রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আবারো একটি দারুন সুসংবাদ (Anganwadi Recruitment 2024). রাজ্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে বহুদিন পর রাজ্যে আশা সহায়িকা পদে কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment) প্রক্রিয়া শুরু হতে চলেছে। কিছু দিন আগেই নির্দিষ্ট দপ্তরের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে, এক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে তার নিজের জেলাতেই চাকরি দেওয়া হবে।
West Bengal Anganwadi Recruitment 2024.
এখানে আবেদনের কাজ শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে তা কিন্তু বেশিদিন চলবে না। কারণ রাজ্য সরকার (Government Of West Bengal) অতি শীঘ্রই এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। এখন দেখে নেওয়া যাক এই চাকরির ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে অথবা কিভাবে আবেদন করতে হবে ইত্যাদির বিবরণ। এই সম্পর্কে আপনারা সকল তথ্য ভালো করে জেনে তবেই আবেদন করুন।
Anganwadi Recruitment 2024 Number Of Vacancys
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের পুরুলিয়া জেলায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রধানত এক ধরনের শূন্য পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে। যেটি হলো অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Assistant) সব মিলিয়ে মনে ১৮১ জন প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে। শ্রেণী বিশেষে শূন্য পদের সংখ্যা দেখতে হলে বিজ্ঞপ্তি অনুসরণ করুন। কিন্তু ধীরে ধীরে রাজ্যের সব জেলাতেই এই নিয়োগ হবে বলে মনে করছেন অনেকে।
Anganwadi Recruitment 2024 Qualifications And Criteria
- এই পদের ক্ষেত্রে আবেদনের জন্য উপযুক্ত প্রার্থীদের (অবশ্যই মহিলা) কে সরকার স্বীকৃত কোন বোর্ড থেকে সর্বনিম্ন মাধ্যমিক পাস যোগ্যতার হয়ে থাকতে হবে।
- এই পদের ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক বলে জানানো হয়েছে। অন্তত ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন (Anganwadi Recruitment 2024).
- প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
Anganwadi Recruitment 2024 Apply Age And Salary
অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Recruitment 2024) পদে এখানে আবেদন করার জন্য একজন প্রার্থীকে সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত বয়সের মধ্যে থাকতে হবে। বয়স সীমা হিসাব করা হবে ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী। এখানে প্রতিমাসে ৪৫০০ টাকা ও অতিরিক্ত ৩৭৫০ টাকা প্রদান করা হবে। আর এই বেতন সময়ে সময়ে সরকারের তরফে পরিবর্তন করা সম্ভব।
Anganwadi Recruitment 2024 Apply Process
- প্রার্থীদেরকে সর্ব প্রথম www.purulia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে অথবা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকেও সেটি ডাউনলোড করতে পারেন।
- বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদন পত্রটিকে প্রিন্ট করে নিতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টের এক কপি করে জেরক্স করে নিতে হবে এবং সে গুলোর উপর সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে।
- আবেদন পত্রটিকে নিজের হাতে সঠিকভাবে পূরণ করে ডকুমেন্টসহ সেটিকে একটি মুখবন্ধ খামে ভর্তি হবে।
- এরপর সেটিকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। খামের উপর অবশ্যই উল্লেখ করে দেবেন যে পদের জন্য আবেদন করছেন তার নাম (Anganwadi Recruitment 2024).
Anganwadi Recruitment 2024 Documents
- এক কপি পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচার।
- Aadhaar Card, Voter ID Card, Ration Card Or Driving License.
- সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণসমূহ।
- জাতিগত শংসাপত্র।
- প্রার্থীর সংশ্লিষ্ট পঞ্চায়েতের একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ইত্যাদি।
- পূর্ব অভিজ্ঞতার সার্টিফিকেট।
Anganwadi Recruitment 2024 Recruitment Process
এখানে প্রথমে প্রার্থীদেরকে একটি লিখিত পরীক্ষা করানো হবে। এক্ষেত্রে পরীক্ষার পূর্ণমান হবে মোট ৩৫ নম্বর এবং সময় থাকবে ১ ঘন্টা। পরীক্ষা হবে নিম্নলিখিত এসকল বিষয়ের উপর – পাটিগণিত ১০ নম্বরের, পুষ্টি, স্বাস্থ্য ও নারীদের সামাজিক অবস্থান সংক্রান্ত প্রশ্ন ১০ নম্বরের, ইংরেজি ভাষা ১০ নম্বরের, সাধারণ জ্ঞানের প্রশ্ন ৫ নম্বরের।
এরপর যে পর্যায় হবে তার নাম হলো ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন (Anganwadi Recruitment 2024).
এক্ষেত্রে আবার দু’রকম ভাবে পরীক্ষা করা হবে প্রার্থীদের একটি সরাসরি সাক্ষাৎকার এবং অপরটি হল অভিজ্ঞতা যাচাই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সকলেই এখানে মনোনীত হবেন। সাক্ষাৎকারে পূর্ণমান থাকবে ৫ নম্বর। আর অভিজ্ঞতার ক্ষেত্রে পূর্ণমান থাকবে ১০ নম্বর। এই দুই ক্ষেত্রে উত্তীর্ণ সকল প্রার্থীকে সরাসরি ভাবে নিয়োগ করা হবে তার নিজস্ব পঞ্চায়েতের (Gram Panchayat) অধীনস্থ স্থানে কাজের জন্য।
আধার কার্ড গ্রাহকদের এই কাজটি না করলে, ব্যাংক একাউন্টে সমস্যা হবে। ফেব্রুয়ারির মধ্যে করে নিন।
Anganwadi Recruitment 2024 Apply Starting And Last Date
আগেই বলা হয়েছে যে এখানে আবেদনের কাজ শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আবেদনপত্র অফলাইনে গ্রহণ করার শেষ তারিখ হল ২৭ ফেব্রুয়ারি ২০২৪। আর এই সম্পর্কে আপনারা নিকটবর্তী কোন প্রশাসনিক দফতরে যোগাযোগ রাখবেন। যার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের জেলাতে এবং আপনাদের এলাকায় কবে এই চাকরি নেওয়া শুরু হবে।
Written by Nabadip Saha.