আপনার যদি ব্যাবসা করার পরিকল্পনা থাকে তবে রান্নার গ্যাসের ডিলারশিপ বা LPG Gas Dealership/ LPG Cylinder Franchise নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এতে যেমন কাস্টোমার এর অভাব হবে না, তার পাশাপাশি লাভের অংক ও অনেক বেশি।
বর্তমানে চাকরি বা ব্যবসা কোনোটাই বললে সঙ্গে সঙ্গে হয়ে যায় না। এই পরিস্থিতিতে শিক্ষিত ছেলে মেয়েরা কি করবে? কিভাবে কর্মসংস্থান (Employment) জোগাড় করবে নিজেদের। সারাজীবন তো আর বেকার হয়ে ঘুরে বেড়ানো যায় না। আপনারও যদি একই অবস্থা হয়ে থাকে, তবে অবশ্যই ঠিক জায়গায় এসেছেন। আজ আমরা আপনাকে জানাতে চলেছি এমন এক সহজ ব্যবসার কথা, যেটির মাধ্যমে অনায়াসেই আপনি নিজের কেরিয়ার গড়ে তুলতে পারেন।
LPG Gas Dealership Advertisement
এই জন্য লাগবেনা কোনো বিনিয়োগ (Investment). লাগবেনা কোনো নির্দিষ্ট জায়গা। কেবল দরকার একটা গ্যাস সিলিন্ডার, যা সবার ঘরেই থাকে। তাহলে আপনি নিজের ঘরেই শুরু করে ফেলতে পারেন এই ব্যবসাটি। কিভাবে এটি করবেন? মাসের শেষে কত লাভ হবে? এই সম্পর্কে এবার জেনে নিন। আর যে কোন ব্যবসা (Business) করার আগে আপনারা সকল জিনিস জেনে নিয়ে কিনবেন।
LPG Cylinder Franchise Startup Business.
বর্তমানে দেশে গ্যাস সিলিন্ডারের সংযোগ (LPG Cylinder Connection) বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে এই ব্যবসাটি। এখন যে কেউই এলপিজি গ্যাসের এজেন্সি নিয়ে মাসে মাসে লাখ টাকা আয় করতে পারেন। তবে এজন্য আপনি যে কোম্পানির থেকে এজেন্সি নিতে চান প্রথমে আপনাকে সেই গ্যাস প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের তরফ থেকে বিজনেসের লাইসেন্স পেলে তবেই আপনি এই LPG Gas Dealership ব্যবসা শুরু করতে পারবেন।
LPG Gas Dealership Business Idea
রান্নার গ্যাসের (LPG Gas) সাধারণত চার ধরনের ডিস্ট্রিবিউটরশিপ (LPG Gas Dealership) দেওয়া হয়, শহর, মফস্বল, গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের। আপনি যে ধরনের স্থানে থাকেন সেখানকার জন্য ডিস্ট্রিবিউটারশীপ (LPG Distributorship) নিন কোম্পানির থেকে। কিভাবে এই জন্য আবেদন করবেন, কোথা থেকে নিতে হবে, এজন্য কি শর্ত রয়েছে, আগে বুঝে নিন।
LPG Gas Dealership Application form
১. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) লিমিটেড মারফত ইন্ডেন গ্যাসের (Indane Gas) ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া হয়ে থাকে।
২. ভারত পেট্রোলিয়াম ভারত গ্যাসের এজেন্সি (Bharat Gas Agency) প্রদান করে।
৩. এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম এইচপি গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ প্রদান করে।
৪. এছাড়া, বর্তমানে গো গ্যাসও ডিলারশিপ (Go Gas Dealership) দিচ্ছে। আপনি যে কোম্পানির সঙ্গে কাজ করতে ইচ্ছুক, সেই কোম্পানিতে যোগাযোগ করুন। তারা আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী গ্যাসের ডিলারশিপ (LPG Gas Dealership) দেওয়ার জন্য বিবেচনা করবে।
LPG Cylinder Franchise Apply Qualification
১. ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
২. কোন সরকার স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশের সার্টিফিকেট থাকতে হবে।
৩. এক্ষেত্রে পুরুষ মহিলা কোন ভেদাভেদ নেই। যে খুশি এই ডিলারশিপ নিতে পারেন।
৪. বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছর এর মধ্যে।
৫. আবেদনকারীর ওপর কোনো কেস অথবা ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না।
৬. আবেদনকারীর পরিবারের কেউ যদি কোন গ্যাস বা তেল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত থাকেন, তবে সেই আবেদনকারী কে ডিলারশিপ দেওয়া হবে না।
৭. এই LPG Cylinder Franchise শুরু করতে আপনাকে প্রথমে ১০ হাজার টাকা ফি দিতে হবে। এরপর মোট ১৫ থেকে ১৬ লাখ টাকা খরচ হবে। যার মধ্যে কিছু টাকা কোম্পানির কাছে জমা রাখতে হয়। বাকি টাকা গুদামঘর এবং অফিস তৈরির কাজে লাগবে।
LPG Gas Dealership Online Apply Process
১. গ্যাস সংস্থা গুলি www.lpgvitarakchayan.in ওয়েবসাইটে এজেন্সি চালু করার জন্য বিজ্ঞপ্তি জারি করে থাকে৷ সেজন্য আপনাকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রাখতে হবে।
২. রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করুন। আবেদন পত্রে প্রয়োজনীয় তথ্য যেমন নিজের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করবেন।
৩. আবেদনপত্র ফিলাপ হলে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
৪. হয়ে গেলে Register বাটানে ক্লিক করুন।
৫. রেজিস্ট্রেশনের পরে আপনার একটি ইন্টারভিউ হবে। যার ভিত্তিতে নির্বাচন করা হবে।
৬. এরপর আপনাকে কোম্পানির কাছে LPG Cylinder Franchise এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
স্বাবলম্বী হতে টাকা দিচ্ছে সরকার। ব্যবসার আইডিয়া আপনার টাকা দেবে সরকার। কম সুদে ঋণ ও সহজ কিস্তি।
৭. তারপর তদন্ত প্রক্রিয়া হবে।
৮. তদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পরে, আবেদনকারীকে উদ্দেশ্য পত্র জারি করা হবে।
৯. আবেদনকারী যে সংস্থার LPG Gas Dealership এজেন্সি নেবে তার জন্য টাকা জমা দিতে হবে।
১০. তারপর আপনার নামে গ্যাস এজেন্সি দেওয়া হবে।
Written by Nabadip Saha.