SBI e Mudra Loan – বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।

দারুণ সুখবর কেন্দ্রীয় সরকার দিচ্ছে প্রত্যেককে এক লক্ষ টাকা করে (SBI e Mudra Loan). দেশের মোট ১১ কোটি মানুষ পাবে এই সুবিধা। আপনিও চাইলে এখানে আবেদন করতে পারেন এবং পেয়ে যেতে পারেন সুবিধা। এর জন্য দরকার কেবল একটি ব্যাংক একাউন্ট। তবে যে সে ব্যাংকে নয়। একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একাউন্ট (SBI Account) হলে তবেই পাবেন এই অর্থ সাহায্য। বিস্তারিত জেনে নিন।

SBI e Mudra Loan Apply Process.

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PM Mudra Yojana) কথা আমরা সকলেই জানি। নরেন্দ্র মোদী (PM Narendra Modi) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 2015 সালে এই প্রকল্পটি শুরু করেন। এর আওতায় দেশের উদ্যোক্তাদের ব্যবসা করার জন্য মোটা অংকের টাকা ঋণ দেয় সরকার। এখানে তিনভাগে যথাক্রমে ৫০ হাজার পর্যন্ত, ৫০ হাজার থেকে ৫ লাখ পর্যন্ত এবং ৫ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত এমাউন্টের ঋণ (SBI e Mudra Loan) পাওয়া যায়।

এখনো পর্যন্ত দেশের অনেক মানুষ এর সুবিধা লাভ করেছেন। তবে এবার এই মুদ্রা যোজনাকেই সাজানো হয়েছে নতুন ভাবে। যার মাধ্যমে এই সুবিধা আরো বৃদ্ধি পেতে চলেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI e Mudra Loan) হালে একটি ঘোষণা জারি করেছে। ঘোষণাটি এই মুদ্রা লোন (Mudra Loan) সম্পর্কিত। এতদিন পর্যন্ত মুদ্রা লোন (SBI e Mudra Loan) নিতে গেলে গ্রাহকদের কষ্ট করে ব্যাংকে গিয়ে লাইন দিতে হতো। কিন্তু সেই ঝক্কি আর পোহাতে হবে না এবার থেকে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) জানিয়েছে এবার থেকে গ্রাহকরা চাইলে বাড়িতে বসেই পেয়ে যাবেন মুদ্রা যোজনার লোন। এর জন্য আপনাকে SBI e Mudra Loan Yojana তে আবেদন জানাতে হবে। এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট www.onlinesbi.in এ গিয়ে এই কাজ করা যাবে। তবে যারা মনে চাইবেন তারা ব্রাঞ্চে এসেও লোন নিতে পারবেন। বলে রাখা ভালো, এই মুদ্রা যোজনায় অনলাইন লোন কিন্তু সব ক্ষেত্রে উপলব্ধ নয়।

Share Market (শেয়ার মার্কেট)

মনে রাখতে হবে, মুদ্রা যোজনায় (SBI e Mudra Loan) তিন ভাগে লোন দেওয়া হয়। যে সকল গ্রাহকরা ৫০ হাজার টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করবেন, তারাই কেবল এই ই মুদ্রা যোজনা দ্বারা বাড়িতে বসে লোন পাবেন। যারা ৫ লাখ কিংবা ১০ লাখ টাকা পর্যন্ত লোন নেবেন তাদের ব্রাঞ্চে গিয়েই যোগাযোগ করতে হবে। এসবিআই আরো জানিয়েছে, এই ই মুদ্রা লোন পেতে গেলে গ্রাহকদের ব্যাংক একাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক (SBI Bank Account Aadhaar Link) করা থাকতে হবে।

নতুন বছরে ফিক্সড ডিপজিটে 9% সুদ ঘোষণা। নিরাপত্তা ও গ্যারান্টি রিটার্নের সাথে ঝড়ের গতিতে বাড়বে টাকা।

এই SBI e Mudra Loan মেয়াদ থাকবে পাঁচ বছর। পাঁচ বছরের মধ্যে গ্রাহককে অবশ্যই লোন পরিশোধ করে দিতে হবে। ই মুদ্রা লোন নিলে নির্দিষ্ট টাকা ভর্তুকি দেওয়া হবে গ্রাহকদের। আরো সুবিধা হবে যদি আপনার কোনো জাতিগত নথি (Caste Certificate) থাকে। আর আপনারা কত টাকা লোন পাবেন এবং তাতে কতটা ভর্তুকি (SBI e Mudra Loan) দেওয়া হবে সেই সম্পর্কে আরও জানতে হলে নিকটবর্তী শাখায় গিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন।Written by Nabadip Saha.

চাকরি না করেও প্রতিমাসে 5000 টাকা পেনশন পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment