ইচ্ছে মতো আর টাকা রাখা যাবে না ব্যাংকের Savings Account এ। এখন থেকে Income Tax Rule বা আয়কর নিয়ম অনুসারে এই কাজটি করতে হবে সকলকে। সমস্ত সেভিংস একাউন্ট হোল্ডাররা সাবধান হয়ে যান। এই ব্যাপারে ইনকাম ট্যাক্স বিশেষ নিয়ম জারি করেছে। এখন থেকে সেভিংস একাউন্টে অতিরিক্ত টাকা জমালেই টাকা কেটে নেবে ইনকাম ট্যাক্স বিভাগ। নিয়মটি যেকোনো ব্যাংকের গ্রাহকের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনিও যদি এর মধ্যে একজন হয়ে থাকেন তবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি Income Tax Rules এবং এর থেকে বাঁচবেন কি করে?
Income Tax Rule On Savings Account Transaction Limit
আজকাল প্রতিটি মানুষেরই প্রায় ব্যাংকে একাউন্ট (Savings Account Bank Account) রয়েছে। আর একাউন্ট খোলা তো অর্থ সঞ্চয় করে রাখার জন্য। তাই সকলেরই মনে হতে পারে যে একাউন্ট যখন রয়েছে তাতে যত খুশি টাকা জমা রাখা যায়। কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ এই কাজ করে থাকেন তবে অত্যন্ত ভুল করছেন। কারণ ভারতীয় আয়কর আইনের (Income Tax Rule) নিয়ম অনুযায়ী।
Savings Account Transaction Limit
একজন ব্যক্তি যখনই তার Savings Account এ অতিরিক্ত অর্থ সঞ্চিত রাখেন তখন সেই সুদের ওপর ট্যাক্স কাটে আয়কর বিভাগ। এক্ষেত্রে আপনি যত বেশি অর্থ সঞ্চয় রাখার কথা চিন্তা করবেন, মনে রাখবেন তাতে কিন্তু আপনার ক্ষতি এবং সরকারের লাভই বেশি হবে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে এই অতিরিক্ত টাকা বলতে কতটা বোঝায়? ঠিক কত টাকা থেকে ট্যাক্স (Income Tax Rule) কাটা শুরু করে আয় কর বিভাগ?
সরকারি তথ্য বলে, কেবল মাত্র যে সমস্ত সেভিংস একাউন্ট হোল্ডার তাদের ব্যাংকে 10 লক্ষ টাকার নিচে জমা রেখেছেন, তাদের ওপর ইনকাম ট্যাক্স কোনো কর ধার্য করে না অর্থাৎ আপনি ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ কোন রকম বিধি নিষেধ ছাড়াই জমাতে পারেন (Income Tax Rule). কিন্তু সমস্যাটা হল তাদের যাদের একাউন্টে ব্যালেন্স ১০ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে।
Savings Account Income tax
মনে করুন আপনি ব্যাংকে যদি ১০ লাখ টাকা জমান তার ওপর সুদ পাবেন 10000 টাকা অর্থাৎ আপনার মোট ব্যালেন্স হলো ১০,১০,০০০ টাকা। এখন এই ব্যালেন্স এর উপর থেকে ২০ শতাংশ হারে ট্যাক্স (Income Tax) কাটবে আয়কর দপ্তর। আর এরপর ব্যালেন্স (Savings Account Balance) যতই বাড়তে থাকবে, আয়করের পরিমাণও কিন্তু বেড়ে যাবে।
How To Protect You In Income Tax
আয়করের এই নিয়ম জানার পর অনেকেরই মনে হতে পারে তাহলে কি একাউন্টে ১০ লাখ টাকার বেশি রাখা নিরাপদ নয়? না, সে কথা একেবারেই ঠিক নয়। আপনার সেভিংস একাউন্টে (Savings Account) আপনি চাইলে কোটি টাকাও জমা রাখতে পারেন। শুধু সেই ব্যাপারটি আয়করের কাছে জানাতে হবে। যারা সেটি করবেন না তাদেরকেই গুনতে হবে এই পেনাল্টি চার্জ (Income Tax Rule Penalty Charge).
কি করতে হবে এর জন্য? যেমন ভাবে বেতনভোগী কর্মচারীদের প্রতি বছর আয়কর রিটার্নের ফাইল (ITR File) জমা দিতে হয় সরকারের কাছে ঠিক তেমনটাই এক্ষেত্রে করতে হবে আপনাকেও। যদি আপনার একাউন্টে ১০ লাখ টাকার বেশি থাকে তবে একাউন্টের স্টেটমেন্ট প্রতিবছর জমা দিতে হবে আয়কর দপ্তরের কাছে। যদি আপনার ডিটেইলস সম্পূর্ণ ঠিক থাকে তবে কোনো রকম পেনাল্টি চার্জ কাটা হবে না আপনার একাউন্ট থেকে (Income Tax Rule).
Written by Nabadip Saha.
নতুন নীল আধার কার্ড বানাতে হবে পুরনো আধার কার্ডের বদলে। কিভাবে আবেদন করবেন?