LPG Cylinder Price – মাসের শুরুতেই বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। কবে আবার কমবে? নতুন দাম কত হলো?

মাস পয়লাতেই রান্নার গ্যাস (LPG Cylinder Price) নিয়ে বড় ঘোষণা করল মোদি সরকার (Modi Government). নতুন মাস পড়তে না পড়তেই এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) সহ সমস্ত পেট্রোপণ্যের দাম পুনর্নির্ধারণ করা হলো সরকারের তরফে। যার ফলে আবারও বাড়লো রান্নার গ্যাসের দাম (LPG Gas Price). আজ ১ ফেব্রুয়ারি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন ২০২৩-২৪ অর্থবছরের। তবে তার জন্য অপেক্ষা না করে আগেভাগেই গ্যাসের নতুন দাম (LPG Cylinder Price) বেঁধে দিল কেন্দ্র।

LPG Cylinder Price Increase In India.

যেটুকু শোনা যাচ্ছে, এইদিনে মধ্যরাত থেকে এই বর্ধিত দাম (LPG Cylinder Price) কার্যকর করা হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের (LPG Gas) দাম বিভিন্ন পরিমাণে বৃদ্ধি পেতে দেখা গেছে। কোথাও একটু কম আবার কোথাও অনেক বেশি। আপনার শহরে বর্তমানে একটি সিলিন্ডারের দাম কত হলো? তা জানতে হলে নিচে দেখুন। ২০২৩ আগস্ট মাসে এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে।

যার দ্বারা উপকৃত হয়েছিলেন হাজার হাজার দরিদ্র মানুষ। তারপর এই কমাস যাবত গ্যাসের দামে (LPG Cylinder Price) আর কোন পরিবর্তন আসেনি। আবার ঠিক ভোটের আগে নতুন মাস পড়তে না পড়তেই মহার্ঘ্য হয়ে উঠল রান্নার গ্যাস। সম্প্রতি Indian Oil কোম্পানিটি দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডারের দামে বৃদ্ধি করেছে। এ বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেখানে নতুন দাম গুলির তালিকা দিয়েছেন তারা। দেখে নেওয়া যাক সেই নতুন দাম গুলি। দেশের বিভিন্ন জায়গায় এলপিজি গ্যাসের দাম।

19KG LPG Cylinder Price In India

  • রাজধানী দিল্লিতে (New Delhi) ১৯ কেজি ভর্তুকি বিহীন এলপিজি সিলিন্ডারের দাম ১৭৬৯ টাকা হয়েছে। যা আগে ছিল ১৭৫৫ টাকা অর্থাৎ এক্ষেত্রে ১৪ টাকা বেড়েছে গ্যাস।
  • কলকাতায় (Kolkata) এই দাম ১৮৮৭ টাকা হয়েছে। এর আগে সেই নাম ছিল ১৮৬৯ টাকা অর্থাৎ কলকাতায় দাম ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে গ্যাসের।
  • মুম্বাইতে (Mumbai) একটি ১৯ কেজি ভর্তুকি বিহীন এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১,৭২৩.৫ টাকা। আগে এই দাম ছিল ১,৭০৮.৫ টাকা। হঠাৎ মুম্বাইতে ১৫ টাকা বাড়ানো হয়েছে এলপিজির দাম।
  • চেন্নাইতে (Chennai) এরূপ ভর্তুকি বিহীন একটি সিলিন্ডারের দাম ১,৯৩৭ টাকা। যা আগে ছিল ১,৯২৪.৫ টাকা। চেন্নাইতে দাম বেড়েছে ১৩ টাকা (LPG Cylinder Price).

14KG LPG Cylinder Price In India

সারা দেশে বাণিজ্যিক গ্যাসের (Commercial LPG Gas Price) সঙ্গে ইন্ডিয়ান ওয়েল ঘরোয়া গ্যাসের দামও বাড়িয়েছে। তবে উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় সুবিধাভোগীরা সব স্থানেই ঘরোয়া গ্যাসের ক্ষেত্রে ধার্য মূল্যের তুলনায় ৩০০ টাকা কম দামে একটি সিলিন্ডার কিনতে পারছেন। এবারে বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

LPG Aadhaar Link (রান্নার গ্যাস আধার লিংক)
  • রাজধানী দিল্লিতে ভর্তুকি বিহীন একটি ঘরোয়া ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯০৩ টাকা। উজ্জ্বলা যোজনার গ্ৰাহকরা পাবেন ৬০৩ টাকা দরে।
  • কলকাতায় ১৪ কেজি ভর্তুকি বিহীন সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯২৯ টাকায়। উজ্জ্বলা যোজনার নাম থাকলে এই সিলিন্ডারের দাম দিতে হবে ৬২৯ টাকা।
  • মুম্বইতে এলপিজির দাম ৯০২.৫ টাকা। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের দাম দিতে হবে ৬০২.৫ টাকা।
  • চেন্নাইতে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯১৮.৫ টাকায়। উজ্জ্বলা যোজনার আওতায় ৬১৮.৫ টাকা হয়েছে গ্যাসের দাম (LPG Cylinder Price).

ভোটের আগে একটি করে রান্নার গ্যাস সিলিন্ডার ফ্রি। অনলাইনে আবেদন করা যাচ্ছে।

LPG Cylinder Price বা রান্নার গ্যাসের দাম নিয়ে এই পরিবর্তন হয়েছে। এবারে দেখার অপেক্ষা যে আজকে বাজেট (Union Budget 2024) অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন (Nirmala Sitharaman) এই রান্নার গ্যাসের দাম নিয়ে কি ঘোষণা করা হতে চলেছে। অনেকেই মনে করছেন যে এই LPG Cylinder Price অনেকটাই কমানো হতে পারে আগামীদিনের লোকসভা ভোটের কথা মাথায় রেখে।
Written by Nabadip Saha.

রান্নার গ্যাস এবার অর্ধেক দামে মাস চলবে। মা বোনেদের মুখে হাসি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment