আজকাল প্রতিটি মানুষের ব্যাংকে একাউন্ট আছে। আর একাউন্ট থাকলে কিছু নিয়ম না মানলে Income Tax Notice পাঠাবে আপনাকে। আর সেভিংস একাউন্ট (Savings Account) থাকা মানে তাতে তো টাকা পয়সা থাকবেই। আমরা প্রায়ই ব্যাংকে গিয়ে টাকা পয়সার লেনদেন করে থাকি। কিন্তু অনেকেই হয়তো জানেন না ব্যাংক থেকে টাকা তোলা বা ফেলার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম (Bank Rules) থাকে।
Savings Account Holders Will Get Income Tax Notice.
যেমন অনেক ক্ষেত্রে দেখবেন একাউন্ট হোল্ডার ছাড়া অন্য কাউকে টাকা তোলার অনুমতি দেওয়া হয় না, আবার বলা হয় নির্দিষ্ট একটি অংকের ওপর টাকা তোলা যাবে না। ঠিক সেই রকমই ব্যাংকের কত টাকার লেনদেন আপনি করতে পারেন সে ক্ষেত্রেও একটি লিমিট (Income Tax Notice) থাকে, যা আমরা জানি না। ব্যাংক থেকে বারবার সতর্ক করা হয় আমাদের এই গুলো সম্পর্কে।
কিন্তু আমরা অনেকেই এড়িয়ে যাই। এবার আয়কর বিভাগ থেকে সতর্ক করেছে যে, এরপর যে সমস্ত গ্রাহক ব্যাংকের নিয়ম না মেনে ইচ্ছেমতো টাকা তুলবেন বা ফেলবেন, তাদের বাড়িতে আয়করের নোটিশ (Income Tax Notice) যাবে। এমনকি প্রয়োজনে রেইডও করা হতে পারে। ফলে গ্রেপ্তার এবং জরিমানা হবার সম্ভাবনা রয়েছে অপরাধীর। যদি বাঁচতে চান, তবে এখনই জেনে নিন ইনকাম ট্যাক্সের নতুন রুলস (Income Tax Rule) সম্পর্কে এবং এগুলো থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন।
আয়করের নিয়ম সম্পর্কে জানুন
- আয়কর আইন অনুযায়ী, ব্যাংক একাউন্ট থেকে একবারে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত প্রত্যাহার করা যায়।
- যদি আপনি এর বেশি টাকা তুলে থাকেন তবে আয়কর থেকে নোটিশ (Income Tax Notice) পাঠাবে।
- তবে তোলার সঙ্গে ফেলার ক্ষেত্রেও নিয়ম রয়েছে।
- ৩০ লাখ টাকার বেশি অর্থ ডিপোজিট করা যাবেনা ব্যাংক একাউন্টে একবারে।
- সেক্ষেত্রেও হানা দেবে ইনকাম ট্যাক্স (Income Tax Notice).
Income Tax Notice থেকে বাঁচার উপায় কি?
- আয়করের এই রকম কোনো নোটিশ আপনি পেলে সবার আগে সেটা সঠিক কিনা যাচাই করে নিতে হবে।
- এই ব্যাপারে একজন অভিজ্ঞ CA র পরামর্শ নিতে পারেন আপনি।
- ১০ লক্ষ টাকার বেশি অর্থ তুলতে হলে তা একবারে করা যাবে না।
- সেক্ষেত্রে দু-তিন বারে টাকাটি তুলতে পারেন।
- তবে যদি খুব প্রয়োজন বশত একবারেও প্রত্যাহার করতেও হয়।
- সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর কাছে একটি ITR File জমা করতে হবে আপনাকে।
- সঙ্গে নিজের সম্পূর্ণ বিবরণও দিতে হবে (Income Tax Notice).
বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।
টাকা তোলার মতো ফেলার ক্ষেত্রেও একবারে লেনদেন না করাই ভালো। নিয়ম অনুযায়ী যেহেতু ৩০ লাখ টাকার বেশি ফেলা যাবে না একবারে, তাই বারে বারে ফেলতে পারেন। তবে এক্ষেত্রেও যদি একবারে টাকা ফেলার প্রয়োজন হয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে সেই টাকার উৎস, তা কি উদ্দেশ্যে ডিপোজিট করা হচ্ছে তার প্রমাণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি জমা করতে হবে (Income Tax Notice).
Written by Nabadip Saha.