ভোটের আগেই কপাল খুলল মধ্যবিত্তের। ঘরোয়া রান্নার গ্যাসের উপর ভর্তুকি বাড়িয়ে ৩০০ টাকা করা হলো (LPG Cylinder Price). আগামী এক বছর পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে এলপিজি গ্রাহকদের অর্থাৎ এই এক বছর ধরে মোট ৩৬০০ টাকা ভর্তুকি (LPG Gas Subsidy) লাভ হতে চলেছে তাদের। এমনই ঘোষণা করল কেন্দ্র। রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠছিল মধ্যবিত্ত মানুষের।
LPG Cylinder Price Drop Upto 300 Rupees.
আগে এলপিজি গ্যাসের উপর উচ্চ হারেই ভর্তুকি পেতে সাধারণ এবং উজ্জ্বলা গ্রাহকরা। কিন্তু গ্যাসের দাম (LPG Cylinder Price) বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় ভর্তুকির পরিমাণও। ফলে সকলে বিরূপ হয়ে ওঠেন কেন্দ্রীয় সরকারের প্রতি। কিন্তু এই বছর ভোটের আগেই সেই পুরোনো নিয়ম ফিরিয়ে এনে সকলকে তাক লাগিয়ে দিল কেন্দ্র (Central Government). যার ফলে আবারও হাঁসি ফুটল কোটি কোটি মধ্যবিত্ত মানুষের মুখে।
300 Rupees Subsidy On LPG Gas
প্রতি নতুন মাসের শুরুতেই LPG Cylinder Price সহ সকল পেট্রোপণ্যের দাম পুনর্নির্ধারণ করে কেন্দ্র। আর তখনই ঠিক হয় চলতি মাসে গ্যাসের দাম কমবে না বাড়বে। মার্চ মাসে মূল্য তালিকা পুনর্নির্ধারণের সময়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন আগামী এক বছর ঘরোয়া গাছের উপর ৩০০ টাকা ভর্তুকি মিলবে। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে বর্তমানে সারা দেশের মধ্যে ৩১.৩৬ কোটি গ্রাহকের এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) রয়েছে।
এদের মধ্যে মোট 9 কোটি হলেন উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana 2024) সুবিধাভোগী। আগামী এক বছরে মোট ১২টি সিলিন্ডার পাবেন তারা। প্রতিটির ওপর দেয়া হবে ৩০০ টাকা করে ভর্তুকি। ফলে মোট ৩৬০০ টাকা। এই জন্য ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের কোষাগার থেকে ইতিমধ্যেই। LPG Cylinder Price বা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে অনেকটাই স্বস্তি পাওয়া গেছে।
Who Will Get LPG Gas Subsidy?
এখন প্রশ্ন হল কারা এই ভর্তুকি পাবেন? গত বছর আগস্ট মাসে গ্যাসের দাম ২০০ টাকা কম করেছিল কেন্দ্রীয় সরকার। সকলের জন্যই নতুন দাম চালু হয় তখন। তারপর থেকে বাণিজ্যিক গ্যাসের দামে (Commercial LPG Cylinder Price) খানিকটা বৃদ্ধি ঘটলেও রান্নার এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) গুলি একই দামে রয়েছে। বর্তমানে কলকাতায় সাধারণ গ্রাহকদের একটি গ্যাস সিলিন্ডার কিনতে হয় ৯২৯ টাকা দিয়ে।
গ্রাহক যদি উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী হন তবে 300 টাকা কমে পেতে পারেন। উজ্জলা গ্রাহকদের জন্যই আগামী এক বছর একই পরিমাণ ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি করল সরকার অর্থাৎ এখন তারা যেমন একটি গ্যাস সিলিন্ডার কিনলে ৩০০ টাকা ছাড় পাচ্ছেন আগামী এক বছর ধরে তাই পাবেন। কিন্তু সাধারণ গ্রাহকের ক্ষেত্রে দাম একই থাকছে। তার যেমন ভর্তুকি বিহীন গ্যাস পান তেমনই পাবেন (LPG Cylinder Price).
When You Will Get LPG Subsidy?
লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) দোরগোড়ায় চলে এসেছে। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই ভোট হতে পারে। সেই জন্য LPG Cylinder Price নিয়ে বিজ্ঞপ্তি এই মাসের মধ্যেই বেরোবে। একবার বিজ্ঞপ্তি বেরোলে আর কোন নতুন প্রকল্প শুরু করা যাবে না। সেই জন্য এই ভর্তুকির টাকা ঢোকা শুরু হবে মার্চ মাস থেকেই, এই কথা জানিয়েছে কেন্দ্র (LPG Cylinder Price).
আধার কার্ড নিয়ে বিরাট সুখবর দিলো UIDAI. শুনলেই খুশিতে লাফাবেন।
LPG Cylinder Price বা রান্নার গ্যাসের দামে ভর্তুকি বৃদ্ধি করার জন্য দেশের কোটি কোটি গরীব ও মধ্যবিত্ত মানুষদের অনেকটাই সুবিধা হতে চলেছে। আর এই কারণের জন্য দেশের সব বড় শহরে নতুন দাম কার্যকর করা হয়েছে। রান্নার গ্যাসের এই দামকি আগামীদিনে আরও কমানো উচিত? আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই সম্পর্কে সব খবর সবার আগে পাওয়ার জন্য।
Written by Nabadip Saha.
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর মা বোনেদের জন্য। আজই জেনে নিন।
সিলিন্ডার প্রতি ৫০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে হলেই ঠিক আছে।
রান্না গ্যাস