হাতে স্মার্টফোন থাকবে, আর তাতে ইন্টারনেট থাকবে না তা বললে কি হয়। এই জন্য আমরা সকলে Best Recharge Plan সম্পর্কে জানতে ইচ্ছুক থাকি। বর্তমানে দুনিয়া তো ইন্টারনেট ছাড়া অচল। এর ওপর এখন আবার ফাইভ-জি নেটওয়ার্কের যুগ। তাই আগেকার মতো 1 GB, 2 GB ডেটায় কাজ হয় না। এই পরিস্থিতিতে আনলিমিটেড রিচার্জ ছাড়া ভরসা নেই মানুষের। যদিও আনলিমিটেড বললেও মোটেই আনলিমিটেড সুবিধা পাওয়া যায় না এই প্ল্যান গুলিতে।
Best Recharge Plan With Unlimited 5G Data.
অন্যান্য জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে রিচার্জ এর দাম বেড়েছে (Best Recharge Plan). কিন্তু সেই সঙ্গে সুবিধা কমেছে প্ল্যান গুলিতে। তাই সকলেরই এখন চাই এমন একটা রিচার্জ যেটা সস্তায় পাওয়া যাবে কিন্তু তাতে প্রকৃত আনলিমিটেড সুবিধা থাকবে। এমনই দুটি রিচার্জের কথা বলব আজ এখানে। এই প্ল্যান দুটিতে আপনি ৮৪ দিন বৈধতার সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড ফাইভ জি ডেটা এবং বিনামূল্যে ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন (OTT App Subscription).
কত টাকায় রিচার্জ করতে হবে জেনে নিন। আমাদের দেশে সবচেয়ে বড়ো নেটওয়ার্ক কোম্পানি হলো জিও। আর তারপরেই রয়েছে ভারতী এয়ারটেল। জিওর আনলিমিটেড রিচার্জ প্ল্যান গুলি আমরা সকলেই জানি এবং এগুলো আমাদের বেশি প্রিয়। কারণ এই গুলির দাম সস্তা এবং সুবিধা বেশি। কিন্তু এয়ারটেলের এই রকম সস্তার আনলিমিটেড রিচার্জ রয়েছে (Best Recharge Plan).
আজ এখানে জিও এবং এয়ারটেলের বেস্ট দুটি আনলিমিটেড 5G রিচার্জ প্ল্যান নিয়ে কথা বলব। কাকে এ ক্ষেত্রে কত টাকা দিয়ে রিচার্জ করাতে হবে জেনে নিন। আর আপনারা এই প্ল্যান গুলির মধ্যে যে কোন একটির মাধ্যমে অনেক ধরণের সুবিধা একসাথে পেতে পারবেন। আর আপনাদের এই Best Recharge Plan সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
Jio 5G Best Recharge Plan
জিওর এই প্রিপেড প্লান টির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। গ্রাহকরা এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে পেয়ে যাবেন টানা 84 দিনের বৈধতা। এই ৮৪ দিন আপনি আনলিমিটেড কলিং, প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট এবং ১০০টি করে এসএমএস পাবেন। সঙ্গে যারা ফাইভ-জি কভারেজ ভুক্ত এলাকায় রয়েছেন তারা আনলিমিটেড ডাটা সুবিধা পাবেন দিনভর। এছাড়াও এখানে থাকবে বিভিন্ন Jio Apps এবং নেটফ্লিক্স ওটিটি অ্যাপের (Netflix OTT App) বোনাস Subscription. প্ল্যান রিচার্জ করতে আপনাকে খরচ করতে হবে ১৪৯৯ টাকা।
Airtel 5G Best Recharge Plan
এয়ারটেলের জিওর মতো একই রকম একটি রিচার্জ প্ল্যান রয়েছে। এখানেও ৮৪ দিনের জন্য আপনি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। আনলিমিটেড কলিং, প্রতিদিন ৩ জিবি ডাটা এবং ১০০ টি করে এসএমএস দেওয়া হবে আপনাকে। এছাড়াও এই প্লেনে থাকছে নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন। আর তার সঙ্গে এয়ারটেল হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের (Wynk Music) বোনাস সাবস্ক্রিবশনও।
Written by Nabadip Saha.
সম্পূর্ণ ফ্রি পরিষেবার দিন শুরু আবার। Jio Airtel কে টেক্কা দিতে ময়দানে Elon Musk.