ভোটের আগেই পরীক্ষামূলকভাবে স্কিম শুরু করার পরিকল্পনা করছে কেন্দ্র। কিভাবে এখানে আবেদন করতে হবে ও কি কি সুবিধা পাবেন দেখে নিন বিস্তারিতভাবে। বুধবার প্রধানমন্ত্রী সামাজিক উত্থান ইভম রোজগার আধারিত জনকল্যাণ বা PM SURAJ Scheme নামের জাতীয় পোর্টাল চালু করেন নমো। সাধারণত প্রান্তিক পরিবার, খেটে খাওয়া মানুষ জন এবং তফসিলি জাতি ও উপজাতির অন্তর্ভুক্ত ব্যক্তিদের জন্যই এই প্রকল্প (Government Scheme).
বর্তমান যুগে দাড়িয়েও এই সকল জন সংখ্যার একটি বিরাট অংশ অনেক দিক থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি সকলে সরকারি সুবিধা সমান পান না। তাই তাদেরকে সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু হল এবার PM SURAJ Scheme. এই স্কিমের মাধ্যমে মোট ১ লক্ষ তরুণ তরুণী যারা সংশ্লিষ্ট সম্প্রদায় থেকে উঠে এসেছেন তাদেরকে লোন দিয়ে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার (Central Government).
লোনের (PM SURAJ Scheme Loan) টাকা নিয়ে তারা নিজেদের কোন ব্যবসা শুরু করতে পারেন এবং অন্যান্য কোন ভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে তাও করতে পারেন। সঙ্গে এটি তাদের এবং তাদের পরিবারের ব্যক্তিগত জীবনের মানও বৃদ্ধিতে সাহায্য করবে। গত বছর বিশ্বকর্মা পুজোর দিনই কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana).
এই প্রকল্পটিও দিন মজুর, কারিগর ও অন্যান্য খেটে খাওয়া মানুষদের সুবিধা দেওয়ার জন্য তৈরি। এই প্রকল্পে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ (3 Lakh Rupees Instant Loan) দিয়ে সাহায্য করে সরকার। ঋণের জন্য সুদ শোধ করতে হয়। তবে তা একদম কম। বিশ্বকর্মা যোজনায় অনলাইন ও অফলাইন আবেদন করা যায়। অনলাইনে করতে হলে, পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশন (PM SURAJ Scheme Portal) করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা করে ফেলতে হয়।
আর অফলাইনে আবেদনের জন্য জেলা শিল্প কেন্দ্র বা ব্যাংকে গিয়ে আবেদন করতে হয়। এখানে ফর্ম নিয়ে এবং তার সঙ্গে আধার কার্ড থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য নথি জমা করে ফেললেই আবেদন শেষ। এছাড়াও পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য চালু হয়েছে গোল্ডেন অ্যাওয়ারনেস স্কিম (Golden Awarness Scheme). আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) মতো এখানেও চিকিৎসার জন্য আর্থিক সাপোর্ট দেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে (PM SURAJ Scheme).
নগদ দেড় লাখ টাকা আর্থিক সুবিধা পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে। দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হলে সাত থেকে দশ দিনের মধ্যে চিকিৎসার সব খরচাপাতি বহন করে সরকার। এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে একটি সভায় দাঁড়িয়ে থেকে PM SURAJ Scheme ও তার জন্য নমো পোর্টাল (Namo Portal) চালু করেন। যারা আবেদন করতে চাইবেন এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।
PM SURAJ Scheme Portal উদ্বোধনের পর তিনি দেখা করেন সভায় উপস্থিত সকল বঞ্চিত খেটে খাওয়া মানুষদের সঙ্গে। তাদের সমস্যার কথা শোনেন। আর তার সঙ্গে প্রয়োজনীয় পরামর্শও দেন তাদের। প্রধানমন্ত্রী ঘোষণা করেন ভোটের আগেই এই প্রকল্প শুরু হচ্ছে। কিন্তু প্রথমে দেশের গুনতি কয়েক জায়গায় তা শুরু করে রিপোর্ট সংগ্রহ করা হবে। এই জন্য হরিয়ানা (Haryana) এবং চণ্ডীগড় (Chandigarh) এই দুটি স্থানকে বাছা হয়েছে।
ভোটের মুখে 1 লক্ষ 30 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গবাসী কিভাবে আবেদন করবেন?
যদি মানুষের ভালো সাড়া মেলে, তবে খুব শীঘ্রই এই PM SURAJ Scheme সারা দেশ জুড়ে অফিশিয়ালি লঞ্চ করা হবে। আর এই সরকারি প্রকল্প শুরু হলে দেশের অনেক খেটে খাওয়া মানুষদের অনেকটাই সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। আর এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। ধীরে ধীরে সমগ্র দেশের এই সুবিধা উপলব্ধ হতে চলেছে বলেই মত অনেকের।
Written by Nabadip Saha.
স্বাস্থ্য সাথী কার্ডের গুরুত্ব আরও বাড়লো। পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা রাজ্যবাসীর জন্য।
Ami bisenes korte chai kintu puji kom tai kichu koreutte parchi na helf me plese……
Business loan please
3 lakh
Business korte chai bt maney Kom piz help me
জায়গা কেনা এবং ব্যাবসার জন্য 10000000 কোটি টাকা ঋণ পাওয়া যাবে?
মুদি দোকানে বসে বসে চিন্তা করে দিন কাটছে পুজি নাই আমার লগঢাইনের আমি খেয়ে শেষ করে দিলাম এখন আমি পথের ভিখারি কি করি তাই আমাকে য়দি একটি বড় ধরনের অঙ্কের টাকা লোন হিসেবে দেন ব্যাবসা করে কোনো রকমে দিন চলবে ইতি বিনয়কমকার মুশিদাবাদজিয়াগঙ পশ্চিম বঙ্গের বাড়ি মোবাইল নং ৯৫৬৩৫৪৩৮১২, ফোন করে বলেন রাম রাম হরে হরে