রাজ্যের ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার এডমিট কার্ড তথা ICDS Admit Card Download লিংক প্রকাশিত হয়েছে। এছাড়াও সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটি জরুরী ঘোষণা রয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হল টিকিট। গত বছরেই রাজ্যের বেশ কিছু জেলায় অঙ্গনওয়াড়ি পদে কর্মী এবং সহায়ক নিয়োগের জন্য আবেদন গ্ৰহণ করা হয়েছিল। তার মধ্যেই একটি জেলায় পরীক্ষা শুরু হতে চলেছে সম্প্রতি।
WB ICDS Admit Card Download
আর তার জন্য এডমিট কার্ড ডাউনলোড এর লিংক (ICDS Admit Card Download) সক্রিয় করা হয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটে। লিংক একটিভ থাকবে মাত্র সাত দিন। তাই যারা যারা এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এখনই নিচের পদ্ধতিতে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন।
ICDS Admit Card Download link
২০২৩ সালে রাজ্য সরকার ঘোষণা করেছিল রাজ্য জুড়ে মোট ৩৬০০০ শুন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা। তারা জানিয়েছিল যে প্রতি জেলাতেই অঙ্গনওয়ারী পদে প্রার্থী নির্বাচনের জন্য একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তীকালে বিভিন্ন জেলাগুলিতে শুরু হবে পৃথকভাবে নিয়োগ প্রক্রিয়া। একসঙ্গে নয় বরং ধাপে ধাপে প্রতি জেলায় এই নিয়োগ করা হবে বলে জানায় রাজ্য।
যাইহোক, তাদের কথামতো কিছুদিনের মধ্যেই সমীক্ষা চালানো হয় রাজ্যের বিভিন্ন জেলায়। এরপরই কয়েকটি জেলায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় সেই জেলাগুলির ডিএম অফিস মারফত। যার মধ্যে ছিল হুগলি জেলাও। বর্তমানে এই জেলায় অঙ্গনওয়াড়ি নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ কথা জানানো হয়েছে । এজন্য সংশ্লিষ্ট জেলার ডিএম অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ICDS Anganwari Hall Ticket বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের এডমিট কার্ড এর বিষয়ে।
আরও পড়ুন, টাকার দরকার হলে ধার দেবে সরকার, চাকরি পেলে শোধ করবেন।
How to Download WB ICDS Admit Card
পরীক্ষার এই হল টিকিট বা এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করা যাবে? দেখে নিন।
এর জন্য,
১. হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. সেখানে গিয়ে Recruitment ট্যাবে ক্লিক করতে হবে।
৩. তারপর এডমিট কার্ড সংক্রান্ত যে লিংকটি পেজের ওপর স্ক্রল করবে সেটিতে ক্লিক করতে হবে।
৪. এরপর নতুন একটি উইন্ডো খুলবে, যেখানে আপনি নিজের অ্যাপ্লিকেশন নাম্বার, নিজের নাম ও কোন পোষ্টের জন্য আবেদন করেছিলেন সেই তথ্যগুলি এন্টার করতে হবে।
৫. এরপর নিচের সার্চ বাটনে ক্লিক করলে আপনার এডমিট কার্ড দেখাবে স্ক্রিনের ওপর।
৬. Print বাটান এ ক্লিক করে এডমিট কার্ডের হার্ডকপি প্রিন্ট করে নিন।
৭. এইভাবে WB ICDS Admit Card Download করতে পারবেন।
এছাড়া অন্যন্য চাকরির পরীক্ষার আবেদন করতে নিচের লিংক গুলো ক্লিক করুন।
১) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ। জরুরীভিত্তিতে কয়েক হাজার চাকরি। অনলাইনে আবেদন।
২) পোস্ট অফিসে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তি।
৩) গ্রাম পঞ্চায়েতে 7216 টি পদে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন।
৪) রাজ্যের বিদ্যুৎ সরবরাহ সংস্থায় ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, বেকার ছেলে মেয়েদের ভাতা দিচ্ছে সরকার, এইভাবে আবেদন করুন।