Loan on Aadhaar Card – টাকার প্রয়োজনে এবার আধার কার্ড। মাত্র 5 মিনিটে 5 লাখ টাকা লোন পেতে এইভাবে আবেদন করুন।

লোন নিয়ে আর নয় চিন্তা। এবার আধার কার্ড থাকলে মাত্র ৫ মিনিটে Loan on Aadhaar Card স্কীমের মাধ্যমে Personal Loan এর জন্য আবেদন করতে পারেন। আর আপনি যদি যোগ্য হয়ে থাকেন তবে আধার ভেরিফিকেশনের মাধ্যমে মাত্র ৫ মিনিটে লোনের টাকা নিজের ব্যাংক একাউন্টে পেয়ে যেতে পারেন। কিভাবে আবেদন করবেন, কাদের জন্য এই সুবিধা, Loan from Aadhaar Card স্কীমে আবেদন করতে পুরো প্রতিবেদন পড়ে নিন।

Instant Personal Loan on Aadhaar Card

গতানুগতিক সিস্টেম ও চলতি ব্যাংকিং নিয়ম অনুযায়ী অনেকেই মনে করেন লোন মানে হাজার প্রশ্নের উত্তর, সমস্ত ডকুমেন্টস, আয়ের প্রমান, সম্পত্তির প্রমান, গ্যারান্টার, বাড়িতে ভেরিফিকেশন, কর্মস্থলে ভেরিফিকেশন প্রভৃতি শুধু হ্যাপা আর হ্যাপা। সেই কারনে অনেকের টাকার প্রয়োজন হলেও লোন নিতে চান না। তবে এবার সেই নিয়মের বদল হওয়া শুরু হয়েছে। এবার অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে মাত্র ৫ মিনিটে আধার লোন নিতে পারবেন, যেটি Instant Personal Loan form Aadhaar Card নাম দেওয়া হয়েছে।

How to get Personal Loan on Aadhaar Card

পার্সোনাল লোন প্রায় সমস্ত ব্যাঙ্কেই দেওয়া হয়। তবে সুদের হার (Personal Loan interest Rates) বিভিন্ন হয়ে থাকে। তবে বিশেষ কয়েকটি ব্যাংক অপেক্ষাকৃত কম সুদে ও Instant Personal Loan on Aadhaar Card সিস্টেম চালু করেছে। কারন, লোনের পরিমান বেশি হলে ব্যাংকের আয় বাড়বে, আর তার সাথে জনগনের জরুরী প্রয়োজনেও কাজে লাগবে। এবার প্রশ্ন হলো কোন কোন ব্যাংক Instant Loan on Aadhaar Card Scheme চালু করেছে?

Loan on Aadhaar Card only

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)
  • কোটাক মাহিন্দ্রা ব্যাংক
  • এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
  • Axis Bank,
  • ইন্ডিয়ান ব্যাংক
  • বন্ধন ব্যাংক (Bandhan Bank)

How to Apply Personal Loan on Aadhar Card

আধার লোনের জন্য আবেদন করতে হলে নিচের এই স্টেপ গুলো ফলো করুন।
১) প্রথমে যে ব্যাংকে আপনার একাউন্ট আছে, সেখানে খোঁজ নিন, যে তারা Instant Personal Loan on Aadhar Card স্কিমে লোন দেয় কিনা।
২) উত্তর যদি হ্যা হয়, তবে ব্যাংকের নির্দিষ্ট App যেমন SBI তথা স্টেট ব্যাংকের Yono App এর মাধ্যমে SBI Instant Personal Loan on Aadhaar Card স্কিমে আবেদন করুন।

৩) অনলাইন ব্যাংকিং না থাকলে ফর্ম নিয়ে আবেদন করুন।
৪) আপনার Form 16 অথবা ITR Return আপডেট থাকলে সাথে সাথে লোনের আবেদন গৃহীত হবে। এবং লোনের টাকা সরাসরি আপনার একাউন্টে ঢুকে যাবে।
৪) Form 16 অথবা ITR রিটার্ন না থাকলে আয়ের প্রমানপত্র দিয়ে ও লোনের আবেদন করতে পারবেন।

Instant Personal Loan interest rate

বিভিন্ন ব্যাংকে পার্সোনাল লোনের সুদের হার বিভিন্ন হয়। এছাড়া আয় ও CIBIL Score এর উপরে সুদের হারের তারতম্য হতে পারে। কিম্বা অতীতে লোনের টাকা ঠিকমতো পরিশোধ না করার রেকর্ড থাকলেও লোন পেতে সমস্যা হতে পারে অথবা সুদের হার বেশি হতে পারে। তাছাড়া সুদের হার নিয়মিত পরিবর্তিত হয়। তবে বর্তমানে বিভিন্ন ব্যাংক অনুযায়ী Instant Personal Loan interest rate বা পার্সোনাল লোনের সুদের হার ১০.৩০% থেকে ১৬% পর্যন্ত রয়েছে। কোন ব্যাংকে পার্সোনাল লোনের বর্তমান সুদের হার কতো জানতে এখানে ক্লিক করুন।

Instant Personal Loan Eligibility and Rules

১) আধার কার্ডের মাধ্যমে Instant Personal Loan on Aadhaar Card লোন নিতে হলে প্রথমে আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর।
২) যে ব্যাংক থেকে লোন নেবেন, সংশ্লিষ্ট ব্যাংকে আবেদনকারীর ব্যাংক একাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক (Bank Account Aadhaar Link) করা থাকতে হবে।
৩) আবেদনকারীর ক্রেডিট স্কোর (Credit Score) ৭৫০ এর বেশি হতে হবে। আপনার ক্রেডিট স্কোর কতো জানতে হলে ব্যাংকের App থেকে নিজেই জানতে পারবেন। অথবা ব্যাংকে জিজ্ঞেস করলেও তারা বলে দিতে পারবেন।

আরও পড়ুন, ব্যবসার জন্য টাকার প্রয়োজন হলে এখানে ক্লিক করুন।

৪) আবেদন করার সময় ব্যাংকের পাশ বই থাকতে হবে। ব্যাংকের মিনিমাম ব্যালান্স নিয়মিত রাখতে হবে।
৫) আধার কার্ড ও প্যান কার্ড (PAN Card) প্রমাণ হিসেবে সঙ্গে রাখতে হবের
৬) ব্যক্তির কোনো বকেয়া ঋন ব্যাংকে থাকা চলবে না। আর থাকলেও আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। অর্থাৎ আবেদন কারীর মাসিক আয় যদি ধরুন ৩০০০০ টাকা হয়। তবে তার অর্ধেক EMI এর হিসাব ধরলে, তার ৫০০০ টাকা যদি আগের EMI দিতে হয়, তবে সর্বোচ্চ ১০০০০ টাকার বেশি EMI হওয়া চলবে না। আর সেই হিসাবে তিনি যতটুকু লোন পাওয়ার যোগ্য ততটাই লোন পাবেন।

আরও পড়ুন, একাউন্টে টাকা না থাকলেও 5 লক্ষ টাকা পাবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন।

Instant Personal Loan on Aadhaar Card Loan Amount

এবার প্রশ্ন হচ্ছে, একজন আবেদনকারী সর্বোচ্চ কত টাকা লোন পেতে পারেন?
আবেদনকারীর মাসিক আয়ের সর্বোচ্চ ১০ থেকে ২০ গুন পর্যন্ত পার্সোনাল লোন পাবার যোগ্য। অর্থাৎ কোনও ব্যাক্তির মাসিক আয় ৫০০০০ টাকা হলে তিনি ৫ লাখ থেকে ১০ লাখ টাকা অব্দি পার্সোনাল লোন পেতে পারেন। যদি সেই ব্যাক্তির ইতিমধ্যে আরও ২ লাখ টাকা লোন বকেয়া থাকে, তবে নতুন প্রদেয় লোন থেকে ২ লাখ টাকা কম পাবেন।
এই বিষয়ে আরও বিষদে জানতে আপনার ব্যাংকে যোগাযোগ করুন, কিম্বা এখানে আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment