Aadhaar Card – রাজ্যে লাখ লাখ আধার কার্ড বাতিল। এক ক্লিকে আধার কার্ড চালু আছে কিনা দেখে নিন।

৩২ কোটি লোকের UIDAI Aadhaar Card বাতিল করেছে কেন্দ্র!! এমনই অভিযোগ যে তারা নাকি ভারতীয় নাগরিক হওয়ার শর্ত পূরণ করেননি। পশ্চিমবঙ্গেরও পূর্ব বর্ধমান জেলার মোট ৭০০ টি পরিবারের সদস্যদের সঙ্গে এরূপ ঘটেছে। আর এই ঘটনার জেরে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সারা দেশজুড়ে। Aadhaar Card বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি নথি (Government Document) দেশের মধ্যে। তাই এটি বাতিল (Aadhaar Card Deactivated) হওয়ায় সমস্ত সরকারি কাজ আটকে যাচ্ছে মানুষের।

Check UIDAI Aadhaar Card Status Online.

রেশন থেকে শুরু করে ব্যাংক একাউন্ট সবই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই নিয়ে আধার সংস্থা UIDAI এর কাছে আবেদনও জানানো হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। তারা জানিয়েছে সমস্ত বেআইনি আধার কার্ড বাতিল করা হবে। আপনার আধার কার্ডটি বৈধ তো? নাহলে সেটিও কিন্তু হতে পারে বাতিল। নিরাপদ থাকতে এখনই এভাবে চেক করুন আধার কার্ডের স্ট্যাটাস (Aadhaar Card Status Check).

Aadhaar Card নিয়ে প্রথম থেকে কেন্দ্রের বিরোধিতা করে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee). সমস্ত জায়গায় আধার কার্ড লিঙ্ক করানোর যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছিল তাতে বার বার তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন। কারণ এতে তার রাজ্যের মানুষকে হয়রানি হতে হচ্ছিল। এবার আবারো একইভাবে রাজ্যের মানুষের স্বার্থে তিনি সরব হয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে।

রাজ্যের লাখ লাখ মানুষের আধার কার্ড বাতিল (Aadhaar Card Cancel) করায় অত্যন্ত সমস্যার মুখে পড়তে হচ্ছে সেই সমস্ত মানুষকে। সরকারি প্রকল্প গুলির টাকাও পাচ্ছেন না অনেকে। কিন্তু এই ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন যে আধার বাতিল করা হলেও রাজ্যের মানুষ কোন সরকারি সুবিধা (Government Benefits) থেকে বঞ্চিত হবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, আধার কার্ড বন্ধ হয়ে গেলেও রাজ্যের মানুষ সরকারি প্রকল্পের (Government Scheme) টাকা অবশ্যই পাবে।

দরকার হলে জায়গায় জায়গায় ক্যাম্প করে টাকা বিতরণ করা হবে মানুষকে। আধার বাতিলের অভিযোগ জানানোর জন্য ইতিমধ্যেই ‘আধার গ্রিভান্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে একটি পোর্টাল চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও দ্রুত এই আধার বাতিলের প্রক্রিয়াটি বন্ধ করার জন্য তিনি চিঠি লিখেছেন কেন্দ্রের কাছে। মুখ্যমন্ত্রীর মতে, ভোটের আগে আতঙ্ক ছড়ানোর জন্য মোদী সরকার (Modi Government) এরকম করছে।

Bajaj Finserv Personal Loan (বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন)

Check Aadhaar Card Activated Or Deactivated

১. UIDAI এর ওয়েবসাইট ভিজিট করুন।
২. হোমপেজের নীচে Check Aadhaar Validity অপশনে ক্লিক করুন।
৩. এরপর একটি নতুন পেজ খুলবে। এখানে নির্দিষ্ট স্থানে নিজের আধার লিঙ্কড মোবাইল নম্বর এন্ট্রি করে ক্যাপচা কোড বসান।
৪. সাবমিট বাটনে চাপ দিন।
৫. যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত থাকে এবং এর ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে থাকে, তবে Aadhaar Verification Completed লেখাটি দেখাবে। এর অর্থ যে আপনার আধার কার্ডটি বৈধ। সেটি বাতিল হবে না।

10 লক্ষ টাকার বেশি রোজগার হলেও আয়কর দিতে হবে না। মোদী সরকারের বড় ঘোষণা।

কিন্তু এই Aadhaar Card Deactivated বা বাতিল নিয়ে এখনো পর্যন্ত কোন ধরণের আধিকারিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি UIDAI বা কেন্দ্রীয় সরকারের তরফে। এছাড়াও এই আধার কার্ড বাতিলের ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হচ্ছে নাকি দেশের আরও বিভিন্ন রাজ্যে এই Aadhaar Card বাতিলের ঘটনা ঘটছে কিনা সেই নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এবারে এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের পেজে নজর রাখুন।
Written by Nabadip Saha.

নতুন নীল আধার কার্ড বানাতে হবে পুরনো আধার কার্ডের বদলে। কিভাবে আবেদন করবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment